কিম্বা খোদাকে ভালবেসে আমাদের খুলির মুল্য
আত্মিয় স্বজন বন্ধু পরিজনদের অনেকের মাথা চিপে ধরে বুঝেছি
তাদের বেশির ভাগেরই খুলি নাই
যৌক্তিক লোকজন থেকে কবিতা কেন দুরে থাকে তা বুঝতে গিয়ে
ইমরুল কায়েস কিভাবে ধর্মের কাছে না এসেও
ধর্ম-সুন্দরে কেপেছিল বুঝি
শিল্পি ডামিয়েন হার্স্ট কোনরকম স্যাটায়ার ছাড়া
একটি প্লাটিনামের খুলিতে মোট ১, ১০৬ ক্যারেটের
৮,৬০১টা নিখুত হিরাখন্ড বসালো
নশ্বরতা পেলো অবিনশ্বর অর্থময়তা
সম্মানিত খুলিটির কপালে কচি পেয়ারামত গোলাপি হিরক
মায়ের স্মরনে ডামিয়েন খুলিটির নাম রেখেছিলোঃ
For The Love Of God
অন্নপুর্নার কোলে বাজে বাবার হাতে বানানো সরোদ
বহুবিধ দেহতল্লাশি শেষে
লন্ডনের হোয়াইট কিউব গ্যালারিতে যখন কাচের বাক্সবন্দি শোকেসে
মহামুল্যবান খুলিটার কাছাকাছি গেলাম
দেখলাম সময়খন্ডপার সাইকাডেলিয়া : শব্দের সাথে নিশব্দের বিয়া
শোকেসের কাচের ওপারে স্যামুয়েল বেকেটের কাছে
আল মাহমুদ শামসুর রাহমান আহমদ শরীফ আব্দুর রাজ্জাক
আইরিশ ইয়েটসের সাথে বাঙালি রবীন্দ্রনাথের প্রোগ্রামিং জানতে চাইছে
মানে ইয়েটসতো চোস্ত ফ্যাসিস্ট আর রবীন্দ্রনাথ ফ্যাশিবাদ বিরোধি
ওনারা মগজের প্রোগ্রামিং বুঝতে পারছিলো কিন্তু খুলির অস্তিত্ব খুজে পাচ্ছিলো না
ভ্লাদিমির-আব্দুর-রাজ্জাক দাবি করলোঃ কিন্তু আমরাতো বিশ্বাসি
এস্ত্রাগন-আল-মাহমুদ পোজ্জো-শামসুর-রাহমানের সমস্বর:
ইতিহাস ও অক্ষর-সংলগ্নতাও কি বিশ্বাস নয়
এস্ত্রাগন ও পোজ্জোর দিকে তাকায় আহমদ শরীফ বল্লোঃ
খুলি ফিরে পেলে মুক্তচর গুপ্তচর সকল চেহারার শোকাশোক বাড়বে
বেকেট বোবাধরা গলাতে জানালো : 'খুলিতত্বে মিলায় রতন যুক্তিতে তা বহুদুর;
হতে পারে ইয়েটস ভারতে তার বিস্তার চাইছিলো!'
বেকেট আরো বল্লো : মুলত সকল প্রোগ্রামিংয়ের মুলে জুলেখার রহম
এবং ইউসুফের কসম
তারপর ফরাসিতে 'গোডোর প্রতিক্ষায়' লিখলো
ফরাসি থেকে তা আবার ইংরেজি করলো
'তাহলে সকলে সকলের অনুসারি হয়ে ঘোরলাগা প্রলাপ ভালবেসে
নির্ভয়ে নিজেদের খুলিতত্ব ক্লেইম রিক্লেইম করতে বলুন'
চেহারা দিয়েও তা হবে না নকশেবন্দিয়া দিয়েও তা হবে না
মরনসাগরের পুথিগুলো জ্বলে জ্বলজ্বল সঠিক খুলিদের কবরস্থানে
চৌদ্দগ্রামের তৃশ্না গ্রাম থেকে বগুড়ার মহাস্থানে
ডান বাম মধ্যপন্থি সস্তার সিন্থেটিক রোবটিক্স-মাথায়
খাজকাটা সার্কিটে তথ্য গেথে যায় ঠিকঠিক কিন্তু হিরক গাথে না
তাদের মগজের কোষে খুলিতত্ব একেবারে খেলে না
সাগরের উর্মিমালায় লাখে লাখে নারকেলের খোলকে
জানাজাকারিরা খুলি মনে করলো
কিন্তু সেগুলো খুলি নয়
পরাবাস্তবতা মৌলবাদে গড়ালো
স্যামুয়েল বেকেট তুমি কি বিদেশি
ডামিয়েন হার্স্টের প্লাটিনাম খুলিটার স্থাবর মালিকের নিবাস কোথায়
সবখানে আমরা দেশি আমাদের বসবাস আজিম্পুর পুরানা কবরস্থান
বুলডজারে ভেঙ্গে যাওয়া খুলিগুলোতে মেমেন্টো-মরি-আজম খানের গান
ওঠো শিশু মুখ ধুয়ে কবরস্থানে যাও
খুলিদের ভালবেসে খোদার মুল্যমান বাড়াও
চয়ন খায়রুল হাবিব
পরিমার্জনা
১০/০৬/১৫
ব্রিটানি
প্রথম খসড়া
১১/০৯/১৩
ব্রিটানি
Photography, For the Love of God is a sculpture by artist Damien Hirst produced in 2007. It consists of a platinum cast of an 18th-century human skull encrusted with 8,601 flawless diamonds,