Tuesday, 22 December 2020

মঞ্চনাটকের দায়মুক্তি ২ : ইব্রাহিম আলকাজি, আগুস্তো বোয়াল পেরিয়ে

রক্তবীজ, ওলে সোয়িঙ্কার স্ট্রং ব্রিড নাটকের অনুবাদ, ১৯৯০

১৯৯০ সালে আমার অনুদিত আফ্রিকার নোবেল জয়ী নাট্যকার ওলে সোয়িঙ্কার স্ট্রংব্রিড নাটকের অনুবাদ রক্তবীজের দ্বিতীয় সংস্করণ প্রকাশ উপলক্ষ্যে যে বিস্তারিত ভূমিকা লিখছি, তাতে সময়খন্ডগত তুল্যমূল্যে আজকের বাংলাদেশের মঞ্চ নাটকের পরিস্থিতি তুলে ধরতে ভারতের থিয়েটার গুরু ইব্রাহিম আলকাজি ও ব্রাজিলের নিরিক্ষা ধর্মি থিয়েটার অনুশীলক আগুস্তো বোয়ালকে নিয়ে আলোচনা করেছি।সে আলোচনা এখানে তুলে দিলাম।

Wednesday, 25 November 2020

মারাডোনা : আঘনের রুপকথায়


প্রতিদিন দুলে বেড়াই সে ফুটবল দুনিয়াতে
যে ফুটবল মারাডোনাকে  দোলায়
গোলবারে গোল গোল গোল সোরগোল ভেদ করে
একটা মানুষের ইতিহাস আমাদের সবার ইতিহাসের মাঠে
বাংলার ধানক্ষেত ধেয়ে এলো বুয়েনস আইরেসের বস্তিতে

Thursday, 24 September 2020

রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা এবং ধর্মসাপেক্ষতা,

আহমদ শরীফের সাথে মনোগত সংলাপ ১

কিম্বা 'তিন পাগলের মেলা'!

নিচে যেভাবে রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা এবং ধর্মসাপেক্ষতা, শিরোনামে প্রয়াত উপন্যসিক কামরুজ্জামান  জাহাঙ্গীর ও আমার টানা কথপোকথনটি এখানে ছেপেছি, প্রামান্যভাবে তা ধারণ ও প্রথম প্রকাশনার  কৃতিত্ব অনুজ গল্পকার তারিক  আল বান্নার।কয়েক বছর আগে নিউজ বাংলাদেশে দায়িত্ব পালনের সময় বান্না সংবাদ মাধ্যমটির সাহি্ত্য জাইনে বিচিত্র মাত্রা যোগ করতে সমর্থ হয়েছিল।সে সময় আমার পুরোনো,  নতুন, সাম্প্রতিক অনেক ছোটো বড় লেখা, আলাপচারিতা নিউজবাংলাদেশে আসে, যার ভেতর একটা  নিচের সম্পাদিত অংশটি।

Sunday, 13 September 2020

জেব্রালাইট


 


আকাবাকা রেখাতে যতটুকু ধাধার প্রকাশ 
তার পুরোটা আমাদের অস্থিরতার বিকাশ
জেব্রাগন জেব্রিগন ঘাসপাতা খায়
সিংহিগন সিংহগন জেব্রালাইট চিবায়

Wednesday, 9 September 2020

ডিমের তরকারি রান্নার সময় আমি গুপীগাইন বাঘাবাইন



ডিমের তরকারি রান্নার সময় আমি গুপীগাইন বাঘাবাইন
কি যে তুরিয়া আনন্দে থাকি আর সব মিছামিছি ফাকি
গদ্যছন্দ তখন মধ্যমিল অন্তমিলের ছেলেমানুষি
দুই বগলে দুই হাত রেখে আমি এত খুশি 
এন্থ্রো্পোমরফিয়া তখন তিব্রতুমুল জোয়ার ভাটার সহজিয়া

Thursday, 2 July 2020

ঢাকাই মাল্লার


নেমে আসলে থেকেই যাবে
বৃষ্টি ভাবুন বৃষ্টি লিখুন পরান জুড়ানিয়া চরম বৃষ্টির ব্লেড
`মেহা ঝরো ঝরো বারাসাত রে`
`রেইন ড্রপস কিপ ফলিং অন মাই হেড`

Thursday, 4 June 2020

ওয়ারহল এবং বাস্কিয়া সমস্ত অন-ডিউটি ​​পুলিশদের দেহ ক্যামেরা দিয়ে সাজিয়েছে



ওয়ারহল এবং বাস্কিয়া 
পৃথিবীর সমস্ত অন-ডিউটি ​​পুলিশদের দেহ ক্যামেরা দিয়ে সাজিয়েছে এবং পুলিশ যখন ওয়ারহল এবং বাস্কিয়ার ডাকে সাড়া দেয় 
দেহ-ক্যামেরাটি তত্ক্ষণাত চালু

Wednesday, 6 May 2020

ভিতু মানুষের নির্ভয়


যে মনটা কাচের
তা তো   ভেঙ্গেই ছিলো জন্মের সময়
ভার্চুয়ালের সাথে রিয়াল গ্রাউন্ডের
ঘাত প্রতিঘাতে শরিরে প্রতিক্রিয়া
৭১এ ছয় বছর বয়সের
ঢাকার আজিমপুরে বাংলো বাড়িতে
সেই কাগজ সাটা জানাালার কাচ
ব্যাক্তির সাথে
সামাজিক সংঘর্শের আচ পারায়ে
সম্পর্কগুলোর কাছে আসি
শব্দকে সম্পর্কের মতো ভালবাসি

শব্দের চারপাশে চেহারা জাগে
চেহারার চারপাশে শব্দ জাগে  
ভিতু মানুষের সুন্দর চেহারাতে প্রশ্ন জাগে
ঘনবসতির বাংলাদেশে যে রিয়ালিটি নাজেহাল
রিয়ালিটি গ্রাউন্ডের পুরাটাই যদি ভয়ের হসপিটাল 
ভার্চুয়ালটা কি তাহলে শব্দের সেক্সুয়াল
ৈশব্দ যেখানে আর নিরবতা নয়

ৈ শব্দে এটাসেটা নিয়ে ভয় লাগে
বুক ধড়ফড় করে
প্রেসার ঠিক আছে  রিদস্পন্দনও ঠিক 
ঘাটতিটা সংগলিপ্সার ঘাটতিটা শব্দলিপ্সার
ছবির ভেতর মন খুজি
মনের ভিতর সেবিকা শব্দ খুজি
শব্দের ভিতর সম্পর্ক  খুজি
সম্পর্ক আমার কাছে আসে
কাছে এসে অনেক অনেক শব্দ নিয়ে বসে থাকে
প্রতি দশজনে একজন চেংগিস খানের
রক্তধারার শব্দ থেকে
বাকি নয়জনের শব্দকে আলাদা করে 
সম্পর্ক আর শব্দের পরিচর্যা 
ভেতরের ভিতু মানুষটাকে বাইরে এনে বড় করি
ভয়ে ভয়ে বড় করি নয়জনের নির্ভয় শব্দে

নিজের পুরানো ছবিগুলা দেখি
ছবিগুলার আশেপাশের মানুষের মুখগুলা দেখি
কোন মানুষকে আমার মুখোশ মনে হয় নাই
কারো ছবিকেও মুখোশ মনে হয় নাই

কেউ কেউ এখনো নিজের চেহারা পায় নাই
কেউ কেউ এখনো নিজের শব্দ পায় নাই
এখানে ওখানে কুড়ায়ে পাওয়া শব্দ
তাদেরকে দেই
সম্পর্ক পাতাই 

ভয়ে ভয়ে সম্পর্ক পাতাই
বাটালির আচড়ে
ভাস্কর্যের পলেস্তারা ছিলে ছিলে উঠাই
প্রতি দশজনে একজন
চেঙ্গিস খানের রক্তধারা থেকে
বাকি নয়জনের চেহারাকে
আরো নিরিহ নিরিখে ঝলসাই
সেই একজনও প্রভাবিত হয়
বাকি নয়জনের শব্দ ও সম্পর্কে
ভিতু মানুষের নির্ভয়


Choyon Khairul Habib
6/05/20
Brittany, France

Photo by Kafi Billah, 1993, Dhaka.



Tuesday, 7 April 2020

রিফিউজি ব্লুজ




ধরো ঐ বড় বড় শহরে লক্ষ লোকের নিবাস
কেউ থাকে বড় দালানে কেউ বস্তিতে ছাড়ে দির্ঘশ্বাস
ঐখানে আমাদের ঠাই নাই
প্রিয়তমো, ঐখানে আমাদের ঠাই নাই

Tuesday, 10 March 2020

করোনা-কেয়ামতের আগের দিন ঢাকাতে গনভালবাসাবাসি


ভালবাসাবাসির চেয়ে বড় প্রতিষেধক আর কিছু নাই।২০১৭ সালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকার ইস্কুল বাচ্চাদের সংগঠিত ব্যাপক আন্দোলনের সময়  অনুবাদ করেছিলাম,  রজার ম্যাকগফের At lunchtime – A story of loveশিরোনাম বদলে সেটাই পরিবেশন করছি, 


করোনা-কেয়ামতের আগের দিন ঢাকাতে গনভালবাসাবাসি

 

ফার্মগেটের নমুহুনিতে বাচ্চাকোলে এক মহিলার সাথে
সংঘর্ষ এড়াতে বাসটা যখন প্রচন্ড হেচকায় ব্রেক কষলো
অন্য পাশে বসা হিজাবি স্টাইল আটোসাটো শাড়ি পরা
দোহারা চেহারার আবেদনময়ি অপরুপা আমার বুকে আছড়ে পড়লো

Wednesday, 19 February 2020

বাবরনামা, ডেইলি স্টার, টিউলিপকুন্দন, অতঃপর রবীন্দ্রকথন!

বাবরনামাকে প্রশ্নবিদ্ধ করে পুষ্টিবিশারদ সেজো বোন রুবি ক্যারোলাইনা থেকে ডেইলি স্টারের একটি খবরের লাগসই জবাব দিয়েছে ইংরেজিতে।বেদবাক্য ঢং এর বানিজ্যিক কারসাজির ভাষাতে ডেইলি স্টার খবর দিয়েছে, গাজিপুরে না কি কে বা কারা 'সম্প্রতি প্রথম বারের মতো টিউলিপ ফুল ফুটিয়েছে।' রুবির মুল ইংরেজি জবাবটি কপি/পেস্টের সাথে নিচে আমার বিস্তারিত মন্তব্যসহ বাংলাটা দিলাম :

Wednesday, 5 February 2020

ছায়াসিতাদের আত্মহত্যা ও রিতা দেওয়ান উপকথা।



‘অদ্ভুত রামায়ন’ কহে, 
সিতা নাকি রাবন ও মন্দদরির কন্যা। 
আবার জনান্তরে বলে 
রাবন তার ভাতিজা নল্কুবেরের স্ত্রি রম্ভাকে ধর্ষন করে।
 ধর্ষনের ফলে রাবন ঔরসে রম্ভার গর্ভে সিতার জন্ম হয়। 
সিতার জন্মের আগে গনকরা জানায়, 
তিনি রাবনের ধ্বংসের কারন হবেন। 
তাই রাবন তাকে পরিত্যাগ করেন।

Sunday, 2 February 2020

ফ্ল্যাশ মবে আমি পরান বাজাই


দোতারা বদলায় গিটারে
ভায়োলিন গড়ায় সেতারে
তালপাতার ভেপুতে হাসে জুলেখার ফুল্লরা টপ্স
থেকে যায় সুর তরংগ বেতার

Thursday, 23 January 2020

বাঙালির উত্তরাধিকারে বাঙালি নারি রবাহুত নয়।



ফেসবুকে জুলেখা সিরাপ পেজে সামনের একুশে বই মেলাতে প্রকাশিতব্য বিভিন্ন বইয়ের বিজ্ঞাপন আসে।রিভিউ তেমন চোখে পড়ে না।লেখকরাও পারস্পরিক রিভিউ এড়িয়ে চলেন, যার ফলে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক পিয়ার্স রিভিউ ধারাটি প্রায় উবে গেছে, যট্টুকু যা সমালোচনা তা হয় দলপাকানো নেটওয়ার্কিং এর বাহবাবাজি বা প্লাজিয়ারিজমের চোথা মারা ভুশিমাল।এসবের ভেতর নাসরিন জয়া হক জুলেখা সিরাপ পেজে তার কড়াপাকের ইংরেজি সমালোচনাসহ ধরিয়ে দিলেন সাদিয়া মাহজা্বীন ইমাম ও পুলক দেবনাথের যৌথ সম্পাদিত , চেতনার উত্তরাধিকার বইটির বিজ্ঞাপন।দ্বিতিয় শিরোনামে লেখা, ভাষা, দর্শন, সংস্কৃতি/কালোত্তীর্ণ পঁচিশটি প্রবন্ধ।নাসরিনের সমালোচনাটি সাদিয়ার বিজ্ঞপ্তি ঘিরে , সুতরাং সাদিয়া বিজ্ঞপ্তিতে কি লিখেছেন তা পড়া যাক :

বুধবার রাতে ২


সাইয়িদ আতীকুল্লাহ শ্রদ্ধার্ঘ
বুধবার রাতগভিরে বিমানে উড়ে আসা পেয়াজের চালান
অবতরনমাত্র পেয়াজদের সরাসরি নেয়া হলো
চন্দ্রবিন্দু আক্রান্ত ভিভিআইপি ট্রমা সেন্টারে
ঐখানে পেয়াজেরা পশু পশুগন পোকাপোকি

দিনমজুর সায়েদ আলী এবং বেগুনি কালেম



ব্রাক্ষনডোরা গ্রাম থেকে ষোড়শী বিউটিকে লাখাইতে নানুর বাড়িতে রেখে আসবার সময় দিনমজুর সায়েদ আলী কিছুদূর যেতে যেতে কখনো নৌকায় অন্যদের ভিড়ে, কখনো হাঁটাপথে ঘাড়ে রাখা যে গামছায় কপালের, ঘাড়ের, আধপাকা খোচাখোচা দাড়িমোচসহ মুখের ঘাম মুছেছিল, সে ঘামের প্রত্যেক ফোটায় আমাদের ইতিহাসের ভিতরের ইতিহাসগুলো করচ ফুলের দেহলি ছুঁয়ে, বৈঠার ছলাত ছলাতে বিউটির তেজদিপ্ত  চোখের মনিতে ঠিকরে ঠিকরে মিলায়েছিলো পানির অল্পতলের নরম  মসলিনে ছড়ানো শিংড়াফলের গহিন বুননে, যে বুনন সেচে নীলাদ্রির হাসন রাজা হাস্যচ্ছলে লিখেছিল, এগো দেখোগো আসিয়া, কমলায় নিত্য করে ঠমকিয়া, ঠমকিয়া!