Friday 2 March 2012

নেংটা মহাবিরের নন্দনেই আমার সন্তানের নৃ



১)আমার ষোড়ষি  কন্যা এলিস হাবিবের মা ব্রিটেনের ইউর্কশায়ারের!রোমানদের, ভাইকিংদের, ফরাসি নর্মান, জার্মানিক স্যাক্সন'দের হাতে পাইকারি গনহত্যা, শ্রমদাসত্ব, অপহরনে হাজার, হাজার বছরে এসব শায়ারবাসি ব্রিটনদের নামের সাথে, সাথে চেহারার নিশানাও বদলেছে!নিজেদের ইতিহাস এরা প্রথম শুনেছে রোমানদের কাছে; বর্নমালাও ধার করেছে সেই রোমানদের কাছ থেকেই!ব্রিটন, এংলো-স্যক্সন ইত্যকার পর্ব পার হয়ে বিভিন্ন রাজ্যের সমন্বয়ে হয়েছে যুক্ত্ররাজ্য; পরাক্রমের সময় পরাজিতদের নিজেদের আদলেই নাম দিয়েছে প্রিমিটিভ, ট্রাইব ইত্যাদি।আজকের ব্রিটেনে অপর কোন কৌমকে প্রিমিটিভ বলা প্রাতিষ্ঠানিকভাবে নিশিধ্ব!

২)আমার আট বছরের ছেলে মাতিস হাবিবের মা ফরাসি ব্রিটানি অঞ্চলের!এই অঞ্চলসহ, স্কটল্যান্ড, আয়ারল্যন্ড, ওয়েইলস, ইংল্যন্ডের কর্নওয়াল বা ডেভনশায়ারের লোকেরা নিজেদের বলে সেলটিক বা কেলটিক!নাচের ছন্দে, সঙ্গিতে এই কেলটিকদের অন্তর্গত সাযুজ্যটা বোঝা যায়!এদের সবাই নিজ জ্ঞ্বাতির পুরান ভাষা গেইলিকের ইতিহাস নিয়ে সচেতন হলেও; ফরাসি/ইংরেজি মুলধারায় অংশগ্রহন নিয়ে এদের ভেতর কোন হিনমন্যতা নাই।ওয়েলসে গেইলিক প্রাতিষ্ঠানিকভাবে এখনো চর্চিত হলেও, সেখানে জন্ম নেয়া কেলটিক গোষ্ঠির ডিলান টমাসের বাবা ছেলেকে গেইলিকে সাহিত্য চর্চা করতে বারন করেছিল!আইরিশ-কেল্টিক ইয়েটস, জয়েস, বেকেটসহ অনেকেই গেইলিকের প্রতি নখের কনাভাগও উতসাহ দেখায় নাই!ব্রিটানিতেই কেলটিক পরিবারে জন্মগ্রহন করেছিলো জ্যুল ভার্ন; লেখার ভাষা ফরাসি।নোবেল বিজয়ি লে ক্লেজিও, বিশ্বখ্যাত ইয়ান কিফিলেকও এই অঞ্চলের কেলটিক বংশদ্ভুত; কিন্তু লিখেছে ফরাসিতে!

৩)আরবের বেদুইন, কুরাইশ উপজাতি মুহাম্মদের ধর্মাচারে সম্মত হবার পর,হিব্রুভাষি বনি ইস্রাইল সম্প্রদায়ের  ইব্রাহিমের আইনসহ আরো অনেক আচার আত্মস্থ করে নেয়; খ্রিস্টানেরাও এর আগে বনি ইস্রাইল সম্প্রদায়ের অনেক আচার তাদের ধর্মে গ্রহন করে!এই আচরিক লেনদেনে শব্দের, নামের আদানপ্রদানও ঘটে!হাবিব শব্দটা প্রাচিন  হিব্রুভাষি ইহুদি এবং খ্রিস্টানদের ভেতরেও দেখা যায়!দিল্লিতে আছে নাট্যকার হাবিব তানভির; সমকালিন মার্কিন ইতিহাসে অন্যতমো খ্যাতিমান কুটনিতিবিদ হচ্ছে প্রয়াত লেবানিজ-এমেরিকান-খ্রিস্টান ফিলিপ হাবিব!

৪)তাহলে আমার বাবা কেন বংশপদবি শাহ ব্যবহার না করে সারনেম হিসাবে হাবিব ব্যবহার করা শুরু করলেন?আমার দাদার নাম যেখানে বৈধভাবে জমির শাহ!গ্রান্ড ট্রাঙ্ক রোডের চিয়ড়াস্থ এই জমির শাহ যেখানে প্রামান্যভাবেই বগুড়ার সুলতান শাহের সাথে আত্মিয়তার সুত্রে আবধ্ব!সনাতন চতুর্বর্নাশ্রমের নিগড়ে বন্দি রাড়বাংলার আধিবাসিদের কাছে সুফিদের প্রধান নিবেদন ছিলোঃ সবার উপরে মানুষ সত্য!এই নিবেদনের জোরেই বর্নাশ্রমের বিরুদ্ধ্বে গৌতম ও মহাবির বিদ্রোহ করে!সেই পথ ধরেই কি এলিস, মাতিসের প্রকৌষলি দাদা শাহ হাবিবুল বশর বংশপদবি পরিত্যগ করে?হয়তো!

৫)বাংলাদেশে খ্যাতিমান নাট্যকার ৭১এর শহিদ মুনির চৌধুরির বোন ফেরদৌসি,  পাকিস্তান আমলে রামেন্দু মজুমদারকে বিয়ে করলে তা চৌধুরি পরিবারের জ্যাষ্ঠরা মেনে নিতে পারে নাই!এই দম্পতি বাংলাদেশের প্রাগ্রসর সাংস্কৃতিক আন্দোলনে দৃষ্টান্ত স্বরুপ হলেও ফেরদৌসি তার আত্মজিবনিতে বিয়ের সময়কালিন ঘটনা এড়িয়ে গেছেন!বাংলাদেশ আমলে আশির দশকে খ্যাতিমান টিভি নাটযকার বেগম মোমতাজ হোসেন তার আর্ট কলেজে অধ্যায়নরত ছেলে মিঠুর সাথে একই কলেজের চাকমা সম্প্রদায়ের কনক চাপা চাকমার বিয়ে মেনে নিতে পারেন নাই বলেও অভিযোগ আছে!এই একই ধরনের জাত্যাভিমানের অশনি সঙ্কেতের মুখেই কি পাকিস্তান পত্তনির গোড়াতেই শত, শত বছর ঢাকাতে বংশ পরম্পরায় বসবাসরত আর্মেনিও খ্রিস্টানেরা প্রায় রাতারাতি উধাও হয়ে যায়!

৬)মাইকেল মধুসুধন দত্ত?মাইকেলের ব্যক্তিত্ব, প্রজ্ঞ্বা, ধিশক্তি, দ্রোহ নিয়ে আমরা কতটুকু ভেবেছি?মাইকেলের DNA ছড়িয়ে আছে ভারতে, অস্ট্রেলিয়াতে!সেই DNA কি এক অর্থে চেংগিজ খানের DNAকেই কাউন্টার করে না!জেনম বিজ্ঞ্বান বলে যে পৃথিবিতে প্রতি ১০ জনে ১ জন বহন করছে চেঙ্গিজ খানের DNA!এই চেঙ্গিজিও রক্তসুত্র বইছে চিনে, মধ্য এশিয়াতে, উপমহাদেশে!চেঙ্গিজিও রক্তসুত্রের আরেক নাম সিনো-তিবেটান রক্তসুত্র!এই রক্তসুত্রের বংশধরদের অনেকেই গ্রহন করে গৌতমের যাপনসুত্র!এক অর্থে গৌতমের সেতুবন্ধনে চেঙ্গিজিও-জোর-যার-মুল্লুক-তার রক্তসুত্র গ্রহন করে নিলো মাইকেলের নন্দন-যার-মুল্লুক-তার রক্তসুত্র!স্মর্তব্য যে ফরাসি বিপ্লোবত্তোর ভিক্টর হুগোর ফ্রান্সে কাটিয়েও মাইকেল সেই বিপ্লব বা ভিকটরের লেখার কোন হদিশ পায় নাই!ব্যাক্তিক শ্রেনিচ্যুতি ঘটিয়েও সামাজিক শ্রেনিচ্যুতিকে নিতে পারে নাই মাইকেল!ধুমকেতুর সাথেত সামাজিক সমিকরন মিলে না!পরস্পরবিরোধি এসব  সুত্র মিলায়েই তৈরি হয় এলিসের, মাতিসের মত কোটি, অর্বুদ সংস্কৃতশঙ্কর নতুন রক্তস্মারক!

৭)বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পি, এইচ, ডি সনদধারিরা তাদের সুপারভাইজাদের খায়েসমত এবং ngoদের করে খাওয়ার এজেন্ডা হিসাবে নিজেদের সুবিধামত এই নৃ, উপপজাতি, জাতি, সম্প্রদায়ের বিভ্রান্তিকর সংগায়ন করছে!এরা বোবাকে বলে শব্দপ্রতিবন্ধি, অন্ধকে বলে দৃষ্টিপ্রতিবন্ধি!কিন্তু তাতে অন্ধের, বোবার অবস্থা বদলায় না!আবার বাংলাদেশেই ফন্ট নিয়ে হাইকোর্টের ইঞ্জাংশান সম্ভব!এমেরিকান, ব্রিটিশ এবং মধ্যপ্রাচ্যের আরবি, ইরানি বিশ্ববিদ্যালয়গুলার যাযকদের হাজার বছরের নিজেদের অনাচার লুকানোর বিভিন্ন কলাকৌশল আছে!সোভিয়েতের নামে, মার্ক্সবাদের নামে রাশিয়ানরাও তাদের বহু অনাচারের প্রত্নতাত্ত্বিক ইতিহাস বিকৃত করেছে!এদের কাছ থেকে সনদ পাওয়ারাই আরবি, ইংরেজি, রুশ, চিনা শব্দের অনুদিত মুল্যবোধ বাংলাদেশে নিরন্তর চাপিয়ে দিচ্ছে!রাহুল সাঙ্কির্তায়নেরা যখন এর বিরোধিতা করে তখন সামনে নিয়ে আসা হয় ননি ভৌমিকদের, নোম চোমস্কিদের, খান তালালদের!গৌতমের আচরিক  ভিক্ষাব্রতের থালাতে এভাবে তুলে দেয়া হয় বিষাক্ত মাংসের দলা, যা আনাজপাতিকেও বিষাক্ত করে তুলে!

৮)ধরা যাক কয়েকজন খাসিয়া, কয়েকজন গারো, কয়েকজন বিহারি, কয়েকজন কুট্টি, কয়েকজন নোয়াখাইল্যা ছেলেমেয়ে একসাথে ছবি তুল্লো!সবার মুখেই হাসি!এই ছবিটার ভাষাটাই হচ্ছে হাসি!আর গোষ্ঠিগত পরিচয়ই সেই ভাষিক প্রতিককে নিয়ে যাচ্ছে বিভেদের দিকে!এভাবেই বৃহত্তরো ভারত থেকে একবারে বাবু সংস্কৃতির নামে, আরেকবার পাকিস্তানের নামে বাংলাভাষাকে দুরে সরিয়ে দেয়া হয়েছে!এভাবেই বাংলাদেশের একজন সঙ্খ্যালঘু তার যথার্থ আশঙ্কা, অভিমান থেকেই  এড়িয়ে যায় বাংলাদেশের কবিতার বিবর্তন এবং হয়ে দাড়ায় আনন্দ বাজারের সনাতনি শির্ষেন্দু,, জয়দের সাংস্কৃতিক বিপনন কর্মি!পাল্টা আক্রোশে বাংলাদেশিরা আকড়ে ধরে সাম্প্রদায়িক ফররুখ আহমেদের, মান্নান সৈয়দ অনুসারিদের!

৯)অভিমান, আক্রোশ থেকে যে প্রনোদনা, যে অভিপ্সা; তার পুজরক্ত আক্ষরিকভাবেই উল্লাসকে দেখে সন্দেহের চোখে!মনে নাই সেই ভিন্সেন্টের কথা!একেছিল সে দুর্দান্ত কিছু সুর্জমুখি ফুল!তারপর স্কিতজোফ্রেনিয়া!মহাতঙ্কে আকড়ে ধরেছিল ধর্মাচারের গোড়ামি!কিন্তু ভিতরের আলোর গুনেই বুঝেছিল ধর্মের ক্ষমতায়নের সাথে সুন্দরের স্ববিরোধ!

১০)মহাবির এবং গৌতম কি বলেছিলো?প্রথমতই তা জাতপাতের বিরোধি!বার্মাতে জেনারেলরা বুদ্ধ্বমতের কদর্থ করছে বলেই ভিক্ষুদের নেমে আসতে হয় রাস্তায়!এক অর্থে রাস্তায় নেমে আসাটাই প্রথম ভিক্ষাব্রত!সেটা সাইবার-সড়কেও ঘটতে পারে!ঘটছেও!আবার সাইবার-সড়ক থেকে অসাম্প্রদায়িক প্রবর্তনাগুলা ছড়িয়ে পড়তে পারে জনপদে এবং অরন্যেও!হ্যা, অরন্যেও!জনতার বাইরেও আছে জিবদের জিবন!বন্ধুবতসল কুকুরকে গালাগালের অনুষঙ্গ করে যেসব ভাষিক, আচরিক এবং কথিত ধার্মিক ব্যবহার; যার থেকে বিভিন্ন ফোবিয়া হৃতস্পন্দনকে কুরে, কুরে খায় তার মনোভিত্তি বিনাশেই রাস্তাফেরির খাস্তাখই!উল্লাস পিরের মজমা!নেংটা মহাবিরের নন্দনেই আমার সন্তানদের নৃ!

চয়ন খায়রুল হাবিব
০২/০৩/১২
ব্রিটানি