Sunday 18 April 2010

কবিতাঃ মিউটিনিঃ

উল্টায়ে দেখো উল্টায়ে পাল্টায়ে দেখো
দেখো পাথরে চাপা দাগি পুর্নিমার মাঘি কুয়াশায়
নয় মাথাওয়ালা আজব আজব অক্টোপাসগুলো
কেমন তাজব তাজব গড়া্তে গড়াতে

কাঠগড়াগুলো মৌন
চোখে চোখ না রেখেই
হস্তারেখাবিদ মহাজাতকের
লজ্জা লুকানো প্রশ্নবোধকঃ হাত দেখান ভাই
পা দেখান ভাই লজ্জার কিছু নাই
সবাইত আমরা আমরাই

হাতের বদলে শুড় পায়ের বদলে শুড়
ঝাক ঝাক শুড় পাখা মেলতেই
কানাকানি ফিশফাশ আদালত ভবন থেকে
আসমানি গ্যালারি জুড়েঃ কোথায় বারুদ কোথায় বারুদ

এত আসলে লাল-শাক-মাখা লাল-শাক-মাখা
গরম গরম লাল-শাক-মাখা পৌষ আমনের নরম নরম

খেত ঝাটানো ইরি বোরো খুদ ইরি বোরো খুদ

ধান কুড়ানির চড়ুইগুলো কোর্ট ভবনে চিক চিক চিক

পটুয়াখালি থেকে মংলায় সুন্দরবনের জংলায়

শুড়গুলো শুধু মৌলিক বাদবাকি সবটাই সিনথেটিক

চয়ন খায়রুল হাবিব
১৮/০৪/২০১০
ব্রিটানি