Wednesday 19 February 2020

বাবরনামা, ডেইলি স্টার, টিউলিপকুন্দন, অতঃপর রবীন্দ্রকথন!

বাবরনামাকে প্রশ্নবিদ্ধ করে পুষ্টিবিশারদ সেজো বোন রুবি ক্যারোলাইনা থেকে ডেইলি স্টারের একটি খবরের লাগসই জবাব দিয়েছে ইংরেজিতে।বেদবাক্য ঢং এর বানিজ্যিক কারসাজির ভাষাতে ডেইলি স্টার খবর দিয়েছে, গাজিপুরে না কি কে বা কারা 'সম্প্রতি প্রথম বারের মতো টিউলিপ ফুল ফুটিয়েছে।' রুবির মুল ইংরেজি জবাবটি কপি/পেস্টের সাথে নিচে আমার বিস্তারিত মন্তব্যসহ বাংলাটা দিলাম :

Wednesday 5 February 2020

ছায়াসিতাদের আত্মহত্যা ও রিতা দেওয়ান উপকথা।



‘অদ্ভুত রামায়ন’ কহে, 
সিতা নাকি রাবন ও মন্দদরির কন্যা। 
আবার জনান্তরে বলে 
রাবন তার ভাতিজা নল্কুবেরের স্ত্রি রম্ভাকে ধর্ষন করে।
 ধর্ষনের ফলে রাবন ঔরসে রম্ভার গর্ভে সিতার জন্ম হয়। 
সিতার জন্মের আগে গনকরা জানায়, 
তিনি রাবনের ধ্বংসের কারন হবেন। 
তাই রাবন তাকে পরিত্যাগ করেন।

Sunday 2 February 2020

ফ্ল্যাশ মবে আমি পরান বাজাই


দোতারা বদলায় গিটারে
ভায়োলিন গড়ায় সেতারে
তালপাতার ভেপুতে হাসে জুলেখার ফুল্লরা টপ্স
থেকে যায় সুর তরংগ বেতার