Thursday 28 December 2023

দীপা হক : ঝর্নাজলে নির্জন কোলাহলে

।।চয়ন খায়রুল হাবিব।।

দীপা হক, আত্মপ্রতিকৃতি।১৯৯৬।

বর্তমান আলোচনাটি 'বিশ্বায়িত দর্পণে দেশজ চার চারুশিল্পী' শিরোনামে প্রকাশিতব্য আমার একটি বইয়ের অংশ। তরুণ ঘোষ, দীপা হক, শিশির ভট্টাচার্য, নিসার হোসেন, সমকালীন যে চার শিল্পীর বিকাশ পর্ব আমি প্রত্যক্ষ করেছি, তাদের  শিল্পচর্চার তুলনামূলক পর্যালোচনায় প্রথমত শান্তিনিকেতন ও বরোদা ঘরানার সীমাসরহদ্দ, সংক্ষেপিত ইতিহাস, দ্বিতীয়ত সত্তর দশকের 'ঢাকা পেইন্টার্স' এবং আশির দশকের 'সময়' শিল্পী সঙ্ঘের প্রবর্তনা তুলে ধরেছি। তৃতীয়ত দীপা হকের মৃত্যু পূর্ববর্তী ১৯৯৮সালে রেট্রোতে প্রকাশিত বইটিতে অধ্যাপক, শিল্প সমালোচক, শ্রদ্ধেয় সৈয়দ মঞ্জুরুল ইসলামের শিল্প এবং নারীত্ব বিষয়ক কিছু বক্তব্যের সাথে বর্তমান আলোচনায় দ্বিমত পোষণ করেছি। 'বিশ্বায়িত দর্পণে দেশজ চার চারুশিল্পী' বইটির একাংশ এখানে পরিবেশিত হলো। চখাহা।

Monday 24 July 2023

ওপেনহাইমার সিনেমা : প্রমিথিউস থেকে গীতা কথনে :

আমি স্বয়ং মৃত্যু এবং প্রলয়ের  অবতার। 

শ্রীকৃষ্ণ-রূপি ভিষ্ণু, ভগবত গীতা 

মেঘলা এনভেলাপ 

ফ্রান্সে থাকবার সবচেয়ে ভালো দিকগুলোর একটি হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্মিত সাম্প্রতিক সিনেমাগুলোর সদ্য সদ্য দেখতে পাবার সুযোগ। সিনেমাগুলো যাতে স্ব স্ব ভাষায় দেখা যায় তার জন্য বিশেষ দিন নির্ধারিত থাকে। আমাদের ছোট্ট শহরের মাঝখানে এরকম একটি সিনেমা হল আছে। আবার শহরের প্রান্তে ওয়ার্নার ব্রাদার্সের মালিকানাধীন একটি বিশাল সিনেপ্লেক্স আছে, যাতে এ সপ্তাহে এক সাথে মুক্তি পেলো 'ওপেনহাইমার', 'বারবি' এবং 'ইন্ডিয়ানা জোন্সের' সাম্প্রতিক ছবি।

Thursday 6 July 2023

ফ্রান্সের চিঠি ২ : সাম্প্রতিক রায়ট এবং দ্য গলের আদি-পাপ!

নন্তেয়ারে নাহেল মার্জুকের মৃত্যু কেন্দ্রীক দাঙ্গায় ধ্বংশপ্রাপ্ত যানবাহন 

প্রাককথন : ভলটেয়ার বনাম ওরিয়েন্টালিজম :

টানা কয়েক মাস বাংলাদেশে কাটিয়ে  এ-বছরের ২৪শে জুন দক্ষিণের নিস বিমানবন্দর ছুঁয়ে, প্যারিসের শার্ল দ্য গল ধরে পশ্চিম উপকুলে  চ্যানেল পারে ভ্যান শহরের ডেরাতে এসে পৌছাই ২৫শে জুন। নিস, প্যারিস, আমার ছোট্ট সাগর তীরের শহর, সবখানে গরম কালের অবকাশ-কালীন আমেজ। সে আমেজের রেশ ধরে ফ্রান্সের চিঠি ১ এর শিরোনাম দেই, 'নিসের অপরূপ নীল নগ্নতায়'। কয়েক দিন পর ২৭শে জুন পুলিশের গুলিতে নিহত নাহেল মার্জুকের নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী যে ধংশাত্বক দাঙ্গা ছড়িয়ে পড়ে ফ্রান্সের বিভিন্ন শহরে তার জন্য কেউ প্রস্তুত না থাকলেও, পর্যবেক্ষকেরা খুব একটা আশ্চর্য হয় নি।

Sunday 2 July 2023

ফ্রান্সের চিঠি ১ : নিসের অপরূপ নীল নগ্নতায়!

অরি মাতিস, নীল নগ্নতা।Henri Mattise, Blue Nudes।

প্রায় ৫ মাসের ওপর বাংলাদেশে কাটিয়ে এবার ফ্রান্সে ফেরার সময় প্যারিসের চার্লস দ্যাগল বিমান বন্দরে না নেমে, কুয়েত এয়ারওয়েজের প্লেনটি প্রথমে অবতরণ করলো দক্ষিণের সাগর ঘেঁষা নিস আন্তর্জাতিক বিমান বন্দরে। সাগরের গা ঘেঁসে বিমান বন্দরটি য্যানো আরেকটি বিশাল পাল তোলা জাহাজ। 

Thursday 9 March 2023

ঢাকার আলিয়স মঞ্চে , কে এই ফ্রেডেরিক ডগলাস?

প্রাককথন

মোডিবো কোনাতে যে বাংলাদেশে এলো, সে-দেশের মঞ্চ নাটকের দশা কি রকম! এবার বাংলাদেশে আসার পর রাজধানীতে প্রথম মঞ্চ নাটক দেখতে আজ শুক্রবার যাবো ধানমন্ডি আলিয়স ফ্রসেসে। মালির অভিনেতা মোডিবো কোনাতে অভিনীত নাটকের নাম 'জা সুই ফ্রেডেরিক ডগলাস/আমি ফ্রেডেরিক ডগলাস'।

Sunday 5 March 2023

গফরগাঁও ডেটলাইন : নকশী কাঁথার মাঠে, স্লোপ আর্টে

স্লোপ আর্ট ম্যুরাল, শিল্পী রুহুল আমিন কাজল।ধামাইল, গফরগাঁও, এশিয়ান হাইওয়ে।
ফটো, লেখক।

গৌরচন্দ্রিকা  

''কালো মেঘা নামো নামো, ফুল তোলা মেঘ নামো,
ধূলট মেঘা, তুলট মেঘা, তোমরা সবে ঘামো!''*
'মৈমনসিংহ গীতিকার' সংগ্রাহক ড. দীনেশ চন্দ্র সেনের কথায় ময়মনসিংহ অঞ্চলের লোকজ সঙ্গীত সংগ্রহ করতে জসীমউদ্দীন গফরগাঁওয়ে এসেছিলেন৷ সেখানে কবি তার সাহিত্যচর্চার অন্যতম সঙ্গী খ্যাতনামা সাহিত্যিক মৌলভী শেখ আবদুল জব্বারের বনগাঁও গ্রামের বাড়িতে ওঠেন৷ এখানে অবস্থানকালে বনগাঁও গ্রামে জমির ধান কাটা নিয়ে একদিন বড় ধরনের এক দাঙ্গা (স্থানীয় ভাষায় কাইজ্জা) হয়৷ সেই দাঙ্গায় গফরগাঁওয়ের লাঠিয়াল দলের নেতৃত্ব দেন শিলাসী গ্রামের হালকা-পাতলা ছোটখাটো গড়নের, কালো রঙের যুবক রূপা৷ পল্লীকবি সে-দাঙ্গায় দেখতে পান গ্রামাঞ্চলে জমি দখলের নারকীয়, জীবন্ত মঞ্চে নেতৃত্বদানকারী রূপার তেজোদীপ্ত, ভয়ঙ্কর বীরত্ব৷ ওই দাঙ্গাই 'নকশী কাঁথার' মাঠ মহাকাব্যের মূল উপজীব্য হয়ে ওঠে৷