Sunday 14 October 2018

শৌরীন্দ্রমোহন, অন্নপূর্ণা ও গৌরীপ্রসন্ন



সংগিত ঝর্নাধারার পরম্পরাগত ত্রিভুজের সুরবাহার সঙ্গমে! 

প্রাককথন

আমার জুলেখা নাট্যত্রয়ের বয়ান অংশকে স্বরলিপি নির্ভর 'ভাঙ্গা লিরিক, ভাঙ্গা বয়ান' কেন্দ্রিক অপেরায় রুপান্তরের লক্ষ্যে গত প্রায় দেড় যুগ যে অনুশিলনগুলো করি তার ভেতর অন্যতমো ছিলো বিশ্বায়িত বিচিত্র সনেট প্রকরন  নিয়ে  কাটাছেড়া, আর ভারতিয় রাগশাস্ত্র নিয়ে ৌরীন্দ্রমোহন ঠাকুরের Six Principal Ragas-with a brief view of th Hindu Music. 1876  বইটিতে আত্মস্থতা।নব্বই‍্ দশকে বিভিন্ন সময়,  ৈদিক মন্ত্র শিখতে  ৃন্দাবনে বসবাস ৌরীন্দ্রের কাজ বুঝতে যেরকম, সেরকম  মাইহার ঘরানার আলাউদ্দিন খান কন্যা অন্নপূর্ণা আকা রোশোনারার সুরবাহারকেন্দ্রিক যাপনের আত্মিক উৎসমুখ বুঝতেও সহায়ক হয়।

Saturday 6 October 2018

রুপবতি রুপবান কুমড়ার ফুল





রুপসিকে কুমড়া ফুলে রুপবান ধরো
তারপর নন্দনের জেন্ডার নির্নয় করো

Wednesday 3 October 2018

আফরিন আফরিন

নুসরাত ফতেহ আলি খান আনপ্লাগড



জাভেদ আখতারের লেখা, নুসরাত ফতেহ আলি খানের সুর দেয়া, গাওয়া, আফরিন আফরিন গানটিকে মুল উর্দুর যথাসম্ভব কাছাকাছি রেখে বাংলাতে রুপান্তর করা হলো।আফরিনের জায়গাতে জুলেখা, জুলেখা বসিয়ে গানটি হুবহু বাংলা অনুবাদে আমার 'জুলেখা নাট্যত্রয়ি'র  শেষ পর্বে ব্যাবহার করবো।