Tuesday, 8 January 2013

জানুয়ারির এলিজিঃ

আজিম্পুর কবরস্থানে আহমেদ মুজিবের কবর চিহ্ন

২০১৩'র দোসরা জানুয়ারি কচির জন্মদিনে
কন্যা মমো এবং স্ত্রি রঞ্জনা কথা বলে কবির সাথে
কচি ছিল রোমে স্ত্রি কন্যা ঢাকায়

তেসরা জানুয়ারি ভোরে  কবির চুড়ান্ত হার্ট এটাক
রোমের এক হাসপাতালে সেদিনই সে মারা যায়
জন্মদিনের পরের দিন
স্ত্রি কন্যার সাথে কথা বলার পরের দিন

তাদের সাথে কথায় আজিম্পুরে কবরস্থ হবার ইচ্ছা প্রকাশ করে
কচির প্রথম দ্বিতিও হার্ট এটাক হয়েছিল ঢাকাতে ২০০৭সালে
বহু বছর ইটালিতে থেকে ফেরার পর পর

কচির জন্ম বর্তমান সংসদ ভবনের
পাশের চন্দ্রিমা উদ্যানে মানে পুরানো তেজগায়ে
শৈশবে বাবা'মার সাথে আজিম্পুর কলোনিতে

ইন্টারমিডিয়েটের সময় রঞ্জনাকে বিয়ে
আশির দশক জুড়ে প্রেস ম্যানেজারির কাজ
এখানে ওখানে বসবাস এবং মমোর জন্ম

আশির শেষদিকে অবসরপ্রাপ্ত বাবা আজিম্পুরের পাট চুকায়ে
মোহাম্মদপুরে বাড়ি তুল্লে রঞ্জনাসহ কচির সেখানে কিছুদিনের বাস
এক সময় রঞ্জনা মেয়েসহ চলে যায় বাবা মা'র কাছে

এক জিবনের তিন স্বৈরতান্ত্রিক ডিপ্রেশান এবং মাদকের সম্প্রেশন
'প্রেসের কবিতা'র ঢাকা পিছে রেখে কবি পাড়ি দেয় ইটালিতে
২০০০সালে ফোনে শুনি কচির কন্ঠস্বরঃ আমি এখন রোমে

তারপর আর কথা নাই
২০০৭সালে আবার ফোনে শুনি কবির কন্ঠস্বরঃ
আমি এখন ঢাকায় ডাবল হার্ট এটাক

তারপর চুড়ান্ত এটাক ২০১৩ তেসরা জানুয়ারি
আজিম্পুরসহ ঢাকার অনেক গোরস্থানেই
দাফনের ৩ থেকে ৬ মাস পর বুলডোজার দিয়ে কবর উপড়ে ফেলা হয়

যোগাযোগে আনাড়ি কবির বন্ধু হিশাবে আমার বিশ্বায়িত সাগরপার মন্দের ভালো
ঘরবাড়ি সম্পর্ক বালিয়াড়ি ভেবে দেবে যায় নগ্নতার ফ্যানামাখা মনকা-আকিক-নখ

কখনো বা ঐপারের দলকল্মিতে জড়ানো গুগলি শামুক
বুড়িগঙ্গা পারের ইটভাটা চিমনির গনগনে বুক ছুয়ে
এইপারে নিবিত্ত শব্দের ধিরলয়ে বিত্তবান টুপ টাপ টুপ টাপ

চয়ন খায়রুল হাবিব
৯/০১/১৩
ব্রিটানি/ফ্রান্স

'প্রেসের কবিতার' কবি আহমেদ মুজিব স্মরনে