Thursday 22 March 2012

খুলিতত্ব ৫ঃ নির্মলেন্দু গুণ কিন্তু জিতে গেলো দুই রানে

নির্মলেন্দু গুণ শ্রধ্বাভাজনেষু
গুণ'দার ণ টাইপ করতে খুব মজা পেলাম কিন্তু বাদ বাকিতে ঈ, ঊ, ণ, চাদবিন্দু নাই।মার্জনা। 

ক্রিকেট বলতেই কেমন সাগর সাগর বাতাসের সুতিব্র-হাফ-সুইং চর কামরাঙ্গিতে গুণ'দার ঘরে
মশারি গোত্তা খায় ভয়াবহ বাউন্সারেঃ জালাল ভাই'র সাথে গুণ'দা কি কখনোই মাঠ ছেড়ে ঘরে ফেরে

জালাল ভাই কি বেচে আছে?তাতো জিজ্ঞেস করা হয় নাই, ২০১১তে শেষ সাক্ষাতের সময়
সেই যে আজিম্পুর ইয়ং পেগাসাসের সেই যে জাতিয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কি য্যনো কর্মকর্তা

গুণ'দার সাথে আমাকে কথা বলতে দেখেই বলেছিলোঃকবিতাও ভালো ক্রিকেটও ভালো
আজিম্পুর রোডে ছয় ফুটি নির্গুণকে দেখে কখনোই আসলে ভাবি নাই যে আবুল হাসানের সাথে
ওর ক্রিকেট নিয়ে তেমন কথাবার্তা হ'তো কিনা আবুল হাসানের উচ্চতাও জানা হয় নাই
আমরা নিজেরা খেলতাম খালি পায়ে বারোমেসো ফুটবল
অগ্রনি বালিকা বিদ্যালয়ের মাঠে একটা পাক্কা পিচ ছিলো
ক্রিকেটের উসিলায় টাঙ্কি মারামারি আর কি

এখনো ক্রিকেটকে আমার জোর জব্বর টাঙ্কি মারামারি
মানে এ-ব্যাপারটাকেতো ভুল্ ভাবে ইভ টিজিং ডাকার আগে বলা হ'তো স্বাস্থ্যকর ফিল্ডিং

জাতি য্যনো দৈববলেই জেনেছিলো বল ব্যাট আর হ্যাট খোলাখোলির কারবার
আর প্যাকার্সের ক্রিকেটাররা রঙ্গিলা জার্সি চড়ানোর আগে
ব্যপারটাতো অনেকটা গুণ'দার সেই ধবল সাদা পাঞ্জাবিকে পাজামায় গুজে কখনো সিডনিতে
কখনো কিংস্টোনে চার আর ছয়ের মারের  ক্যালিপ্সো কবিতা
আর গ্যালারিতে দাত দিয়ে নখ কাটতে কাটতে সুরাইয়া হেসেই খিলখিল

ঐ দ্যাখো নির্মলেন্দু গুণ হুডখোলা রিক্সায় মোবাইল ফোনের আগের যুগে
একটা রেডিও কোলেঃ শুনছে কোলকাতা হায়দ্রাবাদ লাহোর লন্ডন ইত্যকার মুখরতা

বনেদি সম্পর্কগুলাকে বলা হয় পুরাদস্তুর টেস্ট খেলা
সম্পর্কগুলাকে চেপেখেপে লিমিটেড ওভার এবং যদিও রেডিয়টাও ঢুকে গেলো আইফোনে
'হুলিয়া'র লোকটাই কিন্তু ভেপু বাজাচ্ছে আরো বড় কয়েদখানায়
বোলার দৌড়ায় আসে তিন আঙ্গুলের গ্রিপে হাতে ধরা  ধাধাময় রুপচাদা
জ্বলজ্বলে ড্রাগন সে উইকেটের রক্ত চায়
কিন্তু ড্রাগনটাকে পাঠাতে হবে জেলখানার ইয়া উচা পাচিলের বাইরে

রানার হাসান ক্ষুর দাপাচ্ছে পিচে ড্রাগনটা ধরাশাই ড্রাগনটা শাই শাই
আর বল নাই আর বল নাই বলতে বলতে হয়রান আম্পায়ার
চারপাশে তখন অসঙ্খ্য মিনিয়েচার ড্রাগন মিনিয়েচার রুপচাদামাছ
চিল্লাচ্ছেঃ ঐ হাসান ঐ গুণ ঐ সুরাইয়া আমাদের পাচিল পার করায়ে দে

হাসান তাকায় থাকলো সুরাইয়ার পুরু্ষ্ঠ বুকের দিকে
গুণ চিবুক চুল্কে চুল্কে ভাবলো কিভাবে এত বড় ছয়ের মার মারলাম

দাগি কয়েদিরাও মজা পেয়ে বলতে থাক্লোঃ দ্যাখরে জমানা পাল্টাচ্ছে
আগে পুলিশকে ঘুশ দিতে হতো এখন পুলিশ আমাদের ঘুশ দেয়
এইসবই ক্রিকেটের মোজেজাঃ সাগর নাই কিন্তু সাগর সাগর গন্ধ
জেলেদের গ্রামগুলা সব চাদনিতে মিস্মার উলঙ্গা জেলেনিরা  সব শুশুকের সওয়ার

রুপকথার মাছ ধরাধরি শেষ হতেই গুণ'দা কিন্তু জিতে গেলো দুই রানে
আবুল হাসান রান আউট সুরাইয়ার পাগলাটে স্পিন হারায় কোনো এক ইরাবতি বিজনে

চয়ন
২২/০৩১২
ব্রিটানি