Sunday 10 June 2012

''দেয়াল''এর দোলাচলে



সেনাবাহিনির অফিসারদের হাতে স্বপরিবারে বংগবন্ধু হত্যাসহ ১৯৭৫এর ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে, করাল ক্যান্সারে আক্রান্ত উপন্যাসিক হুমায়ুন আহমেদ চিকিতসা চলাকালিন সময়েই লিখেছেন ''দেয়াল''।প্রথম দুই কিস্তি বের হয়েছে 'প্রথম আলোতে'।প্রকাশিত অংশের কিছু 'তথ্য প্রমাদ' বাংলাদেশের এটর্নি জেনারেল আদালতের নজরে আনলে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরি এবং জাহাঙ্গির হোসেনের বেঞ্চ শেখ মুজিব হত্যাকান্ডের নথিপত্র এবং সাক্ষ্য প্রমান  যাতে লেখকের হাতে তুলে দেয়া হয়, সে-ব্যপারে ১২ দিনের ভিতর সাড়া দিতে সরকারের প্রতি রুল জারি করেছে।আদালতের হস্তক্ষেপের আগে এবং পরে 'প্রথম আলো' যে-পরস্পরবিরোধি তথ্য দিয়েছে তা পত্রিকাটার উদ্যেস্যকেই প্রশ্নবিদ্ধ্ব করে!