Thursday 21 December 2017

লিরিকে ভাঙ্গা লিরিকে শাহনাজ রহমতউল্লাহ


ভাঙ্গা লিরিকে
  
সূর্যের মন্দিরে সূর্যের দোআঁসলা নগ্নতা  ঝরে নির্ঝরে
আলপনাগুলো নেচে নেচে ঘুঙ্গুরের একান্তে ব্যালেরিনা
শিতের পাতাগুলো আবার ফিরে যাবে সঙ্গীতের প্রহরে
গরম স্বভাবে নগ্ন  হাবেভাবে নিমগ্ন রোদস্যাকা বালুক

কেউ একটু দেখে সরে যায় কেউ বা থমকে দাড়ায়
রাস্তার পাশে জানালার সকাশে কানের লতিতে হাত
নরম কিভাবে এত নরম ঘুমের ভেতর ঘুম ভেঙ্গে যায়
কমলা ছোকলাতে ঢাকা কমলাময় এক রহস্যছোয়ারাত

কোয়াগুলো খোলে ঠোট সরায়ে জিব গড়ায়ে 
রমণের আধো আধো প্রস্তুতিমূলক সম্ভাষণ
প্রার্থনাতে আস্বস্ত দেহছন্দ আলাপের রাস্তা বেয়ে
অকস্মাৎ পরস্পরে হেঁচকা কিন্তু গভীর বিনোদন

যা একবার খুলে তা কখনো বন্ধ হয় না
যদিও বা হয় তা আবারো ভাঙ্গা লিরিকের খোলা কারখানা


 

লিরিকে

মানে আমাদের শানদার খানদান শাহনাজ
এখন যার পায়ের নিচে পর্দানশিনের জায়নামাজ
গান সে আর শোনে না গান আর গায়না
দিনরাত মোনাজাতে করেন কি কি সব বায়না
আর আমাদের দুলাভাই মিস্টার রহমতউল্লাহ
আলখিল্লা পরে দেন তাবলিগি চিল্লাহ

দাঁড়ালো গিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে আস্তাগফেরুল্লাহ
সকাল থেকে রাতের ঘুম অব্দি নাউজুবিল্লা নাউজুবিল্লা

শিল্পের যাপন না কি কালের কাছে প্রশ্নের পর প্রশ্ন
ভালো শিল্পী মানে কিন্তু সে জ্ঞান বিজ্ঞানে সতৃষ্ণ

শিল্পী লুকালে পর্দায় কোথায় হারায় কাণ্ডজ্ঞান
ধান্দাবাজেরা শিল্পকে বানায় হিসাবের  বিজ্ঞান   

'সাগরের সৈকতে' গাইলে সাগরে আনন্দসাগর মিলা
এই সেই সুন্দর যা চয়ন কবির কলিজায় আনে নন্দনের লীলা

লীলা হড়কায় লীলা ভড়কায় থাকে পর্দার জঙ্গ
১৯৭১ উল্টালে ২০১৭তে আমাদের মহাস্বপ্নভংগ

হতে পারে হতে পারে এটা ওনার মরিয়া চয়েস
গুমের ভয়তরাসে যখন কাপে বাংলার ভয়েস

রেওয়াজ নাই আওয়াজ আছে সাধনার গুল্লি মারো
যাকে যেভাবে পাও মারোধরো খুন ধর্ষণ করো

লুকায় সুরের বিচিত্রতা একঘেয়ে লোকসঙ্গীতের আড়ালে
ব্যান্ডসংগীতের নামে মাংসাশী পুরুষেরা আমাদের ভেংচালে

অভদ্রতা লোভ আর মোল্লার খেঁউড় থেকে সরে যায় সরোদসঙ্গীত
শাহনাজ বেগম আমাদের প্রমিত স্মার্টনেসের কসমোপলিটান ভিত


চয়ন খায়রুল হাবিব
২১/১২/১৭
ব্রিটানি