Saturday 27 April 2013

নোম্যান্সল্যান্ডের মুক্তিযোদ্ধ্বা সাবদার সিদ্দিকি* : ভাঙ্গা লিরিকে, ভাঙ্গা বয়ানে

পুরান ঢাকাতে বুলবুল ললিতকলা একাডেমির সিড়িতে সাবদার সিদ্দিকি!**
গোল্লার ছুটঃ
নৈরাজ্যের স্ফুলিঙ্গ ছাড়া বিবর্তনের পরিসর ক্রমশ সঙ্কুচিত হয়ে পড়ে।১৯৭২ থেকে ৯০ দশকের শুরু অব্দি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে পুরান ঢাকার বুলবুল ললিতকলা একাডেমীর আশেপাশের হাঁটাপথে দ্রষ্টব্য হয়ে উঠেছিল তোষকের মোটা কাপড়ের আলখাল্লা গায়ে, তারের ফ্রেমের গোল চশমা চোখে, কখনো খালি পায়ে কখনো বা খড়ম পরা, হালকা ফুদ্দি দাড়ি, মোচ, ঘাড় ছোঁয়া বাবরি চুলের, ভাঙ্গা চোয়ালের ছোট্ট একহারা গড়নের সাবদার সিদ্দিকি!

Friday 5 April 2013

কামুর 'প্লেগ' : কতটুকু অচিকিৎস বাংলাদেশের সাম্প্রদায়িকতা


অনেক মানষিক রোগি আছে যারা রোগলক্ষন বোঝে না, আবার তাদের আসেপাসে অনেকে আছে রোগলক্ষন বুঝবার পর সেটা লুকাতে চায়, অস্বিকার করে  এবং রোগটিকে অচিকিৎস পর্জায়ে নিয়ে যায়!সাম্প্রদায়িকতা মনস্তাত্বিক রোগ নয়, এটা সামাজিক কায়েমি এঞ্জিনিয়ারিং-এর ফসল!এই এঞ্জিনিয়ারিং বিমুর্ত বা চেহারাবিহিন নয়!শুধুমাত্র স্বার্থান্বেষি মহলের ইন্ধনে হচ্ছে বলে এর দায় থেকে বাংলাদেশের বুদ্ধিজিবিরা আর নিজেদের গা বাচাতে পারেন না!