Wednesday 20 February 2013

রাজীবের প্রমিথিউস প্রত্যয়েইঃ এবারের একুশে


রাজীব হায়দারের নৃশংস হত্যাকান্ডের পর যখন খবর আসে শাহবাগ থেকে ফেরবার সময় সাংবাদিক সুমন মাহবুবের আক্রান্ত হবার তখন দির্ঘ মেয়াদি অবিচলতার জন্যই স্বল্প মেয়াদে ঠিক করে নিতে হয় চলমান প্রত্যয়ের লক্ষ্যভেদি নিশানা!

১৯৫২'র পর একুশে ফেব্রুয়ারি এসেছে অনেক বার!এবারের ভাষা দিবস আমাদের দাড় করিয়ে দিচ্ছে পরিচয়গত সুষ্পষ্ট মেরুকরনের সামনে!সেই সিমারেখায় ধর্মবিশ্বাস কিছুতেই  প্রজন্ম চত্বরের থার্মোমিটার হতে পারে না!রাজীবের হত্যাকান্ড নির্দিষ্ট করে দিয়েছে  প্রজন্ম চত্বরের পারদাঙ্ক!জিবিত লাকী আক্তারেরা, আসিফ মহিউদ্দিনেরা ধর্মে বিশ্বাস করে কি না এ-প্রশ্নের উকি মাত্রই  প্রজন্ম চত্বরের অর্জনকে অসম্মান করা হয়; আমরাই হয়ে দাড়াই রাজীবের ঘাতক!কিন্তু আমরা তা নই!

Wednesday 13 February 2013

জবা জবাঃ বংগবন্ধুকে ভালবাসা দিবসের জবা



চারপাশে এত জবা চারপাশে এত জবা
জবা জবাঃ বংগবন্ধুকে ভালবাসা দিবসের জবা
চারপাশে এত জবা চারপাশে এত জবা-ছোয়া-জয়বাংলা
জবা জবাঃ বংগবন্ধুকে ভালবাসা দিবসের জবা-ছোয়া-জয়বাংলা



১৯৭৫

মেঘ থেকে মেঘে রক্তবাহি উপগ্রহের দোলা
ধানমন্ডি ৩২ নম্বর দোতালার জানালা
পর্দা ফুড়ে অগস্ত্য সুর্জের দেশে
সিড়ির ধাপেরা উড়ে যায় বিশ্বায়িত বাংলাদেশে

গ্রান্ড ট্রাঙ্ক রোড শহর বন্দর
বেতারে শুনেছে খুনের খবর
মাটি ল্যাপা ঘর ভোরের পুকুর
থরথর হাকে বংগবন্ধু শেখ মুজিবুর

Monday 11 February 2013

'রাজাকারদের ফাসি চাই' স্লোগান বনাম জেবা, কাজি, কামাল গং

নয়া রাজাকার ব্যাপারটার অনেক সংস্করন আছে!'জেনারেশান বাংলাদেশ' বা জেবা'র ফেসবুক লিঙ্কপেজ খুললে মনে হবে শাহবাগ আন্দোলনের সবচেয়ে বিশ্বস্ত মুখপত্র!লাকি আখতারের সাক্ষাতকার টাঙ্গিয়ে রেখেই 'নিস্পাপ মনের প্রশ্ন' নামে লিঙ্ক শেয়ার করে জেবা'র চালিয়াতেরা সাগর-রুনি, পদ্মা সেতু ইত্যকার ইস্যুতে শাহবাগিদের অগ্নিপরিক্ষা দিতে বলছে!এখানে newsটা কিছুদুর পরিবেশন করেই twisted views দিয়ে তাকে হেয় করবার তোড়জোড় শুরু হচ্ছে!