মন্দারমালিকা(মান্দার গাছের), রডোডেন্ড্রন
দমকার লু হাওয়াতে রুক্ষতাকে
তক্ষকের পরোক্ষ ডাক ভেবে
ফকির ও সন্যাসিরা ব্যাক্তিগত বিজ্ঞ্বাপনের
তকমা ঝুলাবে এবার তাদের প্রত্যেক'টা গানে
তা নাহলে অশ্বথ্যের গর্জনের
এবং তাবত বড় বড় গাছের বল্কল ফাটা খোন্দলে
ঢুকবার আগে তক্ষকসহ
কাঠঠোকরা এবং বনবিবির মন্ত্রসিধ্ব উইঢিবিগুলো
ভালবাসার গানকেও রায়টের স্লোগান বানায়ে
বটের শিকড়কেই ভেবে বসবে বটের শিকল
এরকম ভেবে আমি
জন্তু জানোয়ার সবার কাছে সুধায়েছিলামঃ
নাম ব'লো আমার নাম ব'লো তোমার
তারপর চারপাশ হাতড়ে হাতড়ে
সংগ্রহ করেছিলাম জৈন সাধুদের পাশাপাশি
লালনের হাসনের কবিরের একঝাক মিনিয়েচার
যাতে তক্ষকের ডাকলেই বুঝে যাই
সংশ্লিষ্ট বৃক্ষের ছায়াগুলো পরোক্ষ
এবং সবচেয়ে মিঠা স্বরলিপিতেও পরোক্ষতা মাত্রই রুক্ষ
এতে কি কেনগুলোর উত্তর মেলে?
গতরাত্রের কেন?আজ সকালের কেন?
আগামিকালের কেন?একে কি চুমু বলে?একে কি নদি বলে?
নদিগুলোকে নাম ধরে যারা ডাকবেনা
চুমুগুলোকে তারাই পাঠায়েছিল দন্ডকারন্যে
সদাচারের মিনিয়েচারে বাড়ে শুধু নির্বাসিত হৃদয়ের জ্বালাপোড়া
কেনগুলো আসলে নির্বিষ ঢোড়া
গড়ায়ে গড়ায়ে খান্ডব দাহনের ফাটায় ফুটায়
দংশাতেত জানেই না তারা
মনসাকে পাওয়ার জঙ্গিলি চুম্বনেও বিশ্বাস আনে না
শিশুনাগ কোব্রাদের ফনাগুলো
সবসময় খুব টলোমলো
খুব কাছ থেকে দেখা গেলো
নাবলক নাবালিকা কোব্রাদের রেখায় রেখায়
সদ্য চোখ ফোটা পাহাড়ি পিপড়াগুলো
আসলে টাকশাল থেকে বেরোনো
এবং কলি না ফুটতে ফুটতেই কাগজের
প্রকৃত সুগন্ধকে ধরে হৃতস্পন্দনের কাগজি লোপামুদ্রা
মুদ্রা বলে কথাঃ পাহাড়ের আদলেই
পায়ে পায়ে উপযোগিতা বদলায় ঠোটের ঠোক্করে নৈশব্দের চক্করে
মার্বেলের ধর্মশালায়ঃ
রদ্যার চুম্বনরত নগ্ন যুগলের সুস্থির সর্পিলতায়
অনেক অনেক জঙ্ঘ্যা ও কাঞ্চনের প্রকটনে
পাহাড়ি পিপড়াদের মিনিয়েচারগুলো
কোব্রাদের মিনিয়েচারগুলো প্রাচিন ভারতের মিনিয়েচারগুলো
অবন্তীনগরের মিনিয়েচারগুলো আম্রপালির নগরবধু বৈশালির মিনিয়েচারগুলো
পিপড়াদেরই সুধায়ঃ বুক বেশি খা খা করলে
বুকের ধুকপুকে বাজাও আল্লা রাখার তবলার বোল
বোল হরি শঙ্করি শঙ্করিঃ বুড়িগঙ্গার ঘোলা জলে ভুড়ভুড়ি তুলে
ঢাকার রাস্তার পাশে সারাও কিস্কিন্ধার কাঠবডি রিস্কার পাংচার
খাজুরাহোতে পোড়াও দেহতত্ত্বের শর্ত
পাহাড়ের মুখ গহবরেই পাটালিগুড়ের গোপন গুদামঘর
গতরাত ছিল এলোমেলো
ভাগ্য বিড়ম্বিত বন ঝাউগুলো না পেয়েই দুলায়েছিল নিজেদের
Choyon Khairul Habib
1/07/14
Brittany
France
দমকার লু হাওয়াতে রুক্ষতাকে
তক্ষকের পরোক্ষ ডাক ভেবে
ফকির ও সন্যাসিরা ব্যাক্তিগত বিজ্ঞ্বাপনের
তকমা ঝুলাবে এবার তাদের প্রত্যেক'টা গানে
তা নাহলে অশ্বথ্যের গর্জনের
এবং তাবত বড় বড় গাছের বল্কল ফাটা খোন্দলে
ঢুকবার আগে তক্ষকসহ
কাঠঠোকরা এবং বনবিবির মন্ত্রসিধ্ব উইঢিবিগুলো
ভালবাসার গানকেও রায়টের স্লোগান বানায়ে
বটের শিকড়কেই ভেবে বসবে বটের শিকল
এরকম ভেবে আমি
জন্তু জানোয়ার সবার কাছে সুধায়েছিলামঃ
নাম ব'লো আমার নাম ব'লো তোমার
তারপর চারপাশ হাতড়ে হাতড়ে
সংগ্রহ করেছিলাম জৈন সাধুদের পাশাপাশি
লালনের হাসনের কবিরের একঝাক মিনিয়েচার
যাতে তক্ষকের ডাকলেই বুঝে যাই
সংশ্লিষ্ট বৃক্ষের ছায়াগুলো পরোক্ষ
এবং সবচেয়ে মিঠা স্বরলিপিতেও পরোক্ষতা মাত্রই রুক্ষ
এতে কি কেনগুলোর উত্তর মেলে?
গতরাত্রের কেন?আজ সকালের কেন?
আগামিকালের কেন?একে কি চুমু বলে?একে কি নদি বলে?
নদিগুলোকে নাম ধরে যারা ডাকবেনা
চুমুগুলোকে তারাই পাঠায়েছিল দন্ডকারন্যে
সদাচারের মিনিয়েচারে বাড়ে শুধু নির্বাসিত হৃদয়ের জ্বালাপোড়া
কেনগুলো আসলে নির্বিষ ঢোড়া
গড়ায়ে গড়ায়ে খান্ডব দাহনের ফাটায় ফুটায়
দংশাতেত জানেই না তারা
মনসাকে পাওয়ার জঙ্গিলি চুম্বনেও বিশ্বাস আনে না
শিশুনাগ কোব্রাদের ফনাগুলো
সবসময় খুব টলোমলো
খুব কাছ থেকে দেখা গেলো
নাবলক নাবালিকা কোব্রাদের রেখায় রেখায়
সদ্য চোখ ফোটা পাহাড়ি পিপড়াগুলো
আসলে টাকশাল থেকে বেরোনো
এবং কলি না ফুটতে ফুটতেই কাগজের
প্রকৃত সুগন্ধকে ধরে হৃতস্পন্দনের কাগজি লোপামুদ্রা
মুদ্রা বলে কথাঃ পাহাড়ের আদলেই
পায়ে পায়ে উপযোগিতা বদলায় ঠোটের ঠোক্করে নৈশব্দের চক্করে
মার্বেলের ধর্মশালায়ঃ
রদ্যার চুম্বনরত নগ্ন যুগলের সুস্থির সর্পিলতায়
অনেক অনেক জঙ্ঘ্যা ও কাঞ্চনের প্রকটনে
পাহাড়ি পিপড়াদের মিনিয়েচারগুলো
কোব্রাদের মিনিয়েচারগুলো প্রাচিন ভারতের মিনিয়েচারগুলো
অবন্তীনগরের মিনিয়েচারগুলো আম্রপালির নগরবধু বৈশালির মিনিয়েচারগুলো
পিপড়াদেরই সুধায়ঃ বুক বেশি খা খা করলে
বুকের ধুকপুকে বাজাও আল্লা রাখার তবলার বোল
বোল হরি শঙ্করি শঙ্করিঃ বুড়িগঙ্গার ঘোলা জলে ভুড়ভুড়ি তুলে
ঢাকার রাস্তার পাশে সারাও কিস্কিন্ধার কাঠবডি রিস্কার পাংচার
খাজুরাহোতে পোড়াও দেহতত্ত্বের শর্ত
পাহাড়ের মুখ গহবরেই পাটালিগুড়ের গোপন গুদামঘর
গতরাত ছিল এলোমেলো
ভাগ্য বিড়ম্বিত বন ঝাউগুলো না পেয়েই দুলায়েছিল নিজেদের
Choyon Khairul Habib
1/07/14
Brittany
France