Wednesday 28 March 2012

নিল গদ্যঃ কেউ কেউ কবিতার সে-নিলে ঠিক ঠিকই পৌছায়

i am damn fattenningly mad with blue....পিকাসোর সেই নিল অধ্যায়!রুমি শামসের সেই নিলটুকু বুঝেছিলো!সিলভিয়া প্লাথ আর টেড হিউ একে অন্যের নিলটাকে বুঝেছিলো! সমস্ত নিলের উতসই উল্লাস!অর্গানিক উল্লাস!

Thursday 22 March 2012

খুলিতত্ব ৫ঃ নির্মলেন্দু গুণ কিন্তু জিতে গেলো দুই রানে

নির্মলেন্দু গুণ শ্রধ্বাভাজনেষু
গুণ'দার ণ টাইপ করতে খুব মজা পেলাম কিন্তু বাদ বাকিতে ঈ, ঊ, ণ, চাদবিন্দু নাই।মার্জনা। 

ক্রিকেট বলতেই কেমন সাগর সাগর বাতাসের সুতিব্র-হাফ-সুইং চর কামরাঙ্গিতে গুণ'দার ঘরে
মশারি গোত্তা খায় ভয়াবহ বাউন্সারেঃ জালাল ভাই'র সাথে গুণ'দা কি কখনোই মাঠ ছেড়ে ঘরে ফেরে

জালাল ভাই কি বেচে আছে?তাতো জিজ্ঞেস করা হয় নাই, ২০১১তে শেষ সাক্ষাতের সময়
সেই যে আজিম্পুর ইয়ং পেগাসাসের সেই যে জাতিয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কি য্যনো কর্মকর্তা

Wednesday 14 March 2012

এ,টি, এম-এর ছেলে ঘাতক কুশল, হাসান আজিজুলের ভাগ্নে আত্মঘাতি কুশল

বাংলাদেশের পুরান ঢাকায় কমেডিয়ান এ,টি, এম শামসুজ্জামানের ছোট ছেলে কুশল এই সপ্তাহে বড় ভাই কবিরকে ছুরি চালায়ে মেরে ফেলেছে!সুত্রাপুর থানাতে বৃদ্ধ এ,টি কুশলের নামে মামলা করেছে!পুলিশ কুষলকে অকুস্থলেই গ্রেপ্তার করেছে!ঢাকার আজিম্পুরে আমার এক বন্ধুর নাম ছিলো কুশল!কুশলের মা ছিলো ইডেনের অধ্যাপক।নামজাদা গল্পকার হাসান আজিজুল হক কুশলের আপন মামা!কুশলদের কলোনি বাড়িতে ওনাকে কত দেখেছি!পিউরিটান এবং মার্ক্সিস্ট হাসান আজিজুল হক!কুশলের ক্লিনিকাল ডিপ্রেশান ছিল!বড় ভাই কুমার ডাক্টারি পড়তো!

Friday 2 March 2012

নেংটা মহাবিরের নন্দনেই আমার সন্তানের নৃ



১)আমার ষোড়ষি  কন্যা এলিস হাবিবের মা ব্রিটেনের ইউর্কশায়ারের!রোমানদের, ভাইকিংদের, ফরাসি নর্মান, জার্মানিক স্যাক্সন'দের হাতে পাইকারি গনহত্যা, শ্রমদাসত্ব, অপহরনে হাজার, হাজার বছরে এসব শায়ারবাসি ব্রিটনদের নামের সাথে, সাথে চেহারার নিশানাও বদলেছে!নিজেদের ইতিহাস এরা প্রথম শুনেছে রোমানদের কাছে; বর্নমালাও ধার করেছে সেই রোমানদের কাছ থেকেই!ব্রিটন, এংলো-স্যক্সন ইত্যকার পর্ব পার হয়ে বিভিন্ন রাজ্যের সমন্বয়ে হয়েছে যুক্ত্ররাজ্য; পরাক্রমের সময় পরাজিতদের নিজেদের আদলেই নাম দিয়েছে প্রিমিটিভ, ট্রাইব ইত্যাদি।আজকের ব্রিটেনে অপর কোন কৌমকে প্রিমিটিভ বলা প্রাতিষ্ঠানিকভাবে নিশিধ্ব!