Friday 17 February 2017

বিভাগগুলোর নতুন নাম, প্রেম এবং দেশপ্রেম বিষয়ে

মনসামঙ্গলের দৃশ্য

ঢাকা বিভাগের নাম হতে পারে ইশরাত আখন্দ
কুমিল্লা বিভাগের নাম হতে পারে সোহাগি তনু
পার্বত্য চট্টগ্রামের নাম হতে পারে কল্পনা চাকমা
গারো পাহাড়ের নাম হতে পারে চলেশ রিসিল

প্রেম নিয়ে লিখে ফেলতে পারি হাজার হাজার পংতি
দেশপ্রেম নিয়ে কয়েক লাইন লেখার পর
দেশপ্রেমের সব ক্যাম্পে দেখি অর্থনিতিবিদদের খুচরা ভাংতি

প্রেমের গোলাপ মুচড়ে মঞ্চ দখল করে অর্থনিতিবিদের উদ্ধৃতি
নামে আমার এসে যায় প্রেমে আমার এসে যায়
নামগুলো প্রেমের ভিতর ছোট ছোট গঞ্জ গ্রাম হাট বাজার
একটা ওপড়ালে আরেকটার পাপড়ি ঝরে যায়

কিন্তু শিকড় পচে গেলে আর কিছু কি থাকে করার
মিশতে দাও মাটির সাথে স্বতস্ফুর্ততার সারাৎসার

যেরকম পোড় খেতে খেতে পোড়াবাড়ির চমচম খেয়ে
পটুয়াখালির প্রথম অংশটায় পট আকছে পটুয়া
নোয়াখালির মাছকন্যাকে পায় ডাকাতিয়াতে ডোবা ভলুয়া
চান্দের বন্ধনে সুন্দর লখিন্দরকে খোজে সুন্দরি বেহুলা

কানা সন্তানকে পদ্মলোচন ডেকে ডেকে কাঞ্চন ও কিরনমালা
সাগরমন্থনে সুন্দরবনে ভেসে যায় সুচ বেধা রাজনের গহিন ভেলা
দেশপ্রেমের নাম্বার বা নেমপ্লেট নয় থাকে শুধু প্রেমের বিশ্বাস
ইশরাত তনু কল্পনা চলেশের সিথানে আমাদের থমকানো নিশ্বাস




চয়ন খায়রুল হাবিব
১৮/০২/১৭
ব্রিটানি