Saturday 26 July 2014

প্যালেস্টাইন

দূরে সরে সরে ডাংগুলির শব্দ
খুলির ভিতর কেবল গোলাগুলির নৈশব্দ

করিডোরগুলা ঘুরায়ে পেঁচায়ে হাসে
চিলেকোঠাতে ওপড়ানো ইতিহাস সকাশে

ওখানে আকাশ আছড়ে মরে
ওখানে মরণ সাগরের ছেড়া পুথি ঝরে

কেউ কি হেটে গেল সন্তর্পণে
এম্বুলেন্সের সাথে কামানগোলার সহমরণে

নেবুচাদনাজার রাজার রোজনামচা
ভাঙ্গা দেয়ালে ফোটায় এক বিহ্বল করমচা

এটাতো কৃষ্ণপক্ষ অথচ আকাশে এত চাঁদ
দেয়ালির হেঁয়ালিতে পূর্ণিমাখোর এক জল্লাদ

ডাংগুলি খেলা থেকে চোখ তুলে
বালক তাকায়ে হাসে করমচাকুমারির সকালে

বেলাবেলি ঝুলনাতে এক অজানি-যাদুকরীর নৈবেদ্য
দূরে সরে সরে বুক ভরে বাজে ডাংগুলির শব্দ


চয়ন খায়রুল হাবিব
২৬/০৭/১৪
ব্রিটানি/ফ্রান্স