Tuesday 21 August 2018

।।কঙ্কলিলা কবিতা সিরিজ ৯।।

রেডিও খোশমেজাজ


ভয়হারানিয়া বাগানে পেলাম চিরস্থায়ি মালির চাকুরি
কখনো মালুম কখনো বেমালুম আজগুবিনিয়োগকারি

ধরাচুড়াসহ এক শুন্যচারি প্যারাসুট নামালো বাগানে
নিয়োগকারি মানিকগঞ্জি পনির ছড়ায় বাকেরগঞ্জি বেগুনে

শুন্যচারি শুধায় দেশ কোথায় গো
সেন্সরে চক্ষুস্মান হেথায় হোথায় কানামাছি ভো ভো

শিলা গলানো পানির লিল্লায় পরাবাস্তবের কুদরত
রাতারাতি মালতি বিচিত্রবকুল এমনই মহব্বত

বড়মামাদের চশমার ফ্রেমে প্রেম কি তবে মাতুলাকৃতি
অট্টহাসিতে ফাটাফাটি সংশাচ্ছন্ন অথচ মনখোলা সম্প্রিতি

রাস্তাতে স্কুলছাত্রদের রোষ আক্রোশ খোশের খোশবু
জংলা বাগানে সুগন্ধ ছড়ায় কচি কচি সরবতি বাতাবি লেবু

শুন্যচারি আর মালি কি আসলে একই ব্যাক্তির দুই দিক
চন্দন হাতলে পিঠ চুলকে নিয়োগকারি হাসে দিকবিদিক


চয়ন খায়রুল হাবিব
২১/০৮/২০১৮
ব্রিটানি

ছবি, চন্দনকাঠে চিবুক চুলকাচ্ছে কঙ্কলিলা।ফটোশপ এডজাস্টেড।