Wednesday 11 November 2015

ইয়োরোপ, মৃত্যুদন্ড এবং কল্যানবোধক বিচ্চার

বিওর্ক অভিনিত 'ড্যান্সার ইন দা ডার্ক'এর ট্রেইলার

লো হোসনে আরা লো...

আমি বাংলাদেশ ত্যাগের আগ দিয়ে, ১৯৮৯সালে ঢাকাতে শহিদ বুদ্ধিজিবি সাংবাদিক নিজামুদ্দিন আহমেদের কন্যা শারমিন রিমার হত্যাকান্ডে দোষি সাব্যাস্ত করে তার স্বামি মুনির হোসেন এবং মুনিরের প্রেমিকা হোসনে আরা খুকুকে নিম্ন আদালত মৃত্যুদন্ড দেয়।পরে উচ্চতর আদালতে আপিল করলে মুনিরের মৃত্যদন্ড বহাল থাকে, খুকু বেকসুর খালাস পান।সম্ভবত সামরিক সরকারের আংগুলি হেলনে ঐ হত্যা মামলা ঘিরে গনমাধ্যমগুলোতে বিবাহিতা খকুর চরিত্র হনন থেকে শুরু করে, আইনকে প্রভাবিত করবার এক কলঙ্কজনক ইয়েলো জার্নালিজমের প্রলয়কান্ড ঘটেছিল!বেশ কবছর আগে বিলাতে বসবাসকালে খুকুর সাজাপ্রাপ্তি এবং বেকসুর খালাস নিয়ে একটি উপকথা লিখি, 'লো হোসনে আরা লো, মুনির হোসেন হাতিয়ার ঢাল দো' নামে!সম্প্রতি উপকথাটি প্রকাশ করে নিউজবাংলাদেশ.কম।উপকথাটির পেছনে প্রবর্তনা হিশেবে কাজ করেছে 'মৃত্যুদন্ডরহিত' অঞ্চল EECতে বসবাস।সে আলোকেই বর্তমান নিবন্ধের অবতারনা!

লো হোসনে আরা লো, মুনির হোসেন হাতিয়ার ঢাল দো

                 
                        
                        কিন্তু শারমিন রিমাকে মুনির হোসেন হত্যা করবার সাথে
                        রুপচান্দা মাছের বা সোনালি শব্দটার সম্পর্ক কি কাকতলিয় নয়

Tuesday 3 November 2015

জেলহত্যা-দিবসে হরতাল!

১৯৭১ মুক্তিযুধ্বের সংগঠক জাতিয় যে-চারনেতার স্মরনে তেসরা নভেম্বার 'জেলহত্যা-দিবস' পালন করা হয়; তাদের অর্জিত '৭২ এর সংবিধান ধারন ও যথাযথ প্রয়োগ হলে আজকে একই দিনে ধর্মঘটের ডাক দেবার দরকার হতো না।