Friday 30 April 2010

ওফেলিয়া


ইউক্যালিপ্টাস ফুলেরা ইউক্যালিপ্টাস গাছতলে

উইঢিবিগুলাকে ফিশফিশাতে শুনে
অপেক্ষা করতে থাকলো
কয়েকশ বছরের গুর্দাফরাসে রসালো
ভাইকিং দরবারের মুর্দাফরাসি বাস্তবতায়

খুলি চালাচালি কথাকলি চোক্ষে শুক্লপক্ষি নিলামে
মাছওয়ালারা সব ঝাকা উপুড় করে  করে দেখালো
বিয়ার সাজপোশাক পরা ওফেলিয়ার লেজ মুড়া পেটি

এ হাকেঃ দে রে দে আমারে সাত ভাগা ওফেলিয়া দে
ও হাকেঃ না, না সবগুলা ভাগা আমার ডুলাতেই দে

পেরেশানির কিছু নাই স্যার
আপারে নিয়া ঘুইর‌্যা আসেন
ইস্পেষাল বটি আনছি
ঝাকা ভর্তি আরো আছে আরো আছে
মাছকন্যার পেট কাটবে  মনপছন্দ মাছকন্যার সেই সহদর

ভবিষ্যতবানি বেচতে গিয়ে যেই উভচর
ইউক্যালিপ্টাস গাছদের চিত্তের বড়শি চঞ্চলতার ফাতনা ভেবে
নিজেরাই নিজেদের বসত উজ়াড় করে
উইপোকারা মিলায়েছিল এবং মিলাবার আগে
চিল্লায়েছিলঃ

কে আছে আমাদের ভিতর যে পলিটিকালি কারেক্ট
দৈবের প্লাঞ্চেট না কি পাগলের পাগল  দেবদুত হ্যামলেট

ওফেলিয়ারে আয় আয় বের হয়ে আয়
বটিতে গলাটা পেতে দে
কানসা উল্টায়ে দেখাই তুই এখনো কিরকম তাজা
বরফের কুচি মাখা তবুও কেমন গা ছম ছম গরম গরম

স্যারের বৌরা কিন্তু বুঝেছে ভালো
আজকের রাত থেকে বিছানায়  তিন জন
মাছের আজ্ঞায় মোদের ইচ্ছায়
মুগের ডালের সাথে লাউঘন্টের ভিয়াগ্রায়

বাইরে পাহারা দিবে ঘোর লাঘা বেঘোর
উইপোকাদের ঢিবিগুলা আসলে বাপের বাড়ি থেকে উড়াল
ওফেলিয়ার পোষা কবুতরদের বানপ্রস্থ কবর

ইউক্যালিপ্টাস ফুলেরা ইউক্যালিপ্টাস গাছতলে
উইঢিবিগুলাকে ফিশফিশাতে শুনে...

মাছওয়ালারা মাছওয়ালিরা জানে
মাছের সওয়ার হ্যামলেট রাজকুমার কাশছে শেক্সপিয়ারের অতিরঞ্জনে


চয়ন খায়রুল হাবিব
৩০/০৪/২০১০
ব্রিটানি