Wednesday 13 February 2013

জবা জবাঃ বংগবন্ধুকে ভালবাসা দিবসের জবা



চারপাশে এত জবা চারপাশে এত জবা
জবা জবাঃ বংগবন্ধুকে ভালবাসা দিবসের জবা
চারপাশে এত জবা চারপাশে এত জবা-ছোয়া-জয়বাংলা
জবা জবাঃ বংগবন্ধুকে ভালবাসা দিবসের জবা-ছোয়া-জয়বাংলা



১৯৭৫

মেঘ থেকে মেঘে রক্তবাহি উপগ্রহের দোলা
ধানমন্ডি ৩২ নম্বর দোতালার জানালা
পর্দা ফুড়ে অগস্ত্য সুর্জের দেশে
সিড়ির ধাপেরা উড়ে যায় বিশ্বায়িত বাংলাদেশে

গ্রান্ড ট্রাঙ্ক রোড শহর বন্দর
বেতারে শুনেছে খুনের খবর
মাটি ল্যাপা ঘর ভোরের পুকুর
থরথর হাকে বংগবন্ধু শেখ মুজিবুর





আলোর উৎসে আত্মাহুতি ঠান্ডা মাথার খুনি
ওরা মুলত শেকলবাধা অমাবশ্যার প্রেতযোনি
বুলেটে বেয়নেটে চলটা উঠে দেয়ালগুলো ঝাঝরা
মরনঝাপিতে ঝাপ মেরেছে বিজধানখোর মাজরা

আংটির আঙ্গুলে তবু নির্মোক
আধ্যাত্ম প্রায়ানাম প্রাকৃত শোক
বিষাদে কিন্ন মার বুকে দুধ
রবি সোম মঙ্গল বুধ বিশ্যুধ

জল্লাদদের পুরানো পোষাকগুলো
অন্ধকারের চেয়ে অন্ধকার ভিষন ভুতুড়ে কালো
শুক্যুরবার তক ইনডেমনিটি হা টিট টি ঢিশু ঢিশু
ধামাচাপা মৃতের হাড় গোড়ে নাচে উর্দিধারির ডাকিন-টিসু

কালো কারচুপি সাদা টুপি যত শবেবরাতের রাতভর
সামনে পিছে তথ্যটুইস্ট হিজিবিজি সব কাগজি বছর
বছর ঘুরে ঘুরে রাতদুপুরে হঠাত ঘুম ভেঙ্গে চিচিং ফাক
পুরো দৃশ্যটা কাগজে আকা ভোরবেলাকার মোরগের ডাক

২০১৩

নাচাও রাস্তা নাচাও মনকার আচিক আন্দোলন
ঢুকে যাও যদি খালি পাও মায়ের পেট আপন
চ্যানেল টিপেটুপে দ্যাখো পাও না কি হারানো লাগেজ
স্ক্রিন জুড়ে তেলবাহি ট্যাঙ্কারে লিকেজ

ফসিল জ্বালানির পেট্রল পোড়া ভক ভক বমি
বংগপোসাগর এখন জিয়ন্ত তিমির মমি
সংঘ জোতদার ঘাপটিবাজ ড্রাকুলার খিচুনিতে বেধা
দেবদুতযুক্ত সোনালি তরবারি দেবদুতযুক্ত যোদ্ধা

সার ডিডিটি ইত্যকার বিষাক্ত ফেনায় থরোথরো
ইচ্ছামৃত্যুর সিলভিয়া প্লাথ নাম পালটে মেরিলিন মনরো
নাম পালটে ডলি আনোয়ার কিম্বা গল্পকার কায়েস আহমেদ
রিক্সার টিনপ্লেটে লেখা শহিদ পাখিদের নির্বেদ

কেউ যায় ঘুরপথে কারো পছন্দ শর্টকাট
ফাল্গুনের হাওয়াতে  কাপে শাহবাগের ঘাট মাঠ ফুটপাথ
কাপে কর্মাকর্ম ঠেকানো ধর্মাধর্মের নেতৃত্ব
নাকে তুলা গুজে চুপ থাক ফতোয়াবাজ লাশের কর্তৃত্ব



চয়ন খায়রুল হাবিব।
লেখাটা ১৯৯০এর।দ্বিতিয় অংশে নতুন করে '২০১৩' বসিয়েছি!ধারনা করি অনুজ গল্পকার তারিক আল বান্নার হাত হয়ে ৯০ দশকের শুরুতে দুটি অংশ জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়েছিল।'শাহবাগ' শব্দের বদলে মুল লেখাতে ছিল 'নগর'!লেখাটাকে পাচালি এবং গানের বানি হিশেবে দেখা যেতে পারে!