Thursday 21 December 2017

লিরিকে ভাঙ্গা লিরিকে শাহনাজ রহমতউল্লাহ


ভাঙ্গা লিরিকে
  
সূর্যের মন্দিরে সূর্যের দোআঁসলা নগ্নতা  ঝরে নির্ঝরে
আলপনাগুলো নেচে নেচে ঘুঙ্গুরের একান্তে ব্যালেরিনা
শিতের পাতাগুলো আবার ফিরে যাবে সঙ্গীতের প্রহরে
গরম স্বভাবে নগ্ন  হাবেভাবে নিমগ্ন রোদস্যাকা বালুক

Thursday 2 November 2017

বিষতত্ব : ধুতুরা থেকে ধুত্তরি ছাই

সাবধান, তিন তিনটা দির্ঘ কবিতার মাপা, আলাপি  বুনটে একটা পাগলুটে উপকথা!খুব মেরে দিতে ইচ্ছা করবে, খুব মনে রাখতে ইচ্ছা করবে।অসুবিধা নাই, আগেও  অনেকে করেছে, পরেও করবে।খুব বিষাক্ত, খুব সংসক্ত, শক্ত  ব্যাঞ্জনবর্ন খেয়ে ফেলে, নতুন ও নরম স্বরবর্ন উগরে দেয়...... 

 
বিষতত্ব 

এমনত হতেই পারে, ক্ষত্রিয় রাজকুমার গৌতমের বর্নাশ্রম বিরোধি দর্শন প্রচারেরও বহু বহু আগে, বৈদিক আর্যদের পৈশাচিক সতিদাহপ্রথা আরোপের আগে অব্দি ভারতের মাতৃতান্ত্রিক দ্রাবিড়দের গৃহদেবতার নাম ছিল 'ধুতুরা', গৃহলক্ষিকে ডাকা হতো 'ধুত্যুরি'! পুজারি পুরোহিতদের সম্মানিত পদবি ছিল 'পাগল'!

Saturday 28 October 2017

'প্রেসের কবিতা'র ঢাকা




ঐ যে ভাই কাঙ্গাল হরিনাথের ছাপাখানাঃ
চাষাভুষার চালচিত্র ছাপানোর পাশাপাশি বেশ কিছু গান বেধে
পরিত্রান চেয়েছিলো লালনের আস্তানায়
সে-ছাপাখানার পত্রিকাতে জ্যোতিরিন্দ্রনাথের কড়া সমালোচনার প্রতিক্রিয়াতে
রামকিঙ্কর'কে এম্পাওয়ার করতে
রবীন্দ্রনাথ শিলাইদহ ছেড়ে শান্তিনিকেতনে চলে গেলো
আর কিঙ্করের তাড়নায় বাংলাদেশের নভেরা হারালো প্যারিসের কুয়াশায়

Monday 16 October 2017

কেরিকেচার : সংস্কৃতি চর্চাকারিদের মনে পড়লো!



ওনারা মোটামোটি দয়ালু।কিন্তু কিছু পড়েন না।ওহ, হুমায়ুন আহমেদ ওনাদের দয়াতে....!তার ওপরে নাটকের, আবৃতির লোকজন আরো বেশি দয়ালু এবং বৈবাহিক সম্পর্কে মৌলভি, পাদ্রি, পুরোহিতের কাছে কিরা কাটা কসমের শর্তগুলা ওভারডৌসে পুরন করে,'আমার মাদি আমার, আমার মর্দ আমার রাস্ট্রের কি বলার আছে' জপতে থাকেন অবিরাম অফলাইন, অনলাইন।তারপর মাদি ও মর্দ মিলে ঢাকা, কোলকাতা, বিলাত, প্যারিস, কানাডাতে সংগঠন বানায়ে ফেলেন এবং আমাদেরকে বাধ্যতামুলকভাবে মনে করিয়ে দেন যে চর্চার প্রথম শব্দ 'চর'!এবং কিছু অনুসারি জুটায়ে চর দখলে মেতে ওঠা সুন্নত।

Sunday 15 October 2017

জীবনানন্দ এবং বিনয় : পরোক্ষ অর্গাসমের ভ্রান্তিবিলাস

জীবনানন্দ দাশ

প্রাককথন   
'পরোক্ষ অর্গাসম' শব্দ বন্ধনিটির ব্যাখ্যা দেয়া যাক সোজা অর্থে প্রত্যক্ষ অর্গাসম নয়।
এ-পরোক্ষতা আসছে যৌন-পরোক্ষতা থেকে, যা যৌন-নিরপেক্ষতা বা অযৌন নয়।অর্গাসম কি বা তা কিভাবে হয় সেটার গ্রাফিক্স এ-রচনার লক্ষ্য নয়, এটাকে এখানে ধরা হচ্ছে  প্রতিকি মেটাফোর হিশেবে।একজনের অভিজ্ঞতা বা অভিব্যাক্তি অনেক সময় প্রত্যক্ষ না হলেও নিবিড় বা গভির হতে পারে।মগ্ন চেতনা প্রবাহের যে স্তরেই আমরা চিন্তামিথুনে লিপ্ত হই না কেন, তা আরেকটা চিন্তা বা আরেকটা অভিজ্ঞতার দেয়ালে বাড়ি খেয়ে আমাদের দিকে ফিরে আসে।যেরকম অর্গাসমও একজন নারি বা পুরুষ  নিজে নিজে ঘটাতে পারে, আবার অন্যের সাথে মিলেও ঘটাতে পারে।

Tuesday 10 October 2017

আনফেয়ার এন্ড লাভলি কিম্বা বাংগালির ব্যাকহ্যান্ডার

আমি যারে কহিম আনফেয়ার এন্ড লাভলি, রবীন্দ্রনাথ তারে কহে কৃশ্নকলি!





ফেয়ার এন্ড লাভলি ক্রিমের বিপননকারিদের বিরুদ্ধ্বে বাংগালি নারিবাদিরা কোন মোর্চা বানায় না!কারন তাদের পৃষ্ঠপোষকতায় নারিবাদিদের কর্মকান্ড চলে।

Thursday 5 October 2017

আমার দু একটা অপচয় প্রবনতা!

কিম্বা কেতলি, পাশবাতি ও জ্যোতি'র মোজেজা!


পুরানো কেতলি আমার খুব ভাল লাগে।এখান সেখান থেকে কিনেও ফেলতাম।দেশ বদলে ব্রিটানিতে আসার সময় লন্ডনের এক গ্যারেজ ভাড়া করে অনেক কিছুর সাথে বহু বছর ধরে কেনা কেতলিগুলা রাখলাম যে মেয়ের মা পরে পৌছায় দিবে।গ্যারেজটার তালা ভেঙ্গে কে বা কাহারা কেতলিগুলা নিয়ে গেল।তারপর থেকে দেখি, কিনি না।

Monday 2 October 2017

চৈনিক নৈর্ব্যাক্তিকতার সাথে লাস ভেগাস ম্যাসাকারের সম্পর্ক আছেতো।

French painter Christian Poirot Nanjing Massacre. [Photo/Xinhua]
আজকের চৈনিক বিপ্লবি বর্মি ভিক্ষুকে বলছে মুসলিমদের মারো।সে বাংলাদেশে বলছে জিহাদি বোমাবাজ হচ্ছে শ্রেনিসংগ্রামি।তার মার্কিন সংস্করন স্টিভ ব্যানন বলছে মার্কিন যুক্তরাস্ট্রকেও আমরা চিনের মত আবার কারখানাতে ভরে ফেলতে চাই।

Saturday 30 September 2017

গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে


জুলেখা নাট্য ট্রিলজির অপেরাধর্মি অংশগুলোতে বিশ্বায়িত ফোক ন্যারেশান বজায় রেখে পশ্চিমি নাগরিক আবহের আমদানিতে আমি যে গানগুলো অনেক বার ভিন্ন ভিন্ন সংস্করনে শুনেছি তার ভেতর অন্যতমো, 'তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?'

আজকের পিসফুলনেস, ভায়োলেন্স এবং সেক্সি হাততালিগুলি


শার্ট প্যান্ট পরা একজন মহিলা লতাপাতা নক্সিতোলা জাপানি সবুজ ছাতা মাথায় সাগর বেলায় এবং তার সাথে কয়েক হাজার হাততালি এটা পিসফুল এবং সেক্সি

প্যাস্টেল গোলাপি সালোয়ার ও এম্ব্রয়ডারি লেসে কনুই হাতা মাখন সাদা কামিজে এমারেল্ড ওড়না লাল লিপস্টিক লাল বিন্দি হাতে ধরা ঘোলাটে অপরিস্কার তুর্কি কাচের মগে দেশি দুধ চা এবং তার সাথে কয়েক হাজার হাত তালি এটা পিসফুল এবং সেক্সি

Saturday 23 September 2017

পন্ডিতমুর্খগন চুমু দিতে জানে না।


হয়তো কোনমতে ঠেলে ঠেলে পেয়ে গেলে অন্তমিল
কিন্তু চুমুর শৃঙ্গার তাহার চাইতে আরো অনেক জটিল

Sunday 3 September 2017

রোহিঙ্গাদের প্রতি সাম্প্রদায়িক মন্তব্যে নিন্দা জানাই

বৌদ্ধ ভিক্ষু নেতৃত্ব দিচ্ছে কথিত রোহিঙ্গা বিরোধি আন্দোলনে?!

গৌতম যে নির্বানের দর্শন প্রচার করেছিল, তা কি চামড়া আরো ফর্সা হবার দর্শন?পুর্ব এশিয়াতে গৌতমের বানি যারা নিয়ে গিয়েছিল, তাদের অন্যাতমো ছিলো অতিষ দিপঙ্কর, যিনি বাংলাদেশের ধলেশ্বরি তিরের বাসিন্দা।অতিষের মুখাবয়ব যে সিনো-তিবেতান ছিলো না তা লেখা বাহুল্য।

Tuesday 29 August 2017

প্রধান বিচারপতি সকাশে অগ্নিকন্যার মন্তব্যে

যা হতে পারতো চায়ের পেয়ালার ঝড়, তা এখন পাড়া মাতানো বিসম্বাদ, যাতে সরাসরি কেউ আহত না হলেও, ভবিষ্যতে আমাদের ইতিমধ্যে লুপ্ত প্রায় বাকস্বাধিনতার পথকে আরো দুর্গম করে তুলবে।ধরুন লিখলাম স্যাটায়ার ছলে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চায়ের টেবিলের অপর পাশে বসা কৃষিমন্ত্রি মতিয়া চৌধুরীর শাড়ির প্রসংশা করে বললেন...... কি বললেন?স্যাটায়ার বাদ দিয়ে কাজের কথায় আসি!কাজের কথায় আসতে গিয়েও তো সবাইকে সন্তুষ্ট করা যাবে না।বিমুখেরা বলে বসবে, স্যাটায়ারেও কিন্তু আপনি পুরুষালি দৃষ্টিকোন থেকে বেরুতে পারেন নাই, লিখলেইতো পারতেন, চা খেতে খেতে মতিয়া চৌ টেবিলের অপর পাশে বসা সুরেন্দ্র কুমার সিনহার শার্টের কাটিংয়ের প্রশংসা করলেন!তারপর এসে যাবে সংখ্যালঘু, গুরু প্রশ্ন, চা খাওয়াটাই বরবাদ।বরং বিসংবাদেই থাকি!পিকাসোর হাতে ধরিয়ে দেই রিভলভার!

Tuesday 15 August 2017

Love In The Time Of Dhaka Schoolkids Protest!

ঢাকাতে রোজ কেয়ামতের আগের দিনে গনভালবাসাবাসি

 

গদ্যবাস্তবতা থেকে এবসার্ড কবিতায়!

 

উদোর পিন্ডি সব বাস আর ট্রাক ড্রাইভারে, হেল্পারে!
 

পরের কথন : প্রয়াত তারেক মাসুদ, মিশুক মুনির, ঢালি আল মামুনদের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও আমরা তাদের পরিবারের পাশাপাশি  সামাজিক উত্তমর্নদের জিজ্ঞাসা করতে পারি, তারা তাদের সন্তানদের বাংগালি বাস, ট্রাক ড্রাইভারের সন্তানদের সাথে সামাজিক সম্পর্ক করতে দেবে কি না?

Friday 23 June 2017

এ সনেট অফ লাভ বুক্স এন্ড বন্সাই


গতকাল দেখা হয় নাই In the end
Emelia dies না আসার আসা না কথার কথা
না হাসার হাসি না ছবির ছবি Julio does not die
না কবির কবিতা না হাসের সোনার ডিম

Thursday 1 June 2017

মার্ক শাগালের রোমিও জুলিয়েট

Marc Chagall, Romeo et Juliette, 1964

রোমিও কিম্বা ল্যাজারাস পুনর্জন্মে আমার দেখার ইচ্ছায় পেলাম

শাগালের তেলচিত্রে টুথপেস্টের ফ্যানামাখা জুলিয়েটের ঘরোয়া সকাল
দেখামাত্র শাগালের তেলচিত্র ছাড়ায়ে চয়নেস্ক-কল্পনা উথাল পাথাল

Thursday 11 May 2017

ধর্ষনবান্ধব রাষ্ট্রে শবেবরাত


শেষ কবে একটা কবিতার বই কিনেছেন আপনারা বলতে পারছেন না।শেষ কোন বইটি পড়েছেন, তা যারা কবি, গল্পকার, শিল্পি দাবি করছেন তাদের স্টেটাসেও জানা যাচ্ছে না।পাঠ্য বই, ভয় দেখানো ধর্মের বইয়ের বাইরে শিশুর হাতে নিয়মিত শিশু সাহিত্যও তুলে দিয়েছেন কি, বোঝা যাচ্ছে না, তাহলেতো অন্যদের খোজ দিতেন।

Sunday 30 April 2017

প্রেমিকার খই প্রেমিকের জামরুল


গাছের নিচে নিয়মিত খই ছিটালে
জামরুল তুমুল সুমিষ্টতায় গান গায় ভৈরবা

শুকনা না কি ভিজা খই দিবা

Thursday 27 April 2017

প্রবনতা ও পরিচ্ছন্নতা

পরিচ্ছনতার নিরিখে ঢাকা ক্যান্টনম্যান্ট, কন্ঠশীলন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিল্পকলা, বাংলা একাডেমি, গন গ্রন্থাগার, সওরোওয়ার্দি উদ্যান, জাতিয় হাসপাতাল ইত্যাদি জায়গাগুলো তুলনা করলে আমরা কি পাচ্ছি?

Thursday 2 March 2017

পাবলিকের পুলিশ ও প্রাইভেটের পেটোয়া


(দৃষ্টান্ত হিশেবে প্রাইভেট ইউনির গুনধর ছাত্রেরা আইন নিজেদের নরম হাতে তুলে নিতে পারে এবং বসুন্ধরা গ্রুপের  নধর মালিক ও তাদের নিরপত্তা সংক্রান্ত পদস্থ কিছু কর্মকর্তাকে ঢাকার লাইটপোস্টে যে তারের নাগরদোলা, তাতে লটকায় রাখতে পারে।লটকায় রাখতে বলেছি, ফাশি দিতে বলি নাই।)

Tuesday 28 February 2017

সিন্ড্রেলার কাচের খড়ম

ভলুয়া সুন্দরি ও কমলা সুন্দরির আখ্যান অবলম্বনে

নাচঘরে কাচের খড়ম ভাঙ্গিয়া
সিন্ড্রেলা চলিয়া গেলেন গটগটাইয়া

এদিকে রাজকুমার কান্দিয়া হাসিয়া চিল্লাইয়া
ভাত খায় থালাতে শুকনা মরিচ ডলিয়া

কবে আবার আসিবেন সিন্ড্রেলা  ফিরিয়া
চিড়িয়াখানাতে যে যার মত রঙ্গিলা কাকাতুয়া

Sunday 26 February 2017

শাওন রাতে যদি সেন্সরের নিরবধি



সন্তানের সাথে হুমায়ূন আহমেদ, মেহের আফরোজ শাওন
''শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।

ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম।
আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
ঝরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নরে...''

Tuesday 21 February 2017

একুশের অর্ঘ্য : মূর্খের ঊকার নিয়ে শহীদুল্লাহ সন্নিধানে

মুহম্মদ শহীদুল্লাহ ও মুর্তজা বশীর  
মুহম্মদ শহীদুল্লাহ ও মুর্তজা বশীর


ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ প্রথম ভারতিয় মুসলিম, যিনি ভারতের বাইরে এসে পি, এইচ, ডি করেছিলেন।

Monday 20 February 2017

ফেব্রুয়ারির শরনার্থিসভা



ঘাস থেকে আকাশে শরতের বিশ্বায়নে শরণার্থীদের মেরুকরণে 
সিরিয়ান আফগান রোহিঙ্গাসহ যারা আসছে উন্নত যাপনের খোজে
সবার পেছনে একটা প্রকাশ্য এবং একটা গোপন রণাঙন''

Friday 17 February 2017

বিভাগগুলোর নতুন নাম, প্রেম এবং দেশপ্রেম বিষয়ে

মনসামঙ্গলের দৃশ্য

ঢাকা বিভাগের নাম হতে পারে ইশরাত আখন্দ
কুমিল্লা বিভাগের নাম হতে পারে সোহাগি তনু
পার্বত্য চট্টগ্রামের নাম হতে পারে কল্পনা চাকমা
গারো পাহাড়ের নাম হতে পারে চলেশ রিসিল

Sunday 12 February 2017

কাগজের নৌকা এবং বোকাসোকা বুড়িগঙ্গা


অনলাইনে ব্যাবহার করা না হলেও মুদ্রিত সংগ্রহে ঈ, ঊ, ণ, চাদবিন্দুর দেখা পাবেন প্রচলিত অভিধান অনুযায়ি।চখাহা।

কাগজের নৌকা

একদম কাগজের নৌকার আদলে
মোটামোটি বড় একটা কাগজের নৌকা বানানো হলো
এবং তা ভাসানো হলো সত্যিকার সাগরের জলে
ভাসানো মাত্র তাতে একজন নাবিক চড়ে বসলো

Wednesday 8 February 2017

ভিক্ষুক, পাগল এবং ধর্ষনকারিদের নাম নেয়া বা না নেয়া!


ডোরার কান্না, ক্ষেপি সংস্কৃতি ও কিম্ভুত রিপ্রেসেন্টেশানবাজেরা

বলতে চাচ্ছি যে প্রত্যেক ভিক্ষুকের একটি নাম আছে।পাগল বলি আর মানসিক প্রতিবন্ধি বলি, তাদের প্রত্যেকের একটি নাম আছে।ভিক্ষাবৃত্তি, পাগল হওয়াটা অপরাধ নয়।ধর্ষন একটা অপরাধ।

Monday 30 January 2017

ইমাম শেখকে বিমান বাহিনি পরিবারে স্বাগতম

একদিন ঠিক ঠিক সাবেক ভ্যানচালক ইমাম শেখের সাথে আমার বৈমানিক অগ্রজের নামাঙ্কিত চত্বরে জমিয়ে চা খাওয়া যাবে।
বাংলাদেশ বিমান বাহিনিকে আমার পরিবারের মত লাগে বললে ভুল হবে, এটা আমার রক্ত সম্পর্কের পরিবার।আমার অগ্রজ ফ্লাইট লে: আইনুল হাবিব (ডাকনাম আপন) ১৯৮৮সালে মাত্র আঠাশ বছর বয়সে তার সুপারসনিক মিগ ২১ ক্রাশ করে নিহত হয়।কিছুদিন আগে এয়ার মার্শাল (অব) এনামুল বারি বিমান বাহিনি প্রধান থাকাকালিন, বাংলাদেশের প্রথম সুপারসনিক স্কোয়াড্রনের বৈমানিক হিশেবে কর্তব্যকালিন ফ্লাইটে নিহত হবার সম্মানে, আমার অগ্রজের নামে কুর্মিটোলা বিমান ঘাটিতে একটি চত্বর উদ্বোধন করে।

Wednesday 4 January 2017

কয়লাফুলের মৌতাতে, ময়লাফুলের ইকেবানা!

 
কেভিন স্পেইসে, মিনা সুভারি।এমেরিকান বিউটি।
ফুলের মৌতাতে, ফুলের মাস্তিতে আরাধ্য যে কোন বিষয়কে আমি কল্পনা করি ফুলে ভরা বিছানায়, ফুলে ভরা স্নানের চৌবাচ্চায়, এমনকি বিষাদের রোগশয্যাতেও ছিটাতে থাকি বোদলেয়ারের বিপরিতে গুচ্ছ, গুচ্ছ রঙ্গিন, উল্লসিত, আনন্দরুপের ফুল।বোদলেয়ারের মডার্নিটিতে যে প্রতিকি-রোমান্টিসিজম তা গড়াতে, গড়াতে  ঝুমঝুমি বাজাতে থাকে 'এমেরিকান বিউটির' পোস্ট মডার্ন রোমান্টিসিজমে!