Monday 20 August 2012

শামসুর রাহমানঃ কবিতা দিয়ে কবিতার রিভিউমত

মেজর কবিতার রিপ্রেসেন্টেশান এবং শব্দের পাপঃ
পড়ো 'বিউটি বোর্ডিং' পড়ো 'বিউটি বোর্ডিং' কুল্লে সোয়া তিন বার...


'আমার খামার নেই নেই কোন শস্যকণা
আছে শুধু একটি আকাশ
তারই কিছু আলো নীল আজো হে সুদূরতমা
ভালোবেসে তোমাকে দিলাম'

'আমার খামার নেই...' রিক্ত ভুমিহিনের রিপ্রেসেনটেশান।''আকাশ...তারই কিছু নীল...'' দেবার ইচ্ছাটাই এম্পাওয়ারমেন্ট!

'কে জানতো লেখার টেবিলে রাখা বাসি রুটি
আর ফলের শুকনো খোসাগুলো
তাকাবে আমার দিকে অপলক
আত্মীয়ের মতো'?
(কোন একজনের জন্যে)

'নেশার মতো খাঁটি নেই কিছুই,
সাচ্চা শুধু এই দেহের দাবি'।
(কবর খোঁড়ার গান)

মদির আগুনে জ্বেলে পুরুষের কবন্ধ বিনোদ
কখনো জানিনি আগে এতো ক্লান্ত, এত ক্লান্ত তুমি।
(কোন পরিচিতাকে)

'মানি না আত্মার আয়ু যতিহীন, স্বর্গ-নরকের
প্রাক্তন কাহিনী শুনে বিচলিত হইনি কখনো।

'দেহের বিনাশ চলে পরপারে পুনর্মিলনের
উৎসব উজ্জ্বল হবে' _করবোনা সে-কথা স্বীকার।
বিশ্বাসের ঝুলি ঝেড়ে অদ্যাবধি পাইনি তবুও
অন্তত একটি কণা সান্ত্বনার'।
(একান্ত গোলাপ)

'সান্ধ্য ভাষায় করিনিকো দৃক্পাত
কবন্ধ যারা নিত্য জন্মাবধি
অন্ধের মতো তাদের যষ্টি ধরে
দ্বন্দের ঘোরে ছুঁইনি গতির বুড়ি'।
(নির্জন দুর্গের গাথা)

বোবাদন্ডঃ 'মাতোয়ালা রাইতে' পড়ো পাতাবাহার পড়ো পাতাবাহার সাকুল্লে সোয়া তিন বার...

চয়ন খায়রুল হাবিব
২১/০৮/১২
ব্রিটানি, ফ্রান্স

পঞ্চাশের কবিতাকৃতির বিকৃত উপস্থাপনা প্রসঙ্গে...