Sunday 2 February 2020

ফ্ল্যাশ মবে আমি পরান বাজাই


দোতারা বদলায় গিটারে
ভায়োলিন গড়ায় সেতারে
তালপাতার ভেপুতে হাসে জুলেখার ফুল্লরা টপ্স
থেকে যায় সুর তরংগ বেতার

দুশো বছর আগেকার বিথোভেন
ছয়শো বছর আগেকার মুহাম্মদ সগির
চয়ন সন্নিধানে ওরা ঘুরে প্যারিসে লন্ডনে
দিল্লিতে ঢাকায় বোহেমিয়া ময়দানে
খঞ্জনি তাম্বুরিন ঢোল মাদল কংগো বংগ
তেপ্পান্ন গলিতে চলে বাহান্ন বাজারের রংগ

দ্যাখো দ্যাখো বাচ্চাগুলা দাপাচ্ছে
বাবুপুরা বস্তির খালি পা বাচ্চাটার পাশে
নিউজ ফিডে চ্যাপ্লিনের নিউ ইয়র্ক কিড
সবাই জবরদস্ত টাইম মেশিন সওয়ার
আবহাওয়ার থোড়াই কেয়ার
সবাই দস্তইয়েভস্কির ধুন্ধুমার প্লেয়ার

'জুলেখা ট্রিলজি' হাতে শিশুরা নাচছে*
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে
মার্চ ২০১৯
ডাকসু নির্বাচনের দিবাগত রাত
জমায়েত সবাই উড়ালো রকমারি ফিতা
খালি পায়ে এসে গেলো দৌড়বিদের জুতা
বাচ্চালোক তরতরিয়ে ল্যাম্পপোস্টের ডগায়
নবম সিম্ফনিতে নাচে ভাটিয়ালি বগিবগা

দশাসই ডাবল বাস চেলোর সামনে
জুলেখা আড়বাসির টিউনিং খেলালো
কোলন ক্যাথিড্রালের সামনে বাজনদারেরা জাকালো
আরো যত নামজাদা শহরে ফোনে ফোনে খবর ছড়ালো
যার যা আছে বাদ্যযন্ত্র
চলো ফ্ল্যাশ মবে বাজাই পরান জাগানিয়া মন্ত্র

তুমি আমি থাকবো না
ইন ইয়াং মুর্ছনায় সুরমাতাল মানুষ জন্তুনগ্ন
জন্তুমগ্ন অর্কেস্ট্রা মাংসবিলাসিতা ভুলে
অসংলগ্নতাস্নাত আত্মউন্মোচন
চিকনচাকন অকিঞ্চন সিরাজ সাইর সাথে
বিশালদেহি পাভারোত্তি
কিন্তু দুইজনেরই সে কি মনখোলা উদাত্ত ছড়ানো গলা
সমঝদারে সুধায় এটা কি যুগলবন্দ না কি দোস্তালির কুস্তি

সঙ্গিতপ্রেমি সকাশে এইবার নামে আকাশের তারা
যারা ছিলো বুঝদার এই মওকায় তারাও সম্বিতহারা
মানে আছি কই
মাটিতে না কি শুন্যজানে সপ্ত আসমানে
ফ্ল্যাশ মব বিশ্ব সঙ্গিতের গুনে
একজনের জয়স্টিক আরেকজনের হাত কে কাছে টানে
শিতের পাগল কম্বল ভাসে মাতাল সাগরের পানে

হঠাৎ অতি নিচ লয়ে ক্রেসেন্ডো
ঢেউ ছড় তার কিবোর্ড প্যাচ খ্যালে জুলেখার এলো কেশে
এ কোন পাতালে এলাম আমি ফ্ল্যাশ মবের আবেশে
চোখ টিপ হাত সাফাই হাত তালিসহ
কাছেই ছিলাম আমি
সঙ্গিত সমবায় সমিতির খুচরা নোটের ঘরামি

দোতারা বদলায় গিটারে
ভায়োলিন গড়ায় সেতারে
থেকে যায় সুর তরংগ বেতার
টপ্স ফুল্লরা জুলেখার হাসে ভেপুতে তালপাতার

ফ্ল্যাশ মবে আমি পরান বাজাই
ফ্ল্যাশ মবে আমি পরান সাজাই


চয়ন খায়রুল হাবিব
৩/০২/২০
ব্রিটানি, ফ্রান্স


ছবি, চয়ন খায়রুল হাবিব।
*জুলেখা ট্রিলজি হাতে শিশুরা নাচছে 
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে 
মার্চ ২০১৯
ডাকসু নির্বাচনের দিবাগত রাত