Monday 11 February 2013

'রাজাকারদের ফাসি চাই' স্লোগান বনাম জেবা, কাজি, কামাল গং

নয়া রাজাকার ব্যাপারটার অনেক সংস্করন আছে!'জেনারেশান বাংলাদেশ' বা জেবা'র ফেসবুক লিঙ্কপেজ খুললে মনে হবে শাহবাগ আন্দোলনের সবচেয়ে বিশ্বস্ত মুখপত্র!লাকি আখতারের সাক্ষাতকার টাঙ্গিয়ে রেখেই 'নিস্পাপ মনের প্রশ্ন' নামে লিঙ্ক শেয়ার করে জেবা'র চালিয়াতেরা সাগর-রুনি, পদ্মা সেতু ইত্যকার ইস্যুতে শাহবাগিদের অগ্নিপরিক্ষা দিতে বলছে!এখানে newsটা কিছুদুর পরিবেশন করেই twisted views দিয়ে তাকে হেয় করবার তোড়জোড় শুরু হচ্ছে!





জেবা'র খুটিনাটিতে জড়িত সুড়ংগচারিদের  হাততালির ভুমিকায় বোবায় ধরা সংস্কৃতিবানদের বৌ-ঝিরা আছে!আরেকখানে শিশু মনস্তত্বের দোহাই পেড়ে শাহবাগিদের স্লোগানের শব্দ অদলবদল করবার অনুরোধ করেছেন ছায়ানটের এক শিক্ষক !  ইনি বলছেন যে 'শিবির ধরো জবাই করো' না বলে 'শিবির ধরো ধোলাই করো' বলতে!আসেন আমরা 'কোরবানির ইদ' না বলে 'ধোলাই-র ইদ' বলি!ছায়ানট-শিক্ষক তার স্লোগান বদলের অনুরোধ জ্ঞ্বাপন শেষ করেছেন 'জয় বাংলা' বলে!... জেবা'কে য্যামন বিশ্বাস করি না, সেরকম ছায়ানট-সাহেবের স্লোগানের শব্দ বদলের অনুরোধ রক্ষারও প্রয়োজন দেখিনা!


স্লোগান হচ্ছে প্রনোদনা এবং ধারনা;প্রয়োগের প্রতিকি ব্যাঞ্জনা!প্রতিকি ব্যঞ্জনা বদলাতে বললে অন্যায়কারির অন্যায়কেও লঘু করে দেয়া হয়!যে eec অঞ্চলে মৃত্যুদন্ড নেই, সেখানেও ধর্শন, শিশু হত্যা ঘটলে প্রকাশ্যেই লোকে 'ফাশি চাই...', 'লটকে দাও...',  'জবাই করো'' এসব লেখা পোস্টার, প্ল্যাকার্ড  বহন করে বাচ্চাদের সামনেই!এসব কথা শুনলে কুশপুত্তলিকাও আর পোড়ানো যাবে না! ন্যাকামি আর কি; কানা, বোবা না বলে দৃষ্টিপ্রতিবন্ধি, শব্দপ্রতিবন্ধি বলতে হবে!জেবা'র কাছে অগ্নিপরিক্ষা দিতে হবে সাগর-রুনি, পদ্মাসেতু ইত্যকার নিয়ে!ছায়ানটের কাছে অগ্নিপরিক্ষা দিতে হবে স্লোগানকে শিশু-হিতৈশি ঘুমপাড়ানি গান বানিয়ে!তাহলেতো সিনেমার বয়সনির্ভর সার্টিফিকেটের মত স্লোগানের সার্টিফিকেট নবায়নের পুরত ঠাকুর, সত্যপির ঠিক করতে হবে দাবি দাওয়ার আগে!

আরেকটা হচ্ছে বেকা ধনের চৈনিকেরা!যেই একজনকে স্প্রিন্টে কামিয়াব দেখলো, তাকে সাবাশি না দিয়ে ঝোলটা নিজের দিকে টেনে এনে বলবে, দেখিতো আপনে ম্যরাথনে পারেন কি না, সাতারে পারেন কি না, হাই জাম্পে পারেন কি না!মানে ব্যপারটাকে যত জটিল, ঘোলা করে মঞ্চটা চুরি করা যায়!এখন এরা বলছে পাকিস্তানের ক্ষমা চাওয়া, ক্ষতিপু্রনের দাবি দাওয়াটা শাহবাগের বিশ্বায়িত মঞ্চে এক্ষুনি নিয়ে আসা দরকার!এখানে কিন্তু একটা খেলা আচে দিদিভাই!'রাজাকারের ফাসি চাই...' দাবির ভিতরে ধর্মভিত্তিক রাজনিতি বন্ধের দাবি বেশ প্রকটভাবেই আছে!এই চৈনিক মামদোরা ভারত বিভাগের পর থেকেই আখের গুছিয়েছে ধর্মিয় রাজনিতির কাধে ভর দিয়ে!সাগর-রুনি, পদ্মাসেতু বলনেওয়ালাদের মত, পাকিস্তানের ক্ষমা চাওয়া, ক্ষতিপুরন এসবের দিকে নিয়ে গিয়ে পিংপং পার্টি কিন্তু সেই '...ফাশি চাই' এর আগের 'রাজাকার'টাকেই আড়াল করতে চাইছে!

তারপরেতে ইভেন্টস ম্যানেজার নামের হাইব্রিড প্রজাতি!রাজাকার, নয়া রাজকারদের থেকে সুজোগ, সুবিধা নিতে এরা বার বার বলবে সেই লোম বাছতে কম্বল উজাড়ের কিচ্ছা!বিভিন্ন রকম সত্যপিরের নিরন্তর সত্য-টুইস্ট থেকেই যে বিদেশি মিডিয়াতে যুদ্ধাপরাধিদের নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে তা বলাই বাহুল্য!সত্যপিরদের কিচ্ছা-কাহিনি পার হয়েই শাহবাগিদের সংগ্রামটা এলিমিনেশানের, নেগো্সিয়েশানের নয়!মিতভাষিদের মিচকামি বুঝতে পারাটাই শাহবাগ আন্দোলনের নয়া মেরুকরনের মুল প্রনোদনা!..গনযোগাযোগের শিক্ষক গিতি আরা নাসরিন, 'আলোকিত মানুষের' পাইকারি কারবারি আব্দুল্লাহ আবু সাইয়িদ এবং তদিয় পোষ্যরা কাদের সাবাশি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন তার সাত কান্ড রামায়ন আরেক যাত্রায়!


চয়ন খায়রুল হাবিব
১২/০২/১৩
ব্রিটানি-ফ্রান্স