Saturday 6 October 2018

রুপবতি রুপবান কুমড়ার ফুল





রুপসিকে কুমড়া ফুলে রুপবান ধরো
তারপর নন্দনের জেন্ডার নির্নয় করো

নাভি থেকে হেলেদুলে নিচেও নামে ওপরেও ওঠে
বুকের কাছে চালকুমড়া আর জালিকুমড়া সে ঠোটে

নাভি থেকে নিচে নামলে সে বড়ই রুপবতি
রুপবান কুমড়ার ফুলে বিচিত্র তেলেসমাতি

সমঝদারের কাছে যাতে স্বেচ্ছায় ধরা পড়ে
বাঙ্গালি অবাঙ্গালি তেল নুন ঝাল রেসিপির বেড়ে

প্রকাশিত সংগোপনে বানাও কুমড়া গেরিলা দল
চিত্রকল্পের ঝকমারিতে কুমড়াকে বলো তাজমহল

কুমড়া-বিচিতে নক্সিকাটা হাওয়াই মার্বেলের পাল 
মোঘলাই খেয়ালে কুমড়ার স্পন্দন উথালপাথাল

খাও সুপ খাও ভাজি খাও পাকোড়া খাও গ্রিল
কুমড়া-মাতলামিতে কুমড়া ও দা  চুমাচুমিতে হাসিল 


চয়ন খায়রুল হাবিব
৭/১০/২০১৮
ব্রিটানি

ছবি, খন্ডাংশ, গুগোল।