Tuesday 18 September 2012

হাচাসন্যাসির হাচাহাসি



হিসাব করে দেখলাম সবচেয়ে প্রাচিন বাংলা অক্ষরগুলার একটা হচ্ছে 'হ' আরেকটা 'ঠ'
কারন বাংলার সবচেয়ে প্রাচিন ধর্মাচারের নাম হঠযোগঃ
'হ' এবং 'ঠ' অক্ষর দুটাই ছিল আলাদা আলাদা পুরাপুরি শব্দঃ 'হ' হচ্ছে সুরুজ 'ঠ' তে চাদ
হঠযোগ হচ্ছে চাদ সুরুজের বেলাবেলি উপাচার

হিসাব করে দেখলাম 'হাচা' শব্দটাও একটা প্রাচিন বাংলা শব্দ এবং এর অর্থ যে  সত্যকথা
তাও এই 'হঠ' শব্দের সাথে যোগঃ 'হাচা'র হা' হচ্ছে সুরুজ এবং 'চা' হচ্ছে চাদঃ
মানে বেলাবেলিতে জোয়ারে ভাটায় 'হাচা' থাকো
হাচা'র বিপরিতে কৃশ্নপক্ষ্যঃ অ'তিথিঃ মিথ্যামিথ্যি মটকা মেরে তখন ঘুমের ভান

আর সে ঘুমের সময়ই আদি কৈলাশের পন্ডিতি চন্দ্রবিন্দু কিম্বা চানতারামার্কা পাকিস্তান

হ'তে  সুরুজ ঠ'তে চাদ  হঠযোগি তিথি অতিথিজাত হঠাতের হিসাব মেলাতে আমাকে সহায়তা করেছে
নিহাররঞ্জন রায়ের বাঙ্গালির ইতিহাস, দিনেশ চন্দ্র সেনের বৃহতবংগ, আব্দুল করিমের প্রাচিন পুথির বিবরন
এবং আরো কয়েকজন হঠযোগ উপাসনাকারি চৌরাশি-সিদ্ধার স্বপ্নচিন্তাজাত রসুন প্রসুন

খেয়াল করে দেখুনঃ উচ্চারনে না থাকা সত্বেও যেভাবে যত্রতত্র চন্দ্রবিন্দু বসায়ে চাদকে ফাদবন্দি করে
হঠযোগের পুরোহিত হঠকারিদের হঠাতে হঠাতে শব্দটাকে গালাগাল বানায় দেয়া হয়েছে
সে-হিশাবে 'হাচা'র চ এর উপরেও চন্দ্রবিন্দু'র আগ্রাসন হবার কথা

কিন্তু হঠযোগিদের অনুসারি বাঙ্গালি তার হাচি'তে বসাতে দিলেও 'হাচা'তে চন্দ্রবিন্দু বসাতে দেয় নাই
মাথা দুলায় দুলায় মন্ত্রজপের তসবি টেপার উসিলায় সে বলে গেছে হ হ হ হ হ্যাচ্চো হ্যাচ্চো হ্যাচ্চো
হা হা হা হু হুম না না'য় দোনোমোনো দুলে দুলে হাচা'কে বদলেছে আজ্ঞা আচানক এবং আচ্ছা'য়
এবং হাচলেই হাচা বা সত্য দেহখাচা-ছাড়া হয়ে যায় ভেবে  দেবতার শপথ এবং আলহামদুলিল্লাহ

দেখুন না চর্যাতে কিভাবে পেছনের দরজা দিয়ে চন্দ্রবিন্দু বসায়ে লেখা হলোঃ
'অপণা মাংসেঁ হরিণা বৈরী''...ঐ ণ'টাও কিন্তু চন্দ্রবিন্দু এবং হঠে যাক ওরা মাংসাসি খোক্কোশ খোক্কশি সকাশে


মৃগয়াজিবি হঠকারি হাচাকথার অনুসারিদেরই নি'ধন করা হয়েছিল লাখে লাখে
ঠেলে দেয়া হয়েছিল কৈলাশের কনসেন্ট্রেশান ক্যাম্পে যেখানে যোগ ও সাঙ্খ্য কাজে লাগায়ে
ওরা অসহনকে করেছিল সহন প্রয়োজনকে অপ্রয়োজনঃ খোলা-খাচায় বন্দি হাচাসন্যাসি

হঠযোগিনে  চুপচাপ হাসি

১৯/০৯/১২
ব্রিটানি/ফ্রান্স