Thursday 24 September 2020

রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা এবং ধর্মসাপেক্ষতা,

আহমদ শরীফের সাথে মনোগত সংলাপ ১

কিম্বা 'তিন পাগলের মেলা'!

নিচে যেভাবে রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা এবং ধর্মসাপেক্ষতা, শিরোনামে প্রয়াত উপন্যসিক কামরুজ্জামান  জাহাঙ্গীর ও আমার টানা কথপোকথনটি এখানে ছেপেছি, প্রামান্যভাবে তা ধারণ ও প্রথম প্রকাশনার  কৃতিত্ব অনুজ গল্পকার তারিক  আল বান্নার।কয়েক বছর আগে নিউজ বাংলাদেশে দায়িত্ব পালনের সময় বান্না সংবাদ মাধ্যমটির সাহি্ত্য জাইনে বিচিত্র মাত্রা যোগ করতে সমর্থ হয়েছিল।সে সময় আমার পুরোনো,  নতুন, সাম্প্রতিক অনেক ছোটো বড় লেখা, আলাপচারিতা নিউজবাংলাদেশে আসে, যার ভেতর একটা  নিচের সম্পাদিত অংশটি।

Sunday 13 September 2020

জেব্রালাইট


 


আকাবাকা রেখাতে যতটুকু ধাধার প্রকাশ 
তার পুরোটা আমাদের অস্থিরতার বিকাশ
জেব্রাগন জেব্রিগন ঘাসপাতা খায়
সিংহিগন সিংহগন জেব্রালাইট চিবায়

Wednesday 9 September 2020

ডিমের তরকারি রান্নার সময় আমি গুপীগাইন বাঘাবাইন



ডিমের তরকারি রান্নার সময় আমি গুপীগাইন বাঘাবাইন
কি যে তুরিয়া আনন্দে থাকি আর সব মিছামিছি ফাকি
গদ্যছন্দ তখন মধ্যমিল অন্তমিলের ছেলেমানুষি
দুই বগলে দুই হাত রেখে আমি এত খুশি 
এন্থ্রো্পোমরফিয়া তখন তিব্রতুমুল জোয়ার ভাটার সহজিয়া