Monday 16 September 2013

খুলিতত্ব ৪ঃ বিনয় মজুমদারের জন্মদিনে


কবি বিনয় মজুমদার।জন্ম, ১৭ সেপ্টেম্বার, ১৯৩৪, বর্মা।দেহত্যাগ, ১১ ডিসেম্বার, ২০০৬।

 বিনয় মজুমদার শ্রদ্ধাভাজনেষুঃ আশিতমো জন্মদিনের অর্ঘ্য


অনেক অনেক আমলকি এবং রোদে-রজনে-টলটলে
আমাদের সবচেয়ে কাছাকাছি  বিনয় মজুমদারের অসংলগ্ন-অঙ্কপাতন

Tuesday 10 September 2013

খুলিতত্ব : For The Love Of God

কিম্বা  খোদাকে ভালবেসে আমাদের খুলির মুল্য
আত্মিয় স্বজন বন্ধু পরিজনদের অনেকের মাথা চিপে ধরে বুঝেছি
তাদের বেশির ভাগেরই খুলি নাই

ডোরার কান্না, ক্ষেপি সংস্কৃতি ও কিম্ভুত রিপ্রেসেন্টেশানবাজেরা

আহমদ শরীফের সাথে মনোগত সংলাপ ২

প্রথম প্রকাশ ফেসবুকে নোট আকারে।২০/০৭/১১।

ডোরা মার
ক্ষেপি-সংস্কৃতিও লোক-সংস্কৃতি-সঞ্জাত পুরূষ প্রধান কৌমের প্রভাবেই বিবর্তিত!বৈষ্ণবের যেমন বৈষ্ণবি, লালন আখড়ার সাধুসঙ্গের এক প্রধান অনুষংগ 'ক্ষেপি'!লোক সংস্কৃতিকে কাল্ট পর্জায় থেকে জাতিয় পর্জায়ে নিয়ে আসা দক্ষিনপন্থি প্রতিক্রিয়াশিলতারই ফলবান লক্ষন!যে ফলটা এতে ফলে তা ইতিহাসের বিবর্তনে বিষবৃক্ষেরই ফসল!হিটলারের এভা ব্রাউন, মুসোলিনির ক্লারা পেতাচ্চি এক অর্থে ক্ষেপি!এদের প্রত্যাবর্তনের কোন উপায় এরা আর রাখেনা এবং কথিত সাধুদের গ্রাসে এদের সজ্ঞা পুরাপুরি লুপ্ত!পিকাসোর 'ডোরার কান্না' আক্ষরিকভাবেই এই ক্ষেপিদের আর্তনাদ!