Sunday 28 October 2012

ব্রেশট বনাম সার্ত্রে: মঞ্চনাটকের দায়মুক্তি:

'বাংলা ভাষাপ্রমিতের নোম্যান্সল্যান্ড' প্রবন্ধ সংগ্রহে লেখাটি গ্রন্থবদ্ধ, ২০১৫

পুর্বকথনঃ
আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো পর্বটা আমার কেটেছে মহাঅস্বস্তিতে।রায়ট গিয়ারে পুলিশ, জামাতি শিক্ষক দেখলে  যে অনুভূতি হ’তো তার  একটা নাম পেতে আমার অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল।আত্মিক সমস্ত উল্লাস দিয়ে আমি আর আমার বহু বন্ধু ঐ  অনুভূতির বিরুদ্ধে নিরন্তর ধস্তাধস্তি চালিয়ে যেতাম কখনো নাট্যমঞ্চে, কখনো সাহিত্যে, কখনো সরাসরি রাস্তার মিছিলে।যা পল সার্ত্রের La Nausea রচনাটির শিরনামটি এই অনুভূতিকে ধারণ করেছে।

Monday 1 October 2012

রামুতে বৌদ্ধ মন্দির ধ্বংশঃ কারা দায়ি?

''তারাদের বাস্তব রূপকথায় ত্রিপিটকের ভেলা
ভেলাগুলো কালবেলার কুমার কুমারীদের বাহন
লেজ আঁশ কানকো দাঁড়াসহ ওরা কখনো মাছ কখনো মানুষ
আর ওদের পূর্বপুরুষ পূর্বরমণীরা
ইতিহাসের ডুবসাতারে ভাসবার আগে অস্ফূটে বলে
শরণাং গচ্ছামি : গৌতমই এখন সর্বহারাদের ঘরামি''

সাম্প্রদায়িকতাকে যদি কক্সবাজারের রামুতে সাম্প্রতিক বৌদ্ধ মন্দির ধ্বংশের কারন হিশাবে ধরা হয়, তাহলে দেখা যাবে যে কথিত পরিশিলিত, বিত্তবান বুদ্ধিজিবিদের একাংশই ধারাবাহিকভাবে বাংলাদেশে এই সাম্প্রদায়িকতার ইন্ধন ও পুষ্টিসাধন করছে!