Friday, 23 June 2017

এ সনেট অফ লাভ বুক্স এন্ড বন্সাই


গতকাল দেখা হয় নাই In the end
Emelia dies না আসার আসা না কথার কথা
না হাসার হাসি না ছবির ছবি Julio does not die
না কবির কবিতা না হাসের সোনার ডিম

কতকাল দেখা হয় নাই
দৃষ্টি আটকে নির্মানাধিন মিলিটারি পুলিশ হোস্টেলে
চলে তরুন ঢালাইকর বাহিনির সবল অথচ সকরুন স্বপনপাত
অন্তমিলে মিলালে বলা যায় গতকাল কতকাল দেখা হয় নাই
না খোলা খামে ঘামভেজা মহাগরমের মাস জুন ও জুলাই

স্বরবর্ন গলতে গলতে ঈ ঊ ণ চাঁদবিন্দুর ধানাইপানাইর সাথে 
গতকাল কতকাল ইচ্ছা করে দেখা করি নাই Julio dies
কার মনে কি দাগ কাটে আর কি যে কাটেনা Emelia does not die
ব্যাঞ্জনবর্নের সংখেপিত বনে চোখ ম্যালে মিয়াজাকি'র স্বপ্নাবিষ্ট বন্সাই

ভাঙ্গা লিরিকে ভাঙ্গা বয়ানে সকলকে ইদ মোবারক জানাই


চয়ন খায়রুল হাবিব
২৩/০৬/১৭
ঢাকা


ভারতিঃ বানান, ভ্রমন ও ভালবাসা সংক্রান্ত দির্ঘ কবিতা