Thursday 6 May 2010

বাতেনি বিলাই...হানিফ পাঠান'কে

বেলাবোকে বিলাও বিলাও বেলাবোকে মিলাও মিলাও
টেরাকোটার হান্ডি পাতিলে ভাগ্যরেখা নাচাও নাচাও

ঢাকার শহর থেকে অল্প একটু দুরে
ওয়ারি বটেশ্বয়ারে
প্রত্নসংগ্রাহক আব্দুল বাতেন
সংবতসর শুকনার শুক্কুরবার
এবং শিতের কালে প্রত্যকটা দিনে
উঠানের কামরাঙ্গা গাছের তলে বাধানো পাকা মঞ্চে
বিশেষ সংগ্রহের এক ইস্ফাহানি জায়নামাজে
পোষা বিলাইটাকে এনে বসান কখনো রাজকুমার
কখনো বা রাজকুমারির সাজে

এরপর বাতেন বলেনঃ
তুই আমার জাগুয়ার আমি তোর জাগুয়ারি
তুই আমার পুমা আমি তোর পুমি
তারপর লেংটার নাচন নেচে
বিলাইটাকে ইল্লিবিল্লি বেধড়ক চুমাচুমি

তারপর বিলাই আর বাতেন ঘুরে ফিরে
সৌনাগৌড়ার আথালে পাথালে
পিছনে পিছনে মুন্সি-বাড়ির নাইয়রেরা পালকিতে দুলে
টলেমি-সঙ্কেতের সেই তাজ্জব সাইকাডেলিয়ায়
কোনটা যে  জোয়াল আর কোনটা সাত পালের বজ্রার হাল
কেউ না বুঝলেও  বিলাই তা খুব বুঝে
পোড়ামাটির ইটের ভিতর বাতেন-বাংগাল  তার বাতিকের সুত্রসমুহ খুজে

মহাশ্চর্জের বিষয়
ইহাহু মেসেঞ্জারে বিলাই যখনই লিখে 'রাত্রি'
বাতেন বলেঃ তুই আমার জগধাত্রি
আর যেই মাত্র বিলাই লিখে 'রাত'
বাতেন বিড়বিড়ায় নিজের জনমকে দেয় অভিসম্পাত

বাতেনি বিলাই গড়ায় আলেকজ়ান্দ্রিয়ার কাদায়
কুমারের আশ্লেষে জান্তবতা ভালবেসে নিল নদিয়ার
থাবা নখ জাগে আড্রিয়াটিকের আঠালো উপত্যকায়
আজিয়ান সাগরে ডোবা ইস্কান্দারি পুথিপত্রে
সাতবার মরা সাতবার জাগা অস্টশিলার ছত্রে

বাতেনের হাতে ধরা অশোকের দন্ড
বিলাই বাবাজির আখাম্বা তিব্র লিংগমুন্ড

নাই নাই মামলার বুড়িগঙ্গার গুদারায়
বটেশ্ব্য়ারি বিলাই হাকে তিন বার মিয়াও মিয়াও মিয়াও

প্রথম মিয়াওঃ প্রত্নসামগ্রির লেনদেন শেষে
বিশ্বকর্মার অশেষ লাটাই
দ্বিতিয় মিয়াওঃ এক  সুষ্পষ্ট বাতেন-বাঙ্গাল
তৃতিয় মিয়াওঃ পষ্টতরো আমাদের সুন্দরবনের
বিলায়মান রয়্যাল বিলাই

মানে নাই নাই মোকদ্দমার ভিতর হুজ্জতের হাওয়াই বন্দনা
নাচন নেংটার আর কখনো থামেনাঃ
বার বার আর বার মিয়াও মিয়াও
মিয়াও মিয়াওঃ বাংলাদেশ চর্মাচর্ম সব সহ

বাতেন আর আগুনি-নাচুনি-বিলাইর মিঠাই মজমায় 
কপিলাবাস্তুর রাহুল'কে নাচাও
মিয়াও মিয়াও মিয়াওঃ গচ্ছামি গচ্ছামি স্মরনং গঙ্গারিডৈ মিয়াও মিয়াও

বেলাবোকে বিলাও বিলাও বেলাবোকে মিলাও মিলাও
টেরাকোটার হান্ডি পাতিলে ভাগ্যরেখা নাচাও নাচাও



চয়ন খায়রুল হাবিব
৭/০৫/২০১০
ব্রিটানি