Friday 10 August 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৭ ।।

 ম্যাগনোলিয়া সনেট : শহীদ কাদরীর জন্য
 

ম্যাগনোলিয়া সাদা শাড়িটা পরলা
হয়তো সবচেয়ে ভালোভাবে পরা হলো না
আলুথালু খুলেখুলে যাচ্ছেমতন
কিন্তু উপহারে সচেতন কিন্তু শহীদ কাদরীর জন্য

কাদরীকে সুপ্রভাত জানালো পুরো একটা বৃক্ষমেলা
পাখিরা খুলে দিলো আড়মোড়াভাঙ্গা যত ডালপালা
পুরো একটা পাখিদের মেলা নতুন পর্দা তোলা জানালা

বৃক্ষমেলাতে গেলে না পাখিমেলাতে গেলেনা
বৃক্ষমেলা পাখিমেলা এলো তোমার কাছে

চিস ক্লথ নিল সাদা ডোরাকাটা শার্ট
খাকি কটনের প্যান্টে স্মার্ট কাদরী
হাতে দিলো এক থোকা ম্যাগনোলিয়া
চেরিতলে অনেক ম্যাগপাইসহ ঘাসছাওয়া পাহাড়ি মাঠ
হেলাফেলায় একটা মেলার ভেতর কতগুলা মেলা পেলা


চয়ন খায়রুল হাবিব
১০/০৮/২০১৮
ব্রিটানি

ফটোগ্রাফি, কঙ্কলিলার বাগান থেকে।