Monday 24 July 2023

ওপেনহাইমার সিনেমা : প্রমিথিউস থেকে গীতা কথনে :

আমি স্বয়ং মৃত্যু এবং প্রলয়ের  অবতার। 

শ্রীকৃষ্ণ-রূপি ভিষ্ণু, ভগবত গীতা 

মেঘলা এনভেলাপ 

ফ্রান্সে থাকবার সবচেয়ে ভালো দিকগুলোর একটি হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্মিত সাম্প্রতিক সিনেমাগুলোর সদ্য সদ্য দেখতে পাবার সুযোগ। সিনেমাগুলো যাতে স্ব স্ব ভাষায় দেখা যায় তার জন্য বিশেষ দিন নির্ধারিত থাকে। আমাদের ছোট্ট শহরের মাঝখানে এরকম একটি সিনেমা হল আছে। আবার শহরের প্রান্তে ওয়ার্নার ব্রাদার্সের মালিকানাধীন একটি বিশাল সিনেপ্লেক্স আছে, যাতে এ সপ্তাহে এক সাথে মুক্তি পেলো 'ওপেনহাইমার', 'বারবি' এবং 'ইন্ডিয়ানা জোন্সের' সাম্প্রতিক ছবি।

Thursday 6 July 2023

ফ্রান্সের চিঠি ২ : সাম্প্রতিক রায়ট এবং দ্য গলের আদি-পাপ!

নন্তেয়ারে নাহেল মার্জুকের মৃত্যু কেন্দ্রীক দাঙ্গায় ধ্বংশপ্রাপ্ত যানবাহন 

প্রাককথন : ভলটেয়ার বনাম ওরিয়েন্টালিজম :

টানা কয়েক মাস বাংলাদেশে কাটিয়ে  এ-বছরের ২৪শে জুন দক্ষিণের নিস বিমানবন্দর ছুঁয়ে, প্যারিসের শার্ল দ্য গল ধরে পশ্চিম উপকুলে  চ্যানেল পারে ভ্যান শহরের ডেরাতে এসে পৌছাই ২৫শে জুন। নিস, প্যারিস, আমার ছোট্ট সাগর তীরের শহর, সবখানে গরম কালের অবকাশ-কালীন আমেজ। সে আমেজের রেশ ধরে ফ্রান্সের চিঠি ১ এর শিরোনাম দেই, 'নিসের অপরূপ নীল নগ্নতায়'। কয়েক দিন পর ২৭শে জুন পুলিশের গুলিতে নিহত নাহেল মার্জুকের নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী যে ধংশাত্বক দাঙ্গা ছড়িয়ে পড়ে ফ্রান্সের বিভিন্ন শহরে তার জন্য কেউ প্রস্তুত না থাকলেও, পর্যবেক্ষকেরা খুব একটা আশ্চর্য হয় নি।

Sunday 2 July 2023

ফ্রান্সের চিঠি ১ : নিসের অপরূপ নীল নগ্নতায়!

অরি মাতিস, নীল নগ্নতা।Henri Mattise, Blue Nudes।

প্রায় ৫ মাসের ওপর বাংলাদেশে কাটিয়ে এবার ফ্রান্সে ফেরার সময় প্যারিসের চার্লস দ্যাগল বিমান বন্দরে না নেমে, কুয়েত এয়ারওয়েজের প্লেনটি প্রথমে অবতরণ করলো দক্ষিণের সাগর ঘেঁষা নিস আন্তর্জাতিক বিমান বন্দরে। সাগরের গা ঘেঁসে বিমান বন্দরটি য্যানো আরেকটি বিশাল পাল তোলা জাহাজ।