হয়তো কোনমতে ঠেলে ঠেলে পেয়ে গেলে অন্তমিল
মনে নাই কি সেই মুহাম্মদ শহীদুল্লাহ
ফ্রেঞ্চ কিসের রাজধানি প্যারিসে আসিয়াছিলো চর্জার লিল্লায়
তারপর শিল্পপন্ডিত পুত্রকে জানায়েছিল
তোমার মুর্তজাতে মূর্খের ঊকার বসাইওনা
কিন্তু নিজের আশরাফি ঈকার আমৃত্য বহাল
চারিদিকে পন্ডিতমুর্খগন এবং চুম্বনহিন ছড়াকারির জঞ্জাল
কামসুত্রের দেশে একসময় চুম্বন ছিলো
কিন্তু লেখালেখি আর প্রকৃত চুমাচুমি যে এক নয়
তা বুঝেশুনে চুমু পাগলা রবীন্দ্রনাথ
১৪৮ বার সংস্কৃতে লিখেছিলো 'চুম্বন', ২ বার চলতিতে 'চুমু'
'সঙ্গম' শব্দটা মাত্র চারবার
রতিলিলায় এই যে ভাষার আড়াল
তাতে নাজেহাল রিষিকবি
কঠিন এক দুরান্বয়ি ভাষায় করেছিল অভিলাষ ও আক্ষেপ নির্মান :
''দীপ দিপক দেখি থির ন রহয় মন দৃঢ় করু অপন গেআন ।
সঞ্চিত মদন বেদন অতি দারুন বিদ্যাপতি কবি ভান ॥''
সঞ্চিত মদন বেদন এর সোজা বাংলা মাল মাথায় উঠা
যাহা প্রকৃত রসালো চুমু
তাহা হয় বিনয় মজুমদার আকা নমসুদ্র মংটুর ভুট্টা
উচুতলার গায়ত্রি চক্রবর্তি স্পিভাকের রুঠা ঠোটে হারায়
বর্ষা ভেজা জোড়াসাকোর নিচতলার কাদম্বরির নিরব অবহেলা
বর্নাশ্রম থেকে ব্রাহ্ম সমাজে বদলায়নাকো দেহছন্দের মেলা
এর পর কিসিং গোরামিদের সাথে কবি চয়নের পোকি পোকি খেলা
জাপানি বালিশ কথন মাখামাখি পিকাসোর ত্রিকোন চুম্বন আকাআকি
জিহবা ছোয়ার আগে ঠোট গলে যায়
আলজিহবা ছাড়ায় আত্মা বেহেস্তে লুকায়
গড়ায় গড়ায় পাহাড়ি ছড়া থেকে সমতলের ঝর্নায়
বর্ননাতিত মেওয়া আর লৌকিকতার জামরুল কামরাঙ্গায়
আরো নানা জানা অজানা জলপাই আর বেরির বিশ্ব পরম্পরায়
মিরাবো সেতু থেকে বাংলার বিলের বুকে বাশের সাকোতে
চুমুরসায়নের চুমুফুলের চুমুফলের চুমুমঞ্জরির
দান্তে আলিগিয়েরির না পাওয়া বিয়াত্রিসের আলকেমি খুজে খুজে
ওস্কার ওয়াইল্ডের মাজারের উড়ন্ত ভাস্কর্যে টকটকে লাল লিপস্টিক
সে কি সমকামি না কি উভকামি দেহঘড়ির চোদ্দতলা গোপন টিকটিক
সে কি চুমুর নিদান না কি রিনখেলাপি দেহছন্দের সুদাসল সম্প্রদান***
সাত আসমানের চান্দের গাড়িতে জয়দেব শাপ্যকে গিতগোবিন্দ শুনায়
গড়ায় গড়ায় পাহাড়ি ছড়া থেকে সমতলের ঝর্নায়
বর্ননাতিত মেওয়া আর লৌকিকতার জামরুল কামরাঙ্গায়
আরো নানা জানা অজানা জলপাই আর বেরির বিশ্ব পরম্পরায়
মিরাবো সেতু থেকে বাংলার বিলের বুকে বাশের সাকোতে
চুমুরসায়নের চুমুফুলের চুমুফলের চুমুমঞ্জরির
দান্তে আলিগিয়েরির না পাওয়া বিয়াত্রিসের আলকেমি খুজে খুজে
ওস্কার ওয়াইল্ডের মাজারের উড়ন্ত ভাস্কর্যে টকটকে লাল লিপস্টিক
সে কি সমকামি না কি উভকামি দেহঘড়ির চোদ্দতলা গোপন টিকটিক
সে কি চুমুর নিদান না কি রিনখেলাপি দেহছন্দের সুদাসল সম্প্রদান***
সাত আসমানের চান্দের গাড়িতে জয়দেব শাপ্যকে গিতগোবিন্দ শুনায়
সুরাইয়ার ঠোটের গহিনে তরুন আবুল হাসানের সর্বশেষ কাব্যসুধা
কারোই কিন্তু মিটেনাকো ক্ষুধা মিটেনাকো তিয়াস
চুমুর দাবিতে সন্ত্রাশ চুমু চাই মিছিল না দিলে ইনবক্সে হরতাল
এরকম একটা বেসামাল পরিস্থিতিতে ব্যাকরন খোজ করা মানে
যা পাই না যা পারি না তার হাহুতাশকে গলা টিপে মারা
পন্ডিতের পুলিশি দন্ড থেকে দুরে বাড়ে চুমু নামে প্রকৃতির গোবেচারা
বেচারা চুমুর চারা কিন্তু তড়পায় আমাদের লালায় আমাদের ঘামে
প্রত্যেকের দেহতাত্বিক জিল্লতে প্রত্যেক বাঙ্গালির আদিবাসি নৃতত্বে
দিনভর রাতভর আমরা একে অপরকে চুমাইলে
দিনভর রাতভর আমরা একে অপরকে চুমাই
ঠোটে ঠোট ঘসে আমরা আবহাওয়ার কুশল সুধাইলে
ঠোটে ঠোট ঘসে আমরা আবহাওয়ার কুশল সুধাই
মাইলকে মইল লম্বা বালিয়াড়ির অন্তরে গরম বেশরম বালুর চুম্বকি
চুমাচুমির নেকি আদায়ের পর নেকভক্ত মানুষের মহামুক্তি মিলে
চুমাচুমির নেকি আদায় ছাড়া নেকভক্ত মানুষের পরিত্রান নাই
তাই তুমি আমাকে চুমু দিতে চাও আমি তোমাকে চুমুর সোয়াদ দিতে চাই
চয়ন খায়রুল হাবিব
২৪/০৯/১৭
ব্রিটানি
***স্তবক যোগ, ব্লগে প্রকাশের পর। ২৪/০৯/১৭ চখাহা।
***স্তবক যোগ, ব্লগে প্রকাশের পর। ২৪/০৯/১৭ চখাহা।