Monday 20 August 2012

শামসুর রাহমানঃ কবিতা দিয়ে কবিতার রিভিউমত

মেজর কবিতার রিপ্রেসেন্টেশান এবং শব্দের পাপঃ
পড়ো 'বিউটি বোর্ডিং' পড়ো 'বিউটি বোর্ডিং' কুল্লে সোয়া তিন বার...


'আমার খামার নেই নেই কোন শস্যকণা
আছে শুধু একটি আকাশ
তারই কিছু আলো নীল আজো হে সুদূরতমা
ভালোবেসে তোমাকে দিলাম'

'আমার খামার নেই...' রিক্ত ভুমিহিনের রিপ্রেসেনটেশান।''আকাশ...তারই কিছু নীল...'' দেবার ইচ্ছাটাই এম্পাওয়ারমেন্ট!

Thursday 2 August 2012

১৫ই অগাস্ট এবং যদ্যপি কুঠিয়াল সেনাবাহিনি

''বর্ষবরণের খোপায় ঘুরে বেলি হেসেছে
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে
গোলাপেরা অভিমানের আতরজলে গাঢ়''

২০০৭এর অক্টোবারে আর্টস.বিডিনিউজের' প্রথম সংস্করনে অংশগ্রহনের নিমন্ত্রন আসবার কিছুদিন আগে থেকেই 'রেঙ্গুন সনেটগুচ্ছ' পান্ডুলিপি তৈরি করছিলাম।বর্মাতে সামরিক জান্তার হাতে বৌধ্ব ভিক্ষুদের দানবিয় হত্যাযজ্ঞকে স্বকৃত সনেটের নান্দনিক মাপে নিয়ে আসবার সময় উপমহাদেশে সামরিক নিপিড়ন এবং তার বিরুধ্বে আত্মনিয়ন্ত্রনাধিকারের সংহত প্রতিক হিসাবেই উপরের লাইনগুলা তার সমস্ত ব্যাঞ্জনা, উতপ্রেক্ষা, ইতিহাস নিয়ে পরবর্তি ৩ মাস একের পর এক সনেটের চিত্রকল্প তৈরি করে।শোক হয়ে ওঠে উদ্বোধনঃ ক্ষনার প্রবচনের পাশে  ৭ই মার্চ রুপ নেয় সহোদর-সনেটে।