Saturday 27 March 2010

প্রিমাভেরা বসন্তের

Primavera, also known as Allegory of Spring, by Italian  artist Sandro Botticelli. Painted ca. 1482

কে এবং কেন ক্যানভাস জুড়ে প্রিমাভেরা ফু ফু ফু
ফুয়ে ফুয়ে সিলায়ে ফুড়ায়ে
কিউপিড'কে কষে বাধো হাত পিছমোড়া
যাতে বসন্তের ফুল থাকে সর্বদা অক্ষতযোনি

এলিস নাচছে উদ্দাম মাতিসও মত্ত মাদল মালশায়
দেহছন্দ চাহনিকে ফুলে পাপড়িতে রক্তজবার খাতায়
অনাগত সব শুন্যচারি মালটিটোনাল  সংলাপচারিতায়
আগুনের আচ লাগা লাল লাল মার্কুরি 
লাল লাল  সিল্ক লাল লাল জুপিটার 
সোনালি পাতার  মুকুট মাথায় মনভোলানো হরিনা হরিন
আর সত্যিকারের দুধেল সাদা
সান্ধ্য-সঙ্কেতে-ভেজা ঝাক ঝাক ঝাক রাখমানিনভ
স্বাগত জানায় সন্ধ্যাকে
অথচ সুর্জ  ডোবেনা আর এই  স্বপ্নসালিশি-বাগানে

শুধুমাত্র কন্ট্রাস্টের কারনে সাপ সাপ সাপ লুডু  লুডু খেলা
কিছু সাপ ছড়ায় ছিটায় বিষেও ভরা কিন্তু দংশন জানে না
আর যখন দংশনবিদ্যা  শেখাবার পড়াবার পর
দংশালো একে অন্যকে
তখন মধু মধু মধু বলে হাই তুলতে তুলতে
হাত নাড়াতেই হাতে বাধা রশিও বদলালো
বসন্তবৎসল কিমানো পরা কোব্রায়, ফনা তুলে নাচায় সাপুড়েকে
নিজেকেও হেলায় দুলায় ক্যনভাস জুড়ে
কিয়োটোর ক্যানভাস জুড়ে প্রিমাভেরা ফু ফু ফু  



চয়ন খায়রুল হাবিব
২৭/৩/২০১০
ব্রিটানি