Wednesday 28 April 2010

ছৌ



কল্পনাকে য্যানো না শোনা যায়
মানে ঝনঝন বন্ধ
শিকলে গাথা শিক কাবাবের উছিলা
পোড়া পোড়া গন্ধ

কল্পনাকে য্যানো না দেখা যায়
মানে খাচার দুয়ারও বন্ধ
কিন্তু মুনিয়ারা নাই ভিতরে
যাদুকরদের চোখ সব অন্ধ

হেপাস্টাসের বজ্রপাতসহ
প্ল্যাকার্ড পোস্টার আর সাভারের লাল মাটিমাখা 
জাহাঙ্গির নগরের বাস এসে প্রেসক্লাবে থামে
আরো থামে স্মরনের নির্মোকঃ বাসাভাঙ্গা চড়ুইদের শোক

প্রশ্নবোধকের ভেতর জোড়া জোড়া
ভাঙ্গা ভাঙ্গা কচের মোজাইক
ভাঙ্গা ভাঙ্গা সরোদের সুরঃ টোটালের পর এবার
টোটেম লিরিকঃ রাজহাসের পাশে য্যামন জলের বিলাস

গেলাস থেকে গেলাসে সেরকম দুধের ধবলকে
গাভির ওলান থেকে   দুরে গোধুলির ঘরপোড়া স্বরে
মেশাতে মেশাতে বাসের অপেক্ষায় ঠায় দাড়ানো
অফিস শেষ করা মানুষজনকে মাঠাওয়ালারা শোনায়ঃ

প্রমিথিউসের ভাইবোনেরা পালক হারায় ফেলসে
তাই মাথাতে ফেট্টি বাধসে
একজন আরেকজনের হাত ধরে ধরে
বড় একটা বাজপাখি হইতে চাইতেসে

মাঠাওয়ালা বলেঃ আরো ভাল জানে মাঠাওয়ালি
ডিমওয়ালা বলেঃ না, আরো ভালো জানে শশাওয়ালা
তার চেয়েও ভালো জানে কোমরে ওড়না বাধা
ঝমঝম ঝমঝম আমাদের নতুন ঝাল মুড়িওয়ালি

আর সব চাইতে ভালো জানে গোরস্থানের লিল্লাহ
মানুষের গোস্তখোর মেট্রিক্স খলিলুল্লাহঃ
লবন মরিচ মাখায় রসুন পেয়াজের বাঘারে
কল্পনা নামের বাজপাখির কাবাব সে পৌছায় দিবে
আপনাদের সকলের আজাবের তরে

টেলিভিশন দেখতে দেখতে কচকচায় খাবেন
হেচকি উঠলে ইনবক্সে একজন আরেকজনকে
বেইমান পিরের পানিপড়াসহ
হজমির বড়ি টুপ টাপ খেয়ে সবাইকে বলবেনঃ

দেখেন দেখেন এইসব মাঠাওয়ালা ডিমওয়ালা
শশাওয়ালারা সবসময় জল্পনাকে পেচায় ফেব্রুয়ারির আল্পনায়
এপ্রিলের মাস আসলেই
পাপড়ির সাথে রেনুর সম্প্রিতি বিনাশে নাহক গুজব রটায়

কল্পনাকে য্যানো না শোনা যায় কল্পনাকে য্যানো না দেখা যায়

দেখতে চাইলে শুনতে চাইলে পোস্টার প্ল্যাকার্ড
জুতার শুকতলা সব আর সাভারের জাহাঙ্গির নগর
বলধার বাগানের শতবর্ষি শিকড় বাকড়
আর যত যত বেখবর পোকামাকড় উল্টা করে ধরেনঃ

দেখবেনঃ অন্ধ সব চোখ যাদুকরদের
ভিতরে নাই মুনিয়ারা খাচার দুয়ারও বন্ধ
কিন্তু কল্পনাকে দেখা যায় কল্পনাকে  শোনা যায় পরিস্কার
বেশ পোড়া পোড়া গন্ধও পাওয়া যায় শিক কাবাবের উছিলায়

চয়ন খায়রুল হাবিব
২৮/০৪/২০১০
ব্রিটানি