Sunday 12 February 2017

কাগজের নৌকা এবং বোকাসোকা বুড়িগঙ্গা


অনলাইনে ব্যাবহার করা না হলেও মুদ্রিত সংগ্রহে ঈ, ঊ, ণ, চাদবিন্দুর দেখা পাবেন প্রচলিত অভিধান অনুযায়ি।চখাহা।

কাগজের নৌকা

একদম কাগজের নৌকার আদলে
মোটামোটি বড় একটা কাগজের নৌকা বানানো হলো
এবং তা ভাসানো হলো সত্যিকার সাগরের জলে
ভাসানো মাত্র তাতে একজন নাবিক চড়ে বসলো

একেবারে প্রাপ্তবয়স্ক স্বাস্থ্যবান নাবিক
লোকজন  সাহায্য করেছিলো বিশাল কাগজটা তুবড়ে মুচড়ে
যাতে দেখতে লাগে কাগজের নৌকা সঠিক
তারপর নাবিকসহ নৌকাটা ভেসে গেল ঢেউয়ের কোলে চড়ে

কাগজতো পানিতে ভিজে যাবার কথা
তবুও কিছুদুর যাতে ভেসে যেতে পারে
ছবি তুলে যাতে লোকজনের আঙ্গুলে লাগে ব্যাথা
সেভাবে নৌকা ভাসছিলো সাগরের কিনার ধরে

তারপর কাগজের নৌকা একসময় ডুবে গেলো
কাছাকাছি বন্ধুরা নাবিককে উদ্ধার করেছিলো

চয়ন খায়রুল হাবিব
১২/০২/১৭
ব্রিটানি



বোকাসোকা বুড়িগংগা


ধলেশ্বরি তিরের তরুন অতিশ দিপঙ্কর যে বুড়িগঙ্গাকে দেখেছিল
তার জোয়ারভাটার তর্জনে তোপ দাগানো কামানের বুম বুম শুনে
মুগ্ধ মুকাররাম খা শেয়েস্তা খা থেকে শুরু করে আর্মেনিয় গ্রিক
বনিকেরা নদিতিরে দুলায়েছিল ভেনিসিয় মঞ্জিল দেখতে রোমান্টিক


পুরন্ত ধানক্ষেতের নাম ধানমন্ডি ভাত পচানো মদের নাম ধানকাট্টি
ধান কুটতে এসে যারা বসতি গেড়েছিল তারাই ঢাকার আদিবাসি কুট্টি

এখন যা গালে কপালে চুলে হাত বোলায়
তা অন্যের কেড়ে নেয়া ঢেউ : বাকে বাকে থমকে
বিশ্বাসের ভাঙ্গামুড়িমত বহিরাগত ইশারাগুলো চেহারা হারায়
ফানুশের অলৌকিকে মানুষের লৌকিক আলেয়ায় চমকে

সদরঘাটের ভেপুর ভিড়াক্কার ছুয়ে ছুয়ে ইটভাটার ছাইস্যাকা নিশ্বাস
নুয়ে নুয়ে পলির বদলে পলিথিনের পাহাড়ে মাছ না পাওয়া
মাছরাঙ্গাদের ছেড়ে যাওয়া কামরাঙ্গির চরে ভুতুড়ে কচুরিপানা ঢাকা
রাত গভিরের বোকাসোকা বুড়িগঙ্গার অভিমানি নগ্ন বাতাস


চয়ন খায়রুল হাবিব
৯/০২/১৩
ব্রিটানি

২০১৩র অস্টপদিকে ১০/২/২০১৭তে চোদ্দপদি শিথিল সনেটে রুপান্তর।চখাহা।

ওপরের দুটি সনেট জায়গা করে নেবে আমার চতুর্থ কবিতা সংগ্রহ 'মেহগনি বনে'

'বুড়িগঙ্গা' নিয়ে আরেকটি কবিতা আছে নৈকট্যধাম সিরিজ যা স্থান পেয়েছে  আমার তৃতিয় কাব্যগ্রন্থ,  'ডৌল : জুলেখার জেরা পর্ব'  সংগ্রহে