Saturday, 12 July 2014

Skull And Bones: সুন্দরের মন্দির পোড়ানো...

বয়রার ঘরে বসলেই মনে হ'তো আনারকলির কবরঃ মাছওয়ালা, সবজিওয়ালা, গোস্তওয়ালাদের তাজা ঘেমো গন্ধ উজড়ায়ে বয়রা বানিয়ে যেত একের পর এক বনেদি কাঠের আসবাবপত্র

ঘুলঘুলি চোয়া আধিয়ারি আশ্বিনের আলোতে নারকেলের ছোবড়া পোড়ানো ধোয়া এবং অন্তরমিলের মোয়া চাবানো আঠালো সুন্দরঃ বেদনায় নিবসিত মন ১৯৭১ এ একাত্তরের ৬ বছুরে স্মৃতিহিন ভিটাছাড়া উন্মুলতা ১৯৭৫ এ গোরস্তানের সামনে লেগো খেলনার ট্যাঙ্ক

পঞ্জিকা মানেই চাকা চাকা বর্গক্ষেত্র কিন্তু আমি ভালবাসি বাটালি রানদা ছোয়া চন্দনগন্ধি আসবাবপত্র

বয়রার পক্ষ্যে গান শোনা সম্ভব নয় তাই সে কাঠের আসবাবপত্রে পেষল চর্জাপদ লিখে রাখে কিন্তু সে অকাট নিরক্ষর
আমিও একইভাবে একের পর এক রামপ্রসাদি ভজন রবিন্দ্র সঙ্গিত রচনায় সম্বিতহারা মণকে  নন্দনের আয়োজনে ফিরাই

কিন্তু কবিদের স্বামিরা ঘরা'মির রান্নাবান্না ঘরকন্যা কিছুই জানে না বাংলাকে বানালো বারুদমাখা ফসিলের চুলা
রাহুগ্রাসে উদ্বাহু খাটো লুঙ্গিতে ঢাকা দশাসই বয়রা খালি পা খালি গা সা রে গা মা পা পাগলামিতেও জেনেছিল গাছেদের জীবনে ধিরলয়  সর্বপ্রানবাদের সুপ্রাচিন সংবাদঃ বৌদ্ধিক জিবাত্মার ধরন এবং এন্টি বায়োটিকের প্রইয়োজনঃ প্রানে চোট পেলেই গান লিখতো হাসন রাজা

আর দুক্ষ কোন কারনে বেড়ে গেলেই ওড়াতো হাজার হাজার সত্যিকার বুলবুলি

বয়রার আসবাবপত্রে পোড়ে নিশাগন্ধি গুলে বাকোয়ালিঃ কোলাকো যুক্তিগুলা যখন মূখ অ মূখষের দ্বন্দে অর্থবহ
প্রানাভা নিভে যাবার পরে rest is Jivatma:

The word itself originates from the Sanskrit Jivás, with the root jīv- 'to breathe'. It has the same Indo-European root as the Latin word Vivus!

Choyon Khairul Habib
13/07/14
Brittany
France