১ আমি যারে কহিম আনফেয়ার এন্ড লাভলি, রবীন্দ্রনাথ তারে কহে কৃশ্নকলি!
২ ফেয়ার এন্ড লাভলি ক্রিমের বিপননকারিদের বিরুদ্ধ্বে বাংগালি নারিবাদিরা কোন
মোর্চা বানায় না!কারন তাদের পৃষ্ঠপোষকতায়
নারিবাদিদের কর্মকান্ড চলে।
৩ ফেয়ার এন্ড লাভলি ক্রিমের ব্যাপারে পতিসেবক বাংগালি নারিবাদের যে ব্যাকহ্যান্ডার তার মুলে আছে চৈনিক পিং পং রাজনিতির ব্যাকহ্যান্ডার!দেশি বচু কালো, তাই চিনের হৈলদা কচু ভালো।ইস্কান্দার মির্জামত অনেক ফেয়ার এন্ড লাভলি মাখা মিরজাফরি বাংগালি, ৪৭ এর লজ্জা ঢাকতে আমরা যাদের পাকিস্তানি বলি।ফেয়ার এন্ড লাভলি মেখে জাতিয়তাবাদের চিল্লা মেরে পাহাড়িদের ডলি।
৪ ফেয়ার এন্ড লাভলি মেখে কিশোরগঞ্জের নিরোদ চৌধুরী বিলাতে বসে লিখলেন 'আত্মঘাতি বাঙালি', বরিশালের গোলাম মুর্শিদও ফেয়ার এন্ড লাভলি মেখে বিলাতে বসে লিখলেন 'বিলাতে বাঙালি', পৃষ্ঠায় পৃষ্ঠায় তার বেলেমাটির আঠামাখা স্বলজ্জতার বাইলাচুমা, ইট, পাত্থর, গুগলি!
৫ ফেয়ার এন্ড লাভলি মেখে ক্রিকেটাররা টসে জিতলেই ফিল্ডিং নেয়, তারপর ফিল্ডিং দিতে দিতে ক্লান্ত হাতে তুলে নেয় ব্যাট। প্রতিদ্বন্দি কম রান করলে জোর পায়, বেশি রান করলে পোতায় যায়।মানে প্রনোদনাটা নিজের না, ধার করা।
৬ ফেয়ার এন্ড লাভলি মাখা ঢাকাই, কোলকাতাই গনমাধ্যম হচ্ছে বিভিন্ন কর্পোরেট হাউসের গা বাচানো, গা চুলকানো মাধ্যম।
৭ বই মেলা, লিট ফেস্টিভাল, আর্ট সামিট হচ্ছে গা ডলাডলি করে যতটুকু ফেয়ার এন্ড লাভলি আদায় করা যায়।
৮ ফেয়ার এন্ড লাভলি মাখা দেশি বাংগালিরা বিদেশে কাজ করা বাংগালিদের গালমন্দ করে।বলে, দেশি গার্মেন্টস শিল্প বিদেশি রেমিটেন্স আর্নারের চেয়ে বেশি দেয়া।কিন্তু গার্মেন্টসওতো চলে বিদেশিরা কিনে বলে।
৯ ফেয়ার এন্ড লাভলি মেখে দেশি সামিয়া, মার্জান কপি পেস্ট করে এবং বিদেশি বিশ্ববিদ্যালয় অভিযোগ করলে দেশি বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করে
১০ স্যাটায়ার নয়, চাই আনফেয়ার এন্ড লাভলির সারাতসার!তুমি যারে কহো কৃশ্নকলি, চয়ন তারে জানে প্রানের কাদম্বরি!কেহ লিখে বাঙালি, কেহবা বাংগালি!
চয়ন খায়রুল হাবিব
১০/১০/১৭
ব্রিটানি
৩ ফেয়ার এন্ড লাভলি ক্রিমের ব্যাপারে পতিসেবক বাংগালি নারিবাদের যে ব্যাকহ্যান্ডার তার মুলে আছে চৈনিক পিং পং রাজনিতির ব্যাকহ্যান্ডার!দেশি বচু কালো, তাই চিনের হৈলদা কচু ভালো।ইস্কান্দার মির্জামত অনেক ফেয়ার এন্ড লাভলি মাখা মিরজাফরি বাংগালি, ৪৭ এর লজ্জা ঢাকতে আমরা যাদের পাকিস্তানি বলি।ফেয়ার এন্ড লাভলি মেখে জাতিয়তাবাদের চিল্লা মেরে পাহাড়িদের ডলি।
৫ ফেয়ার এন্ড লাভলি মেখে ক্রিকেটাররা টসে জিতলেই ফিল্ডিং নেয়, তারপর ফিল্ডিং দিতে দিতে ক্লান্ত হাতে তুলে নেয় ব্যাট। প্রতিদ্বন্দি কম রান করলে জোর পায়, বেশি রান করলে পোতায় যায়।মানে প্রনোদনাটা নিজের না, ধার করা।
৬ ফেয়ার এন্ড লাভলি মাখা ঢাকাই, কোলকাতাই গনমাধ্যম হচ্ছে বিভিন্ন কর্পোরেট হাউসের গা বাচানো, গা চুলকানো মাধ্যম।
৭ বই মেলা, লিট ফেস্টিভাল, আর্ট সামিট হচ্ছে গা ডলাডলি করে যতটুকু ফেয়ার এন্ড লাভলি আদায় করা যায়।
৮ ফেয়ার এন্ড লাভলি মাখা দেশি বাংগালিরা বিদেশে কাজ করা বাংগালিদের গালমন্দ করে।বলে, দেশি গার্মেন্টস শিল্প বিদেশি রেমিটেন্স আর্নারের চেয়ে বেশি দেয়া।কিন্তু গার্মেন্টসওতো চলে বিদেশিরা কিনে বলে।
৯ ফেয়ার এন্ড লাভলি মেখে দেশি সামিয়া, মার্জান কপি পেস্ট করে এবং বিদেশি বিশ্ববিদ্যালয় অভিযোগ করলে দেশি বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করে
১০ স্যাটায়ার নয়, চাই আনফেয়ার এন্ড লাভলির সারাতসার!তুমি যারে কহো কৃশ্নকলি, চয়ন তারে জানে প্রানের কাদম্বরি!কেহ লিখে বাঙালি, কেহবা বাংগালি!
চয়ন খায়রুল হাবিব
১০/১০/১৭
ব্রিটানি