Thursday, 25 September 2008

টাইমলাইন সাবদার

ডিসেম্বার ২০০৮: দানবিয় পুতুলি বালিকা ময়দানবিয় সুই সুতাতে ফুড়ে
সিলায়ে দিয়েছিল রাস্তার সাথে বাস ট্রাক রিক্সা
রেললাইনের সাথে রেলগাড়ি সমুদ্রের সাথে জাহাজ

ডিসেম্বার ৩০০৮: জ্যুল ভার্নি সুলতানি হাতির সওয়ার সাবদার সিদ্দিকি
পুতুল দানবির তলাশে নামেন পুনর্মিলনি দিপের বংগবাজ সিমানায়

ডিসেম্বার ৪০০৮: সাবদার আবিস্কার করেন
পিং পং টেবিলে ঘুমালে স্বপ্নরা খুব পিং পংময় হয়


ডিসেম্বার ৫০০০৮: সাবদার মাওবাদ গ্রহন করেন।
কিন্তু ধর্মশালায় একই বছর দালাই লামার সাথে দেখা হবার পর
অস্টশিলা সংঘে যোগদান করেন

ডিসেম্বার ৬০০৮: সারাদিনমান এখানে ওখানে চরে
সাবদার ও জ্যুলভার্ন পালা করে ঘুমাতে থাকে আজিম্পুর
কমিউনিটি সেন্টার, টি এস সি এবং লালকুঠির পিং পং টেবিলে।
ওদের চোখ তখন ১০৭/এ পিলখানা রোডের একতলা বাংলোটি।
ওটাই ওদের হাতির জন্য মোক্ষম হাতিশালা হবে।

ডিশেম্বার ৭০০৮: সাবদার আর জ্যুল ভার্নের উপর নজরদারি করতে
পুনর্মিলনি দিপের সরকার ওদের হাতির চলার পথের আশে পাশে
একের পর এক অস্থায়ি পুলিশের ফাড়ি গড়ে তোলে।
পরে যা হাজার বছর অধ্যাদেশের আওতায় স্থায়ি ফাড়িতে রুপান্তর করা হয়।

ডিসেম্বার ৮০০৮: সুলাতানি হাতি বেপরোয়াভাবে
যখন ঢাকার সমস্ত বড় বড় বট অস্বথ্য রেনট্রি উপড়ায় ফেলতে থাকে
তখন সাবদার টোকিওতে বসে হাইকু লিখছিলেন।

ডিসেম্বার ৯০০৯: সাবদার মিরাবো সেতুর উপর দাড়ায়ে
আপোলিনেয়ারকে তার হাইকুগুলা পাঠ করে শোনান

ডিসেম্বার ১০,০০৮: লালবাগ কেল্লায় পরিবিবির কবর খুড়ে
সাবদার সুই সুতাসহ পুতুলি দানবিকে বমাল গ্রেপ্তার করে
আবার সুলতানি হাতিতে পুনর্মিলনি দিপ ত্যগ করেন।
কাছে দাড়ানো লোকজনের বয়ানে
সাবদার পরিবিবিকে নিয়ে হাওদাতে উঠবার সময়
আকাশমুখি হয়ে বলেছিলেনঃ পিং পং পিং পং পিং পং...অট্যহাসি অট্যহাসি অট্যহাসি...।।

পুনর্মিলনি দিপের বাসিন্দা চয়ন খায়রুল হাবিবের দিনপঞ্জি থেকে