Saturday 26 July 2014

প্যালেস্টাইন

দূরে সরে সরে ডাংগুলির শব্দ
খুলির ভিতর কেবল গোলাগুলির নৈশব্দ

করিডোরগুলা ঘুরায়ে পেঁচায়ে হাসে
চিলেকোঠাতে ওপড়ানো ইতিহাস সকাশে

Wednesday 23 July 2014

খুলিতত্ব ২ঃ সুরাইয়া খানম, আবুল হাসান দুইবার!

আবুল হাসান
নিবেদন ও নিরিক্ষার মেলবন্ধনে আমার  ৃতিয় কবিতা সংগ্রহ   'ৌল জুলেখার  :জেরা পর্বে '  'খুলিতত্ব'   সিরিজে  কবি আবুল  হাসানকে নিয়ে নিচের দুটি কবিতা ঠাই করে নিয়েছে!

Sunday 13 July 2014

অন্য বাসার শব্দ



।১। ঘাতকেরা এবং Banality of Evil :

শুনতে শুনতে অন্য বাসার শব্দকে
নিজের বাসার শব্দ মনে হয়ঃ কানের পর্দা টপকে
জন্মের উচ্ছাস মৃত্যুর হাহুতাশ ঝরা-পাতা ছেড়া-খাতার
সাথে অন্যের উঠানের আলো ছায়া মায়া কুহেলিকাও নিজের মনে হয়

Saturday 12 July 2014

লালিপপ

গনতন্ত্রের কল্পনাঃ সেনাশাষনের জল্পনা

গ্রুপসেক্সমত সবাই একসাথে লালিপপ চুশছে
এরকমটা হলো ২০১৩সালে
১৩ নাম্বারের ফাড়া কাটাতে সবাই পানিপড়া লালিপপ চুশছে
যেখানে যা ফুটাফাটা পাওয়া যাচ্ছে সবাই সেখানে  হরতালিপপ ঢোকাচ্ছে

২)
জালে অনেক অনেক লালিপপ বেধে জেলেরা সাগরে
জাল ছুড়তেই জালভর্তি চিংড়িপপ, ইলিশপপ, মাগুরপপ, ট্যাংরাপপ
ইত্যকার লালিপপ খলবলিয়ে ঢাকার সমস্ত মহল্যায়
মাছকন্যা-অহল্যা আঠালো হলো তারাদের হাততালিপপের পুস্পেল মায়ায়

প্রাচিন ভারতের মিনিয়েচার

মন্দারমালিকা(মান্দার গাছের), রডোডেন্ড্রন

দমকার লু হাওয়াতে রুক্ষতাকে
তক্ষকের পরোক্ষ ডাক ভেবে
ফকির ও  সন্যাসিরা ব্যাক্তিগত বিজ্ঞ্বাপনের
তকমা ঝুলাবে এবার তাদের প্রত্যেক'টা গানে

তা নাহলে অশ্বথ্যের গর্জনের
এবং তাবত বড় বড় গাছের বল্কল ফাটা খোন্দলে
ঢুকবার আগে তক্ষকসহ
কাঠঠোকরা এবং বনবিবির মন্ত্রসিধ্ব উইঢিবিগুলো

Skull And Bones: সুন্দরের মন্দির পোড়ানো...

বয়রার ঘরে বসলেই মনে হ'তো আনারকলির কবরঃ মাছওয়ালা, সবজিওয়ালা, গোস্তওয়ালাদের তাজা ঘেমো গন্ধ উজড়ায়ে বয়রা বানিয়ে যেত একের পর এক বনেদি কাঠের আসবাবপত্র

ঘুলঘুলি চোয়া আধিয়ারি আশ্বিনের আলোতে নারকেলের ছোবড়া পোড়ানো ধোয়া এবং অন্তরমিলের মোয়া চাবানো আঠালো সুন্দরঃ বেদনায় নিবসিত মন ১৯৭১ এ একাত্তরের ৬ বছুরে স্মৃতিহিন ভিটাছাড়া উন্মুলতা ১৯৭৫ এ গোরস্তানের সামনে লেগো খেলনার ট্যাঙ্ক

পঞ্জিকা মানেই চাকা চাকা বর্গক্ষেত্র কিন্তু আমি ভালবাসি বাটালি রানদা ছোয়া চন্দনগন্ধি আসবাবপত্র