Thursday 25 September 2008

ভিনসেন্ট : সূর্যসুখী এলিজি


ইহজগতের সূর্যমুখীরা যখন পরজগতের অলৌকিক মাছরাঙ্গায়
এফোঁড় ওফোঁড় সুন্দরবনের আনোনা বানমাছ পারশে'দের অন্তিম শ্বাসে
বাওয়ালিদের ঘেরজালে শুনেছিলাম
হিরার খনিতে হিরাকৃতি মাছদের মানুষী গলার গান

হিরামাছ আমার সাথে খেলেছে আমার মায়ের আচলে
হাজার নৌকার পালে হাজারে হাজারে খোলা জানলায়
আশপাশের রোদপোড়া সূর্যসেঁকা শিশুদের নগ্নতা
আমাতে ফিরে আমাকে ঘিরেছে অবাস্তবের বেহেস্তি পলেস্তারায়

খসিয়ে খসিয়ে উঠেছি আজটেকদের সূর্যবাগানে
আজটেক খোল মাদল করতালে বাজে ইতিহাসের নিকোটিন
দাতে তার দাগ নিয়ে মাড়িতে আজটেক কন্যার সহমরণ
সূর্যমুখী তেলের কারবারি বলে: সূর্যমুখীতে পেঁয়াজু স্মরণ

মসুরি গলেছে বালুতে বালুরা সাগরের গোলাপি কাঁকড়ায়
কাঁকড়ারা গলেছে সূর্যের প্রথম সিন্ধুতে
বিন্দু বিন্দু ফেনাজলে কাঁকড়ারা পেয়েছে জলঘোটকের ডানা
অডানায় ভর সকলে চলেছে ওদের সূর্যমুখী মন্তব্যে

কিন্তু ঐ পাপড়িদের ঐ রেণুকণাদের  একক চেহারা কোথায়
এ-প্রশ্নটা সুধালোই বা কে ভিড়ের ভেতর
আর সুধীয়েই হারালো কেনো চেহারাবিহীনতায়
এসব হেঁয়ালির উত্তরে কে বলেছিল ফুলেরাই ব্যক্তিত্ব

পাপড়িদের আকৃতিতে গোলাকার বা তিনকোনা বা চারকোনা
জীবনের ছায়া - সুতরাং পাপড়িতে ধরো ইহজগতের
পরজগতের কাণ্ডকারখানা- বৃষ্টিরা পড়ে যেখানে পড়বার নয়
কিন্তু তেরছাকাটা বৃষ্টির রেখাবিহীনতাকে আমরা খেয়ালই করি না

বলি: ভিজেছি বলি কিন্তু অনেক কিছুই
কিন্তু বলাবলি যে জিব্বা গলা আর কিছু দেহযন্ত্র মিলিয়ে
তাদেরও তেমন আমলে আনি না
অর্থাৎ নিজের সাথে তেমনভাবে কথাই বলি না

পাতারা পরি হয়েছে পাতারা পরিস্থিতি বুঝেছে
ডানা এবং বাস্তবতার নিরিখে পাতারা আলোকে ভালবেসেছে
এমনটাই শেখানো হয়েছে নাবালক নাবালিকা সূর্যমুখীও
সূর্যই সালোক সূর্য্যই সাবালক সাবালিকা সংশ্লেষণ

কিন্তু পানিপড়া সূর্যশর্তের বাইরে
বাইরেরও বাইরেরও বাইরে মনান্তরে মতান্তরে
মানে হেথায় হোথায় কোথায়ও না এরকম বাইরে
তেপান্তরে সবসময় একজন বিজনে অপেক্ষমাণ ছিল

হেসেছিল আদিবাসী অন্তরঙ্গ উল্লাসে
বলেছিল: ফিরলেনই যখন তখন শুধু বসে থাকেন
সূর্যমুখী তেলে ভাজব মাস কলাইয়ের বরা
আমাদের আত্মায় টোল পড়া সূর্যমুখীদের গোলগাল চেহারা

তাহলে কি সূর্যমুখীরাই সংসারের যাবতীয় হেঁয়ালির মুলে
প্রশ্ন কোরোনা শুধু দেখে যাও
দস্তে হাবেদার জাবেদা খাতা খুলে রসভঙ্গ কোরোনা
এরকমটা বোলে যা দোলালেন তাকেতো ঘাগরাই বলে

“না ওটা ঘাগরা নয় মাছরাঙ্গাও মাছরাঙ্গা নয়
সূর্যমুখীরাও সূর্যমুখী নয়”
না এই দর্শন মানি না
তাহলেতো গিলতে হবে হত্যাযজ্ঞও হত্যাযজ্ঞ নয়

কিন্তু ধরো কোন হত্যাই হলো না
জীবন শুরু না হলে মরণ বলেও কিছু থাকল না
অকেজো হয়ে গেল সমস্ত খাটিয়া আর নবজাতকের দোলনা
প্রাণের প্যরাসুট অবিরত ওড়ে তারাদের তীর্থের ওপর

আমরা পৌঁছলাম এবার সূর্যমুখীদের বন্দেগিতে
মহাতারকাদের গন্তব্যে: তারকারা একে অন্যকে পেরোয়
ঘাড় ঘুরিয়ে তাকায় হাসে ভালতো অবশ্যই বাসে
আকাশের সর্বনাশে খলশায় আরো আরো মহাতারকা

মহা জ্বলজ্বলে মচমচে মহাগরম
কোটি বছরের পুরনো হিরাতে মহান্ত পরম
হিরারাই হিরাদের তারারাই তারাদের পারস্পরিক জহুরি
রেণুতে রেণুতে সংঘর্ষে বাড়ে বীজদের সংগম দক্ষতা

বাইরের পাপড়িরা পোড়ায় ভেতরের পাপড়িদের
বীজ ফাটার শব্দ ধরে ধরে আমরা আগাই
শব্দরাই তৈরি করে সূর্যমুখীদের বিষদ বিস্তার
বিষদে যেতে যেতে ভিনসেন্ট ভাঙ্গে ফুলদানির নিষাদে



চয়ন খায়রুল হাবিব

আমস্টারডাম ২২/০৬/০৭