Wednesday 30 September 2015

জুলেখা কি 'কাজের বুয়া'?



আমার সারাজিবনের কাব্যপ্রতিমা জুলেখা।উনিশ বছর বয়সে প্রথম 'জুলেখা সিরাপ' কবিতা লেখার 

পর গত দশ বছর ধরে জুলেখাকে ঘিরে একটা ট্রিলজি-কাব্যনাটক লিখছি যার দুটো প্রকাশ হয়েছে।

একজন ইনবক্সে জুলেখাকে বল্লো, 'কাজের বুয়া'!তার দেয়াল আবার কমার্শিয়াল-ছেমরিতে ভরপুর!

গৃহবধুরা যদি কমার্শিয়াল-ভ্যাম্পিশনেস প্রবনতার পাশাপাশি 'কাজের বুয়াদের' যথার্থ মর্জাদা দিতো, 

তাহলে 'কাজের বুয়া'টা তাদের ছেলেমেয়ে, স্বামিগন গালমন্দ অর্থে ইনবক্সে ব্যাবহার করতে দুইবার 

ভাবতো।

ফ্রেঞ্চদের নিয়ে বাংগালির কিছু অপধারনা


এক ফেসবুক তারকা প্যারিস ইত্যাদি ঘুরে মন্তব্য করেছে যে ফ্রেঞ্চরা কিছুতেই ইংরেজি বলতে চায় না এবং ইংরেজিতে প্রশ্ন করলে উত্তর দি্তে চায় না।এখন প্রথমত যাকে প্রশ্ন করা হয়েছে সে ইংরেজি জানে কি না, তা ছাড়াও যে বাঙালি 'ইংরেজি' বলেছে সেটা ইংলিশ হয়েছে কি না!ধরুন একজন ইউরোপিয় কাকরাইলের মোড়ে দাড়ায় একজন বাংগালিকে সুধালো 'কাকরাইলের মোড় কতদুর?'!এখন সেই বাংগালি কাকরাইলের মোড় না চিনতে পারে, আবার বিদেশির উচ্চারনে কাকরাইল, কাকরোল হয়ে আরো ঝামেলা বাধাতে পারে।