Sunday 13 September 2020

জেব্রালাইট


 


আকাবাকা রেখাতে যতটুকু ধাধার প্রকাশ 
তার পুরোটা আমাদের অস্থিরতার বিকাশ
জেব্রাগন জেব্রিগন ঘাসপাতা খায়
সিংহিগন সিংহগন জেব্রালাইট চিবায়

বিজলি চমকের নক্সা দেখে বাক্যহারা
হাতড়ে বেড়াতো তড়িৎ-রেখাদের আদিম চেহারা
তারপর হাজার  চোখো মাছিদের উৎপাত এড়াতে
রেখারা চিনেছিলো জেব্রাদের, ওরা রেখাদের খুজে নাই 

খুজে পাবার পর
জমিন ও জলে জাগে রুপকথার আটলান্টিস নগর
নিখোজ জাহাজগুলোতে নিখোজ নাবিকের দেহমন  
হিসাবি জেব্রালাইটে এক বেহিশাবি সংগমের স্বভাব

কলম্বাস-সিংহকে  ইসাবেলা-সিংহি দেয় এক মুল্যবান হার
চাঁদকম্পাসের ৃষ্ণদিবসে জেব্রাদের পুলক চরম 
চাঁদকম্পাসে্র শুক্লদিবসে জেব্রিদের অর্গাসম পরম
নাবিকের ৌকিকতা খুজে পায় আধ্যাত্মিক জেব্রালাইট

তাহলে ঐ শুক্ল ও ৃষ্ণদিবসের বাইরেরও বাইরে
স্ট্রাইপের আড়ালে মঞ্চভিতির সাথে মাংশাশিদের নিগড়ে 
আফ্রিকার গ্রামগুলো কাদা থকথকে ইশবগুলের খেলা
নাগরিক ছাদগুলো জংগিলি সহানুভির চাপাফুলের মেলা

এসব নান্দনিকতা দার্শনিকতা বুঝেও
জেব্রালাইট আমাদের একই সময় কস্ট ও সুখ দিচ্ছে
অনেক দুরের মিল্কিওয়েতে চাওয়াপাওয়ারা ঘুমাচ্ছে
স্বপ্নের ভেতর জেব্রা এবং জেব্রার ভেতরে ফানুষ  

ইটালির স্থপতি মাতেও ফেরোনির কাছে শেখা
খেরোখাতায় লেড সার্কিটের নক্সা বাকাটেরা
জেব্রালাইট মানে উদয়পদ্মে ভাজা ধনন্তরি লেখাজোখা   
অন্ধজনে দেহোমন জেব্রালাইট

রেখার ভেতরে একের পর এক চাকা 
সাইকেলের সামনে হ্যান্ডেল বাকা
কেটে করো দুই অর্ধেক
বিশ্বাসি হবে মুনাফেক

জেব্রালাইট সন্নিধানে মুর্গি ডাকে কক কোরক
কক কোরকে ঝুলে সাইকলের স্পোক
অর্থাৎ সাইকেল সাইকেলই থাকে
সিংহিদের ধুলামাখা দাতে জেব্রালাইট ৌসুমে পাকে

গাছপাকা জেব্রালাইট সুগোল এবং  চাঁদপাগল
না কি অঙ্ককষা আলোতে কাটাছেড়া শতদল
শুক্ল বা কৃশ্নপক্ষের গা জুড়ে কালো উল্কি বসাবে
আদিকৈলাশের শর্ত মেনে ঘোড়া ভেবে জেব্রাকে পোড়াবে

একবার জেব্রা খেলে সিংহি আর কিছু চায় না
অন্য কিছু ভালো পেলেও জেব্রা আর জেব্রা 
সিংহি জেব্রার রেখাদের খায়  
সিংহকে রমনের ঘোরে জেব্রালাইটে ভারি নিতম্ব দোলায়

সিংহ  সিংহি  বেসেছে ভালো আবোলতাবোল জেব্রালাইট
গরুগাড়ি স্পোর্টসকার শুন্যযান দৈবের সপ্ত আসমান
রেখাগুলোকে ঘর ভাবলে ঘর না ভাবলে ভাবনার যাযাবর 
যে ঘরেই দান ফেলো সেই ঘর জেব্লালাইটে বিভোর 

সিংহবিলাসিতায় 
পারবে না আত্মার অতৃপ্তি কস্মিনেও আটকাতে
তাই ভাইবোন ধিরে ধিরে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকাও
কঙ্ক্রিটের গহিনে জেব্রালাইটের ঝাঝালো পোলাও কি পাও 

সিংহ ও সিংহিগন এখন  গোড়া নিরামিষাশি
ঘাসের দিকে তাকালে পায় জেব্রার সুবাস
সে সুবাসে  ঝাড়খন্ডি হাড়্গড়াহি জেন
যাকে বলো  ঘরের পোষা মেগালিথিক এলিয়েন

যাকে বলো খাটি ও নিখুত একা
তা আসলে ভিড়ের ভিতর  আমাদের জেব্রালাইট  রেখা
স্টার ট্রেক টিভি সিরিয়ালের স্পোক নামে তাজ্জব এক লোক
 আলোকবর্ষের হাই গিয়ারে চলতেই থাকে চলতেই থাকে

জ্বলতেই থাকে জ্বলতেই থাকে
জেব্রাদের  রহস্যমগ্ন দেহে একেবেকে

চয়ন খায়রুল হাবিব
৮/১০/১৭
ব্রিটানি 

Photography : Francis Giacobetti