Tuesday 22 February 2022

তিন ঢাকাইয়ার কাসিদা

বাম থেকে লাকি আখন্দ, শামসুর রাহমান, চয়ন খায়রুল হাবিব।১৯৯৩।
ছবি, কাওসার আহমেদ চৌধুরী


১৯৯৩ সালের ঢাকা

এখনকার কয়েক লাখ যান বাহন, লোক জন রাস্তাঘাট থেকে সরিয়ে নিলে লকডাউন পরিস্থিতিতে রাজধানীতে যে খালিখালি ভাব তৈরি হয় তার সাথে আশির, নব্বইয়ের ঢাকা মিলবে না। স্কাইলাইন, ল্যান্ডস্কেপের ব্যাপারটা আছে। আজিমপুরের অগ্রণী বালিকা বিদ্যালয় ঘেরা সরকারি কলোনিতে একটু পর পর পুকুর ও মাঠ। আজিমপুর রোডের এখন যেখানে ভিখারুননেসা স্কুল সে দিক ধরে চায়না বিল্ডিং থেকে দায়রা শরিফ একের পর প্রাইভেট একতলা, দোতালা বাড়ি। আজিমপুর গার্লস স্কুল, কলোনির ভেতরের পঞ্চম শ্রেণি অব্ধি লিটেল এঞ্জেলস স্কুল, লালবাগ কেল্লা ঘেঁষা ওয়েস্ট এন্ড হাই স্কুল, আরেকটু ছাড়িয়ে এ মাথায় সলিমুল্লাহ এতিম খানা, ও-মাথায় ঢাকেশ্বরি মন্দির সবখানে যাপনের চাঞ্চল্য, কিন্তু দুঃস্বপ্নের জ্যাম তখনো শুরু হয় নাই, স্কাইলাইনের দুরমুজ আরো কয়েক বছর বাকি।

Sunday 13 February 2022

আমার বাগান : সনেট সিরিজ


 

ব্যালকনির কোনে জিভার্নি বাগানে
ক্লদ মোনের অনুকরণে সুগন্ধ সুশব্দ সুদৃশ্য ফোটাই
গাদা ফুলের হলুদ কমলা
জেরানিয়ামের লাল গোলাপি
হাওয়াই ঘণ্টির বোলে রংগুলো দোলে জলতরঙ্গ