Saturday, 27 March 2010

ছয় বছুরে দুধেল ফাইটার

স্বভাবে যা নেই ছয় বছরের মাতিস'কে দেখলাম
জুডোর প্রতিদ্বন্দিতায় তাই করছেঃ বার বার পড়ে গিয়ে
আবারো উঠে দাড়াচ্ছে ফিরে ফাইট দেবে বলে
ছয় বছুরে দুধেল ফাইটার

স্বভাবে যা নেই ছয় বছরের মাতিস'কে দেখলাম

জুডোর প্রতিদ্বন্দিতায় তাই করছেঃ বার বার পড়ে গিয়ে
আবারো উঠে দাড়াচ্ছে ফিরে ফাইট দেবে বলে
ছয় বছুরে দুধেল ফাইটার

মাতিসের একটা দাত পড়লো আজকে
ইস্কুল থেকে পকেটে পুরে বাসায় বয়ে এনেছে
রাতে ওর বালিশের নিচে একটা ইউরো কয়েন রেখে দিতে হবে
সকালে উঠলে বলতে হবে দাত'টাকে ইদুরে নিয়ে গেছে

সব কিছু যদি রুপকথা হ'তো
হয় নাঃ গভির ঘুমের ভেতর গা থেকে সরে যাওয়া
লেপ ঠিকঠাক করে দিতে দিতে
বালিশের পাশে দেখি  প্রথম জেতা জুডোর মেডাল

অপলকে শুনিঃ দুধেল ফাইটারের ছয় বছুরে বুকের ছোট ছোট ধুকপুক

চখাহা
২৬/০৩/২০১০
ব্রিটানি