Saturday 30 September 2017

গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে


জুলেখা নাট্য ট্রিলজির অপেরাধর্মি অংশগুলোতে বিশ্বায়িত ফোক ন্যারেশান বজায় রেখে পশ্চিমি নাগরিক আবহের আমদানিতে আমি যে গানগুলো অনেক বার ভিন্ন ভিন্ন সংস্করনে শুনেছি তার ভেতর অন্যতমো, 'তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?'

আজকের পিসফুলনেস, ভায়োলেন্স এবং সেক্সি হাততালিগুলি


শার্ট প্যান্ট পরা একজন মহিলা লতাপাতা নক্সিতোলা জাপানি সবুজ ছাতা মাথায় সাগর বেলায় এবং তার সাথে কয়েক হাজার হাততালি এটা পিসফুল এবং সেক্সি

প্যাস্টেল গোলাপি সালোয়ার ও এম্ব্রয়ডারি লেসে কনুই হাতা মাখন সাদা কামিজে এমারেল্ড ওড়না লাল লিপস্টিক লাল বিন্দি হাতে ধরা ঘোলাটে অপরিস্কার তুর্কি কাচের মগে দেশি দুধ চা এবং তার সাথে কয়েক হাজার হাত তালি এটা পিসফুল এবং সেক্সি

Saturday 23 September 2017

পন্ডিতমুর্খগন চুমু দিতে জানে না।


হয়তো কোনমতে ঠেলে ঠেলে পেয়ে গেলে অন্তমিল
কিন্তু চুমুর শৃঙ্গার তাহার চাইতে আরো অনেক জটিল

Sunday 3 September 2017

রোহিঙ্গাদের প্রতি সাম্প্রদায়িক মন্তব্যে নিন্দা জানাই

বৌদ্ধ ভিক্ষু নেতৃত্ব দিচ্ছে কথিত রোহিঙ্গা বিরোধি আন্দোলনে?!

গৌতম যে নির্বানের দর্শন প্রচার করেছিল, তা কি চামড়া আরো ফর্সা হবার দর্শন?পুর্ব এশিয়াতে গৌতমের বানি যারা নিয়ে গিয়েছিল, তাদের অন্যাতমো ছিলো অতিষ দিপঙ্কর, যিনি বাংলাদেশের ধলেশ্বরি তিরের বাসিন্দা।অতিষের মুখাবয়ব যে সিনো-তিবেতান ছিলো না তা লেখা বাহুল্য।