Sunday 2 October 2022

শিবনারায়ণ রায় এবং বইপত্রের মিথ্যামিথ্যি বিজ্ঞপ্তি!

শিবনারায়ন রায়


২০২১এর ২০ এ জানুয়ারি চলে গেলো শিবনারায়ণ রায়ের জন্মশতবার্ষিকী। জন্মেছিলেন ১৯২১এ ব্রিটিশ ভারতের কোলকাতায়। মৃত্যু বরন করেছেন ৮৭ বছর বয়সে শান্তিনিকেতনে ২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি। এর ভেতর রাশি রাশি লিখেছেন ও সম্পাদনা করেছেন।মানবতাবাদী চিন্তাবিদ  মানবেন্দ্রনাথ রায়ের ওপর গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বিশ্ব মনিষী বার্ট্রান্ড রাসেল লিখেছিলেন, 
''শিবনারায়ণ রায়ের দৃষ্টিকোণ সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ......আমাদের সময়ের যে কোনো লেখকের তুলনায় তার লেখালেখি অনেক বেশী যুক্তিগ্রাহ্য।'' 'Sibnarayan Ray stands for a point of view which I consider important in every part of the world. ... His writings ably represents a more reasonable point of view than that of most writers of our time."